ETV Bharat / entertainment

AR Rahman :'আমাদের টিম দ্রুত ব্যবস্থা নেবে', চেন্নাই কনসার্টে বিশৃঙ্খলা নিয়ে নীরবতা ভাঙলেন এ আর রহমান - AR Rahman on Chennai Concert

AR Rahman on Chennai Concert:চেন্নাইয়ের কনসার্টে চূড়ান্ত বিশৃঙ্খলা ৷ টিকিট কেটেও শো দেখতে পারেননি বহু মানুষ ৷ এবার সেই ঘটনা নিয়ে মুখ খুললেন এ রহমান ৷ জানালেন, তাঁর টিম এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নেবে ৷

AR Rahman on Chennai Concert
নীরবতা ভাঙলেন রহমান
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2023, 6:54 PM IST

চেন্নাই, 11 সেপ্টেম্বর: অবশেষে চেন্নাই কনসার্টের চুড়ান্ত বিশৃঙ্খলার ঘটনা নিয়ে মুখ খুললেন এ আর রহমান ৷ অস্কার জয়ী সুরকারের রবিবারের একটি কনসার্টে বেশকিছু অনভিপ্রেত ঘটনা ঘটে যায় ৷ রবিবাসরীয় সন্ধ্যাটা রহমানের গানে গানে কাটাতে চেয়েছিলেন অনুরাগীরা ৷ কিন্তু সেই অনুষ্ঠান নিমেষেই পরিণত হয় ভয়ংকর দুঃস্বপ্নে ৷ ভিড়ের চাপে পদদলিত হন বেশকিছু অনুরাগী ৷ ওঠে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ ৷ শুধু তাই নয় নেটপাড়ায় অনুরাগীরা দাবি করেন, একজন ফ্যানের মৃত্যুও হয়েছে এই ঘটনায় ৷ এও দাবি ওঠে বৈধ টিকিট কেটেও অনেকে শো দেখার সুযোগ পাননি ৷ যদিও মৃত্যুর ঘটনার সত্যতা ঘিরে প্রশ্ন থাকছে, পুলিশ সূত্রে এই বিষয়ে কিছু জানানো হয়নি ।

সোমবার দুপুরে এই ঘটনা নিয়ে নীরবতা ভঙ্গ করলেন রহমান ৷ সুরকার জানিয়েছেন, যাঁরা বৈধ টিকিট থাকা সত্বেও এই অনুষ্ঠানে ঢুকতে পারেননি তাঁরা টিকিটের ছবি পাঠালে তাঁর টিম দ্রুত এর ব্যবস্থা নেবে ৷ তিনি লেখেন, "চেন্নাইয়ের প্রিয় অনুরাগীরা অনেকেই টিকিট কাটা সত্ত্বেও অনুষ্ঠানে যোগ দিতে পারেননি ৷ কিছুু দুর্ভাগ্যজনক পরিস্থিতির জন্য এই ঘটনা ঘটেছে ৷ আপনারা আপনাদের টিকিটের কপি arr4chennai@btos.in-এ শেয়ার করুন ৷ আমার টিম দ্রুত ব্যবস্থা নেবে ৷ "

  • Dearest Chennai Makkale, those of you who purchased tickets and weren’t able to enter owing to unfortunate circumstances, please do share a copy of your ticket purchase to arr4chennai@btos.in along with your grievances. Our team will respond asap🙏@BToSproductions @actcevents

    — A.R.Rahman (@arrahman) September 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উদ্য়োক্তারাও ক্ষমা চেয়ে নিয়েছেন সেই সমস্ত দর্শকের কাছে যাঁরা টিকিট কেটেও শো দেখতে পারেননি ৷ এমনকী তাঁরা জানিয়েছেন সেই সমস্ত দর্শকের পাশে তাঁরা থাকবেন ৷ আর তাঁদের টিকিটের পয়সাও যাতে ফিরিয়ে দেওয়া যায় তার ব্যবস্থাও করা হবে ৷ কিন্তু এই কনসার্ট নিয়ে অন্য় যে অভিযোগগুলি উঠেছে তা নিয়ে অবশ্য মুখ খোলেননি রহমান ৷

আরও পড়ুন: মহিলাদের শ্লীলতাহানি, পদদলিত অনুরাগীরা! রহমানের কনসার্টে চূড়ান্ত বিশৃঙ্খলা

প্রথমে এই অনুষ্ঠানটি 12 অগস্ট হওয়ার কথা ছিল ৷ কিন্তু পরে উদ্যোক্তারা দিন বদল করেন ৷ সেই অনুযায়ী 10 সেপ্টেম্বর চেন্নাইয়ের আদিত্যরাম প্যালেসে আয়োজিত হয় অনুষ্ঠানটি ৷ উদ্যোক্তারা আশা করেছিলেন হয়তোবা 50 হাজার লোক হতে পারে ৷ কিন্তু ভিড় ছিল অনেকটাই বেশি ৷ আর সেই কারণেই ঘটে যায় বেশকিছু অনভিপ্রেত ঘটনা ৷

চেন্নাই, 11 সেপ্টেম্বর: অবশেষে চেন্নাই কনসার্টের চুড়ান্ত বিশৃঙ্খলার ঘটনা নিয়ে মুখ খুললেন এ আর রহমান ৷ অস্কার জয়ী সুরকারের রবিবারের একটি কনসার্টে বেশকিছু অনভিপ্রেত ঘটনা ঘটে যায় ৷ রবিবাসরীয় সন্ধ্যাটা রহমানের গানে গানে কাটাতে চেয়েছিলেন অনুরাগীরা ৷ কিন্তু সেই অনুষ্ঠান নিমেষেই পরিণত হয় ভয়ংকর দুঃস্বপ্নে ৷ ভিড়ের চাপে পদদলিত হন বেশকিছু অনুরাগী ৷ ওঠে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ ৷ শুধু তাই নয় নেটপাড়ায় অনুরাগীরা দাবি করেন, একজন ফ্যানের মৃত্যুও হয়েছে এই ঘটনায় ৷ এও দাবি ওঠে বৈধ টিকিট কেটেও অনেকে শো দেখার সুযোগ পাননি ৷ যদিও মৃত্যুর ঘটনার সত্যতা ঘিরে প্রশ্ন থাকছে, পুলিশ সূত্রে এই বিষয়ে কিছু জানানো হয়নি ।

সোমবার দুপুরে এই ঘটনা নিয়ে নীরবতা ভঙ্গ করলেন রহমান ৷ সুরকার জানিয়েছেন, যাঁরা বৈধ টিকিট থাকা সত্বেও এই অনুষ্ঠানে ঢুকতে পারেননি তাঁরা টিকিটের ছবি পাঠালে তাঁর টিম দ্রুত এর ব্যবস্থা নেবে ৷ তিনি লেখেন, "চেন্নাইয়ের প্রিয় অনুরাগীরা অনেকেই টিকিট কাটা সত্ত্বেও অনুষ্ঠানে যোগ দিতে পারেননি ৷ কিছুু দুর্ভাগ্যজনক পরিস্থিতির জন্য এই ঘটনা ঘটেছে ৷ আপনারা আপনাদের টিকিটের কপি arr4chennai@btos.in-এ শেয়ার করুন ৷ আমার টিম দ্রুত ব্যবস্থা নেবে ৷ "

  • Dearest Chennai Makkale, those of you who purchased tickets and weren’t able to enter owing to unfortunate circumstances, please do share a copy of your ticket purchase to arr4chennai@btos.in along with your grievances. Our team will respond asap🙏@BToSproductions @actcevents

    — A.R.Rahman (@arrahman) September 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উদ্য়োক্তারাও ক্ষমা চেয়ে নিয়েছেন সেই সমস্ত দর্শকের কাছে যাঁরা টিকিট কেটেও শো দেখতে পারেননি ৷ এমনকী তাঁরা জানিয়েছেন সেই সমস্ত দর্শকের পাশে তাঁরা থাকবেন ৷ আর তাঁদের টিকিটের পয়সাও যাতে ফিরিয়ে দেওয়া যায় তার ব্যবস্থাও করা হবে ৷ কিন্তু এই কনসার্ট নিয়ে অন্য় যে অভিযোগগুলি উঠেছে তা নিয়ে অবশ্য মুখ খোলেননি রহমান ৷

আরও পড়ুন: মহিলাদের শ্লীলতাহানি, পদদলিত অনুরাগীরা! রহমানের কনসার্টে চূড়ান্ত বিশৃঙ্খলা

প্রথমে এই অনুষ্ঠানটি 12 অগস্ট হওয়ার কথা ছিল ৷ কিন্তু পরে উদ্যোক্তারা দিন বদল করেন ৷ সেই অনুযায়ী 10 সেপ্টেম্বর চেন্নাইয়ের আদিত্যরাম প্যালেসে আয়োজিত হয় অনুষ্ঠানটি ৷ উদ্যোক্তারা আশা করেছিলেন হয়তোবা 50 হাজার লোক হতে পারে ৷ কিন্তু ভিড় ছিল অনেকটাই বেশি ৷ আর সেই কারণেই ঘটে যায় বেশকিছু অনভিপ্রেত ঘটনা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.