হায়দরাবাদ, 4 মে: মুক্তির আগেই হিন্দি ছবি 'দ্য কেরালা স্টোরি' নিয়ে বিতর্ক তুঙ্গে ৷ এরই মধ্যে একটি ভিডিয়ো শেয়ার করে এই ছবি নিয়ে নিজের অসন্তোষ ঠারেঠোরে বুঝিয়ে দিলেন মাদ্রাজের মোৎজার্ট এআর রহমান ৷ সেই ভিডিয়োয় দেখানো হয়েছে, কেরলের একটি মসজিদে সমস্ত হিন্দু রীতিনীতি মেনে একটি বিয়ে সম্পন্ন হয়েছে ৷ মানবতার প্রতি ভালোবাসাকেই তুলে ধরতে চেয়েছেন অস্কার বিজয়ী সঙ্গীতশিল্পী ৷
তাঁর টুইটার হ্যান্ডেলে ভিডিয়োটি শেয়ার করে এআর রহমান লিখেছেন, "সাবাশ, মানবতার প্রতি ভালোবাসা নিঃশর্ত ও নিরাময়ের হতে হবে ৷" বিয়ের ভিডিয়োটি একজন টুইটার ব্যবহারকারী শেয়ার করেছেন ৷ সেখানে একটি তাৎপর্যপূর্ণ ক্যাপশনে লেখা হয়েছে, "এটা আরেকটি কেরালা স্টোরি"।
-
Bravo 🙌🏽 love for humanity has to be unconditional and healing ❤️🩹 https://t.co/X9xYVMxyiF
— A.R.Rahman (@arrahman) May 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Bravo 🙌🏽 love for humanity has to be unconditional and healing ❤️🩹 https://t.co/X9xYVMxyiF
— A.R.Rahman (@arrahman) May 4, 2023Bravo 🙌🏽 love for humanity has to be unconditional and healing ❤️🩹 https://t.co/X9xYVMxyiF
— A.R.Rahman (@arrahman) May 4, 2023
এ আর রহমান 2020 সালে একটি মসজিদের অভ্যন্তরে অনুষ্ঠিত দম্পতি অঞ্জু এবং শরথের হিন্দু বিবাহের পোস্টটি শেয়ার করেছেন । হিন্দু পুরোহিত হিন্দু রীতি মেনে বিবাহটি সম্পন্ন করেন ৷ মেয়েকে বিয়ে দেওয়ার জন্য বিশেষ অর্থের জোগান না থাকায় কনের মা মসজিদ কমিটির কাছে অনুরোধ করেছিলেন ৷ তারপরই ওই হিন্দু বিয়ে মসজিদে করার অনুমতি দেয় কর্তৃপক্ষ ৷ ওই পরিবার সম্প্রতি বাড়ির উপার্জনকারীকে হারিয়েছে ৷ ফলে তাদের কাছে টাকা-পয়সার অভাব ছিল ৷ কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সেই সময়ে এই বিয়েকে "কেরলের একতার উদাহরণ" বলে অভিহিত করেছিলেন । তিনি টুইটে লেখেন, "নব দম্পতি, পরিবার, মসজিদ কর্তৃপক্ষ এবং চেরাভালির জনগণকে অভিনন্দন ।"
সুদীপ্ত সেন পরিচালিত 'দ্য কেরালা স্টোরি'তে দাবি করা হয়েছে যে, রাজ্যের 'প্রায় 32,000 জন মহিলা'কে ধর্মান্তরিত করে আইএসআইএস-এ যোগ দেওয়ানোর জন্য পাচার করা হয়েছে ৷ যদিও এই দাবির বিরুদ্ধে সরব হয়েছে কেরলে ক্ষমতাসীন বামপন্থী ফ্রন্ট এবং কংগ্রেস ৷ কেরলে কংগ্রেস এবং সিপিআই(এম) নির্মাতাদের এই দাবিকে অতিরঞ্জন এবং সত্যের ভুল উপস্থাপনা বলে নিন্দা করেছে । প্রবীণ কংগ্রেস নেতা শশী থারুরও এই ছবির নির্মাতাদের সমালোচনা করেছেন ।
এ দিকে, পরিচালক সুদীপ্ত সেন এবং প্রযোজক বিপুল অমৃতলাল শাহ-সহ ফিল্মের নির্মাতারা দাবি করেছেন যে, গল্পটি সত্য ঘটনার উপর ভিত্তি করে । নির্মাতারা সম্প্রতি তাঁদের কাল্পনিক চিত্র থেকে সরে এসে ফিল্মের ট্রেলারের বিবরণ পরিবর্তন করেছে ৷ '32,000 মহিলা'র পরিবর্তে লেখা হয়েছে '3 মহিলা'। সুপ্রিম কোর্ট বুধবার এই ফিল্ম সংক্রান্ত কোনও আবেদন গ্রহণ করতে অস্বীকার করেছে এবং শুক্রবার ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ৷
আরও পড়ুন: তামিলনাড়ুতে বিক্ষোভের আগুন জ্বালতে পারে 'দ্য কেরালা স্টোরি', সতর্ক করল গোয়েন্দা বিভাগ