ETV Bharat / entertainment

Anyo Roopkatha And Palan: কৌশিকের 'পালান' ছবির সঙ্গে পাল্লা দিতে আসছে রতন মৈত্রর 'অন্য রূপকথা' - আসছে অন্য রূপকথা

পরিচালক রতন মৈত্রর হাত ধরে বড় পর্দায় আসছে নতুন বাংলা ছবি 'অন্য রূপকথা'। ছবিটি মুক্তি পেতে চলেছে 22 সেপ্টেম্বর। একইদিনে মুক্তি পেতে চলেছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'পালান' ছবিটিও ৷ কোন ছবিটি বেশি মন কাড়বে দর্শকের সেটাই এখন দেখার ৷

Anyo Roopkatha And Palan
পালান ছবির সঙ্গে পাল্লা দিয়ে আসছে অন্য রূপকথা
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2023, 10:07 AM IST

Updated : Sep 20, 2023, 10:14 AM IST

কলকাতা, 20 সেপ্টেম্বর: কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'পালান' ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী 22 সেপ্টেম্বর ৷ মৃণাল সেন পরিচালিত 'খারিজ' ছবি থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হয়েছে ছবিটি ৷ আর একইদিনে বড় পর্দায় আসছে নতুন বাংলা ছবি 'অন্য রূপকথা'। পরিচালক রতন মৈত্রর হাত ধরে পর্দায় উঠে আসবে গ্রাম বাংলার নানা দিক ৷ কোন ছবিটি অনুরাগীদের মন বেশি কাড়বে সেটাই এখন দেখার ৷

'পালান' ছবিতে যিশু সেনগুপ্ত, পাওলি দামরা নিয়ে আসছেন একবারে বাস্তব থেকে উঠে আসা একটি কাহিনি ৷ শহরে পুরোনো বাড়ির মতোই একা হয়ে যাওয়া এক পরিবারের কাহিনি উঠে আসবে পর্দায় ৷ গল্পের কেন্দ্রে রয়েছেন অঞ্জন সেন এবং মমতা সেন নামে বৃদ্ধ দম্পতি ৷ কলকাতার এক পুরোনো বাড়িতে তারা থাকে ৷ পুত্র যিশু এবং পুত্রবধূ পাওলি থাকেন অন্যত্র ৷ যে বাড়ি একসময় ছিল স্বপ্নের নীড় সেই বাড়িই এখন হয়ে উঠেছে বোঝা ৷ এরই মাঝে বিপজ্জনকভাবে ঝুলে থাকা বাড়ির কার্নিশের একটি অংশ ভেঙে পড়ে মৃত্যু হয় এক পরিচারিকার ৷ এবার কোনদিকে এগোবে গল্প? সে কথাই বলবে 'পালান' ৷

Anyo Roopkatha And Palan
ছবিতে রয়েছেন একাধিক পরিচিত মুখ । পাশে দাঁড়িয়েছেন রুদ্রনীলও

আরও পড়ুন: কবে আসছে 'রক্তবীজ' ছবির ট্রেলার? আভাস দিলেন মিমি, শুটিং ঝলক শেয়ার আবিরের
অন্যদিকে, 'অন্য রূপকথা'র গল্পের কেন্দ্রে রয়েছে অনির্বাণ নামে একজন তরুণ । অনেকদিন পর গ্রামের বাড়িতে ফিরছে সে। আধুনিকতার ছোঁয়ায় শহর যখন গ্রামকে গ্রাস করছে তখন ছোটবেলার হারিয়ে যাওয়া স্মৃতি খুঁজতে দীর্ঘ 26 বছর পর দিল্লি থেকে নিজের গ্রামে ফিরছে প্রথিতযশা ডাক্তার অনির্বাণ রায়। গ্রামে ফিরে সে খুঁজে পায় নিজের ছোটবেলায় ফেলে যাওয়া স্মৃতি। ছোটবেলার খেলার সাথী রুপকথা আজ যেন থেকেও নাই তার পাশে ।
গ্রামকে বটগাছের মতো আগলাবার চেষ্টা করে চলেছে তার দাদু । নাতি-দাদুর জটিল সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে কোন বাঁকে পৌঁছাবে? উত্তর দেবে 'অন্য রূপকথা'। ছবিতে রয়েছে একটা প্রেমের গল্পও । সেই গল্পের কেন্দ্রে রূপকথা ও অনির্বাণ ৷ তারা ধীরে ধীরে নিজেদের ছোটবেলাটাই খুঁজে পাচ্ছিল আবার ৷ শুরু করেছিল আবার একে অপরের কাছে আসতে। ঠিক তখনই নিজের কর্মজীবনে ফিরে যাওয়ার ডাক আসে অনির্বাণের।

অনির্বাণ কি আবার গ্রামে ফিরে আসবে? ছবির প্রশ্ন এটাই। উত্তর পেতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। এই ছবিতে দর্শক মাটির টান অনুভব করবেন বলে মনে করেন পরিচালক রতন মৈত্র। ছবিতে গান গেয়েছেন রূপঙ্কর । সঙ্গীত পরিচালনায় প্রিয়াঙ্ক। ক্যামেরায় সৌরভ বন্দ্যোপাধ্যায় ।বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিশ্বজিৎ চক্রবর্তী, পূজারিণী ঘোষ, রাজ দে, সুমিত সমাদ্দার, সুমন বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

আরও পড়ুন: বন্দুক হাতে শত্রু নিধনে তৎপর জিৎ, মুক্তি পেল 'মানুষ' ছবির পোস্টার

কলকাতা, 20 সেপ্টেম্বর: কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'পালান' ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী 22 সেপ্টেম্বর ৷ মৃণাল সেন পরিচালিত 'খারিজ' ছবি থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হয়েছে ছবিটি ৷ আর একইদিনে বড় পর্দায় আসছে নতুন বাংলা ছবি 'অন্য রূপকথা'। পরিচালক রতন মৈত্রর হাত ধরে পর্দায় উঠে আসবে গ্রাম বাংলার নানা দিক ৷ কোন ছবিটি অনুরাগীদের মন বেশি কাড়বে সেটাই এখন দেখার ৷

'পালান' ছবিতে যিশু সেনগুপ্ত, পাওলি দামরা নিয়ে আসছেন একবারে বাস্তব থেকে উঠে আসা একটি কাহিনি ৷ শহরে পুরোনো বাড়ির মতোই একা হয়ে যাওয়া এক পরিবারের কাহিনি উঠে আসবে পর্দায় ৷ গল্পের কেন্দ্রে রয়েছেন অঞ্জন সেন এবং মমতা সেন নামে বৃদ্ধ দম্পতি ৷ কলকাতার এক পুরোনো বাড়িতে তারা থাকে ৷ পুত্র যিশু এবং পুত্রবধূ পাওলি থাকেন অন্যত্র ৷ যে বাড়ি একসময় ছিল স্বপ্নের নীড় সেই বাড়িই এখন হয়ে উঠেছে বোঝা ৷ এরই মাঝে বিপজ্জনকভাবে ঝুলে থাকা বাড়ির কার্নিশের একটি অংশ ভেঙে পড়ে মৃত্যু হয় এক পরিচারিকার ৷ এবার কোনদিকে এগোবে গল্প? সে কথাই বলবে 'পালান' ৷

Anyo Roopkatha And Palan
ছবিতে রয়েছেন একাধিক পরিচিত মুখ । পাশে দাঁড়িয়েছেন রুদ্রনীলও

আরও পড়ুন: কবে আসছে 'রক্তবীজ' ছবির ট্রেলার? আভাস দিলেন মিমি, শুটিং ঝলক শেয়ার আবিরের
অন্যদিকে, 'অন্য রূপকথা'র গল্পের কেন্দ্রে রয়েছে অনির্বাণ নামে একজন তরুণ । অনেকদিন পর গ্রামের বাড়িতে ফিরছে সে। আধুনিকতার ছোঁয়ায় শহর যখন গ্রামকে গ্রাস করছে তখন ছোটবেলার হারিয়ে যাওয়া স্মৃতি খুঁজতে দীর্ঘ 26 বছর পর দিল্লি থেকে নিজের গ্রামে ফিরছে প্রথিতযশা ডাক্তার অনির্বাণ রায়। গ্রামে ফিরে সে খুঁজে পায় নিজের ছোটবেলায় ফেলে যাওয়া স্মৃতি। ছোটবেলার খেলার সাথী রুপকথা আজ যেন থেকেও নাই তার পাশে ।
গ্রামকে বটগাছের মতো আগলাবার চেষ্টা করে চলেছে তার দাদু । নাতি-দাদুর জটিল সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে কোন বাঁকে পৌঁছাবে? উত্তর দেবে 'অন্য রূপকথা'। ছবিতে রয়েছে একটা প্রেমের গল্পও । সেই গল্পের কেন্দ্রে রূপকথা ও অনির্বাণ ৷ তারা ধীরে ধীরে নিজেদের ছোটবেলাটাই খুঁজে পাচ্ছিল আবার ৷ শুরু করেছিল আবার একে অপরের কাছে আসতে। ঠিক তখনই নিজের কর্মজীবনে ফিরে যাওয়ার ডাক আসে অনির্বাণের।

অনির্বাণ কি আবার গ্রামে ফিরে আসবে? ছবির প্রশ্ন এটাই। উত্তর পেতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। এই ছবিতে দর্শক মাটির টান অনুভব করবেন বলে মনে করেন পরিচালক রতন মৈত্র। ছবিতে গান গেয়েছেন রূপঙ্কর । সঙ্গীত পরিচালনায় প্রিয়াঙ্ক। ক্যামেরায় সৌরভ বন্দ্যোপাধ্যায় ।বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিশ্বজিৎ চক্রবর্তী, পূজারিণী ঘোষ, রাজ দে, সুমিত সমাদ্দার, সুমন বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

আরও পড়ুন: বন্দুক হাতে শত্রু নিধনে তৎপর জিৎ, মুক্তি পেল 'মানুষ' ছবির পোস্টার

Last Updated : Sep 20, 2023, 10:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.