ETV Bharat / entertainment

AR Rahman on His Son: কপাল জোড়ে দুর্ঘটনা এড়িয়েছেন পুত্র আমিন, নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন এআর রহমান - AR Rahman on His Son

সম্প্রতি সেটে শ্যুটিং চলাকালীন বড় বিপর্যয় থেকে বেঁচে গিয়েছেন এআর রহমান পুত্র এআর আমিন ৷ তাঁর গানের শ্যুট চলাকালীন ভেঙে পড়ে ঝাড়বাতি ৷ এই ঘটানায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন রহমান (Music Director AR Rahman on son Accident) ৷

AR Rahman on His Son
বড় বিপর্যয় থেকে বেঁচে গিয়েছেন এআর রহমান পুত্র এআর আমিন
author img

By

Published : Mar 6, 2023, 12:40 PM IST

মুম্বই, 6 মার্চ: সম্প্রতি দুর্ঘটনার মুখে পড়তে পড়তে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন এ আর রহমানের ছেলে এআর আমিন ৷ মুম্বইয়ে একটি গানের শ্যুটিং চলাকালীন মাথার উপরে ঝুলতে থাকা ঝাড়বাতি এবং বাকি সরঞ্জাম ভেঙে পড়ে মঞ্চের উপর ৷ সৌভাগ্যক্রমে বেঁচে যান গায়ক পুত্র ৷ আমিন এই সেটের ছবি তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ৷ ছবি দেখে ভালোই বোঝা যায়, ভেঙে পড়া ঝাড়বাতি তাঁর উপরে পড়লে কতখানি বিপদজনক হতে পারত ৷

এই ঘটানা নিয়ে মুখ খুলেছেন বিশ্ববরেণ্য সুরকার নিজেও ৷ আমিনের এই ঘটনা উল্লেখ করে একটি বিবৃতিতে তিনি দাবি করেন, "কিছুদিন আগে আমার ছেলে এআর আমিন এবং তার স্টাইলিং টিম একটি মারাত্মক বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে । ঈশ্বরের আশির্বাদে অলৌকিকভাবে মুম্বইয়ের ফিল্ম সিটিতে এই দুর্ঘটনায় কেউ আহত হননি ৷" এই ঘটনার কথা উল্লেখ করে তিনি নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন (Music Director AR Rahman on son Accident)৷

তিনি জানান, শ্যুটিংয়ের ব্যবস্থার যেমন উন্নতি হচ্ছে তেমনই নজর দেওয়া দরকার শ্যুটিংয়ের নিরাপত্তার উপর । সেট যেন বিশ্বমানের হয়। না হলে এধরনের সমস্য়া থেকে মুক্তি নেই ৷ এআর রহমান লেখেন, "এই ঘটনায় আমরা বেশ নড়েচড়ে বসেছি ৷ বীমা কোম্পানির পাশাপাশি প্রযোজনা সংস্থা গুডফেলাস স্টুডিয়োর তদন্তে কী ফলাফল হয় তার জন্য সকলেই অপেক্ষা করে রয়েছি" ৷

এর আগে ইনস্টা পোস্টের মাধ্যমে সেদিনের ঘটনার কথা উল্লেখ করেন আমিন ৷ জানান, তিনি তখন স্টেজের মাঝেই দাঁড়িয়েছিলেন যখন এই ঝাড়বাতিগুলি ভেঙে পড়ে ৷ কয়েক ইঞ্চি এদিক ওদিক হলে তাঁদের মাথার উপরেই পড়ত এই সরঞ্জাম ৷ তিনি এও লেখেন, "এখনও আমি ট্রমা থেকে বেরিয়ে আসতে পারিনি ৷" এই ঘটনার পর অবশ্য়ই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে ৷ গত কয়েকদিন আগেই অক্ষয়ের ছবির শ্যুটিং চলাকালীন চিতা বাঘের হানায় আহত হন একজন মেকআপ আর্টিস্ট ৷

আরও পড়ুন: প্রজেক্ট কে ছবির সেটে ফের দূর্ঘটনা, আহত হয়ে হাসপাতালে বিগ বি

মুম্বই, 6 মার্চ: সম্প্রতি দুর্ঘটনার মুখে পড়তে পড়তে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন এ আর রহমানের ছেলে এআর আমিন ৷ মুম্বইয়ে একটি গানের শ্যুটিং চলাকালীন মাথার উপরে ঝুলতে থাকা ঝাড়বাতি এবং বাকি সরঞ্জাম ভেঙে পড়ে মঞ্চের উপর ৷ সৌভাগ্যক্রমে বেঁচে যান গায়ক পুত্র ৷ আমিন এই সেটের ছবি তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ৷ ছবি দেখে ভালোই বোঝা যায়, ভেঙে পড়া ঝাড়বাতি তাঁর উপরে পড়লে কতখানি বিপদজনক হতে পারত ৷

এই ঘটানা নিয়ে মুখ খুলেছেন বিশ্ববরেণ্য সুরকার নিজেও ৷ আমিনের এই ঘটনা উল্লেখ করে একটি বিবৃতিতে তিনি দাবি করেন, "কিছুদিন আগে আমার ছেলে এআর আমিন এবং তার স্টাইলিং টিম একটি মারাত্মক বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে । ঈশ্বরের আশির্বাদে অলৌকিকভাবে মুম্বইয়ের ফিল্ম সিটিতে এই দুর্ঘটনায় কেউ আহত হননি ৷" এই ঘটনার কথা উল্লেখ করে তিনি নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন (Music Director AR Rahman on son Accident)৷

তিনি জানান, শ্যুটিংয়ের ব্যবস্থার যেমন উন্নতি হচ্ছে তেমনই নজর দেওয়া দরকার শ্যুটিংয়ের নিরাপত্তার উপর । সেট যেন বিশ্বমানের হয়। না হলে এধরনের সমস্য়া থেকে মুক্তি নেই ৷ এআর রহমান লেখেন, "এই ঘটনায় আমরা বেশ নড়েচড়ে বসেছি ৷ বীমা কোম্পানির পাশাপাশি প্রযোজনা সংস্থা গুডফেলাস স্টুডিয়োর তদন্তে কী ফলাফল হয় তার জন্য সকলেই অপেক্ষা করে রয়েছি" ৷

এর আগে ইনস্টা পোস্টের মাধ্যমে সেদিনের ঘটনার কথা উল্লেখ করেন আমিন ৷ জানান, তিনি তখন স্টেজের মাঝেই দাঁড়িয়েছিলেন যখন এই ঝাড়বাতিগুলি ভেঙে পড়ে ৷ কয়েক ইঞ্চি এদিক ওদিক হলে তাঁদের মাথার উপরেই পড়ত এই সরঞ্জাম ৷ তিনি এও লেখেন, "এখনও আমি ট্রমা থেকে বেরিয়ে আসতে পারিনি ৷" এই ঘটনার পর অবশ্য়ই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে ৷ গত কয়েকদিন আগেই অক্ষয়ের ছবির শ্যুটিং চলাকালীন চিতা বাঘের হানায় আহত হন একজন মেকআপ আর্টিস্ট ৷

আরও পড়ুন: প্রজেক্ট কে ছবির সেটে ফের দূর্ঘটনা, আহত হয়ে হাসপাতালে বিগ বি

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.