ETV Bharat / entertainment

Aparajita Adhya Mother Death: আগেই হারিয়েছিলেন বাবাকে, এবার মাতৃহারা অপরাজিতা - Aparajita Adhya Mother Dies on Monday

বাবাকে হারিয়েছিলেন আগেই এবার মাকেও হারালেন অভিনত্রী অপরাজিতা আঢ্য ৷ চোখে জল অভিনেত্রীর অনুরাগীদেরও (Aparajita Adhya Mother Dies on Monday)৷

Etv Bharat
মাকে হারালেন অভিনত্রী অপরাজিতা আঢ্য
author img

By

Published : Feb 27, 2023, 1:12 PM IST

কলকাতা, 27 ফেব্রুয়ারি: মাতৃহারা হলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য । সোমবার সকাল সাড়ে ন'টা নাগাদ শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি । সকালে অভিনেত্রী নিজেই নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে এই খবর জানিয়েছেন। অভিনেত্রীর মাতৃবিয়োগে শোকাতুর তাঁর অনুরাগীরাও ৷ আদতে পরিবারের প্রতিমূর্তি অভিনেত্রী ৷ তাঁকে বারবার দেখা গিয়েছে ঘরোয়া চরিত্রে ৷ আর তাই দর্শকদের অনেকের কাছেই তিনি তাঁদের পরিবারের সদস্য ৷ আজ অপরাজিত নেটপাড়ায় তাঁর মাকে হারানোর খবর শেয়ার করার পর শোকস্তব্ধ অনুরাগীদরাও (Aparajita Adhya Mother Dies on Monday)৷

মাতৃবিয়োগের খবর জানিয়ে অভিনেত্রী লিখেছেন, "মা আজ সকাল সাড়ে নটায় চলে গেলেন....অখন্ড শাসন দন্ড ত্রস্ত হলো তাঁর ৷ মা'র আত্মার শান্তি হোক ।' তাঁর জীবনে পরিবারের ভূমিকা নিয়ে একাধিকবার মুখ খুলেছেন অভিনেত্রী ৷ মুখ খুলেছেন তাঁর লড়াই নিয়েও ৷ খুব কড়া ধাঁচের মানুষ ছিলেন অপরাজিতার মা ৷ একথা বারবার জানিয়েছেন তিনি ৷ একাধিক সাক্ষাৎকারে বলেছেন, ছোটবেলায় ডাকাবুকো হওয়ার জন্য মায়ের কাছে মারও খেতে হয়েছে নায়িকাকে ৷ এর আগে বাবাকে অল্প বয়সেই হারান অভিনেত্রী ৷ তাই মা তাঁর কাছে বট গাছের ছায়ার মতোই ছিলেন ৷ এবার সেই কাছের মানুষটিকে হারিয়ে ভেঙে পড়েলেন তিনি ৷

কয়েকদিন আগেই শিবরাত্রি উপলক্ষে স্বামী অতনু হাজরার সঙ্গে কোয়েম্বাটুরে গিয়েছিলেন অভিনেত্রী । সেখানেই ভক্তিভরে মহাদেবের উৎসব উদযাপন করেন অভিনেত্রী । এরপর নিকট আত্মীয়ের বাড়িতে সময় কাটিয়েছেন । পালন করেছেন নিজের জন্মদিনও । আর তার দিন কয়েকের মধ্যেই নিজের মাকে হারালেন । এই শোকের খবর আসার পর অভিনেত্রীকে সমবেদনা জানাচ্ছেন নেটপাড়ার ফ্যানেরাও ৷ কেউ আবার বলছেন, 'মনকে শক্ত রাখুন' ৷ সকলেই চান শোক কাটিয়ে আবার কাজে ফিরুন তাঁদের প্রিয় অপাদি ৷

আরও পড়ুন: বছরের শুরু ও শেষে বুম্বাদার উপহার 'শেষ পাতা' ও 'স্কুপ'

কলকাতা, 27 ফেব্রুয়ারি: মাতৃহারা হলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য । সোমবার সকাল সাড়ে ন'টা নাগাদ শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি । সকালে অভিনেত্রী নিজেই নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে এই খবর জানিয়েছেন। অভিনেত্রীর মাতৃবিয়োগে শোকাতুর তাঁর অনুরাগীরাও ৷ আদতে পরিবারের প্রতিমূর্তি অভিনেত্রী ৷ তাঁকে বারবার দেখা গিয়েছে ঘরোয়া চরিত্রে ৷ আর তাই দর্শকদের অনেকের কাছেই তিনি তাঁদের পরিবারের সদস্য ৷ আজ অপরাজিত নেটপাড়ায় তাঁর মাকে হারানোর খবর শেয়ার করার পর শোকস্তব্ধ অনুরাগীদরাও (Aparajita Adhya Mother Dies on Monday)৷

মাতৃবিয়োগের খবর জানিয়ে অভিনেত্রী লিখেছেন, "মা আজ সকাল সাড়ে নটায় চলে গেলেন....অখন্ড শাসন দন্ড ত্রস্ত হলো তাঁর ৷ মা'র আত্মার শান্তি হোক ।' তাঁর জীবনে পরিবারের ভূমিকা নিয়ে একাধিকবার মুখ খুলেছেন অভিনেত্রী ৷ মুখ খুলেছেন তাঁর লড়াই নিয়েও ৷ খুব কড়া ধাঁচের মানুষ ছিলেন অপরাজিতার মা ৷ একথা বারবার জানিয়েছেন তিনি ৷ একাধিক সাক্ষাৎকারে বলেছেন, ছোটবেলায় ডাকাবুকো হওয়ার জন্য মায়ের কাছে মারও খেতে হয়েছে নায়িকাকে ৷ এর আগে বাবাকে অল্প বয়সেই হারান অভিনেত্রী ৷ তাই মা তাঁর কাছে বট গাছের ছায়ার মতোই ছিলেন ৷ এবার সেই কাছের মানুষটিকে হারিয়ে ভেঙে পড়েলেন তিনি ৷

কয়েকদিন আগেই শিবরাত্রি উপলক্ষে স্বামী অতনু হাজরার সঙ্গে কোয়েম্বাটুরে গিয়েছিলেন অভিনেত্রী । সেখানেই ভক্তিভরে মহাদেবের উৎসব উদযাপন করেন অভিনেত্রী । এরপর নিকট আত্মীয়ের বাড়িতে সময় কাটিয়েছেন । পালন করেছেন নিজের জন্মদিনও । আর তার দিন কয়েকের মধ্যেই নিজের মাকে হারালেন । এই শোকের খবর আসার পর অভিনেত্রীকে সমবেদনা জানাচ্ছেন নেটপাড়ার ফ্যানেরাও ৷ কেউ আবার বলছেন, 'মনকে শক্ত রাখুন' ৷ সকলেই চান শোক কাটিয়ে আবার কাজে ফিরুন তাঁদের প্রিয় অপাদি ৷

আরও পড়ুন: বছরের শুরু ও শেষে বুম্বাদার উপহার 'শেষ পাতা' ও 'স্কুপ'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.