ETV Bharat / entertainment

Anushka on Virat: কোহলির 34তম জন্মদিনে শুভেচ্ছা অনুষ্কার, পোস্ট করলেন মজাদার ছবি - Ansuhka birthday post for Virat Kohli

স্বামীর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন অনুষ্কা শর্মা (Anushka Sharma wishes Virat on Birthday) ৷ মজাদার ছবি পোস্ট করে বিরাটেরও মন জিতে নিলেন তিনি ৷

Anushka on Virat
কোহলির 34তম জন্মদিনে শুভেচ্ছা অনুষ্কার, পোস্ট করলেন মজাদার ছবি
author img

By

Published : Nov 5, 2022, 2:01 PM IST

Updated : Nov 5, 2022, 2:10 PM IST

মুম্বই, 5 নভেম্বর: বিরাট কোহলির 34তম জন্মদিন নিয়ে এখন মাতোয়ারা ক্রিকেটপ্রেমীরা ৷ প্রাক্তন ভারতীয় অধিনায়ক এখন রয়েছেন অস্ট্রেলিয়ায় ৷ লক্ষ্য একটাই অজি ভুখণ্ড থেকে টি-20 বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে নিয়ে ঘরে ফেরা ৷ ইতিমধ্যেই সেমিতে নিজেদের অবস্থান প্রায় পাকা করে ফেলেছে ভারত ৷ আর তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ভারতের এই ডানহাতি মিডল অর্ডার ব্যাটার ৷ এবার স্বামীর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন অনুষ্কা শর্মাও(Anushka Sharma wishes Virat on Birthday) ৷

তাঁর এই পোস্ট রীতিমতো মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের ৷ পোস্টের সঙ্গে অনবদ্য ছবিও শেয়ার করেছেন তিনি ৷ তিনি লিখেছেন,'এটা তোমার জন্মদিন মাই লাভ ৷ আর তাই সবচেয়ে সেরা সেরা অ্যাঙ্গেল থেকে তোলা তোমার ছবিগুলি বেছে নিয়েছি ৷ তোমার সমস্ত অবস্থানে তোমাকেই ভালোবাসি ৷' বিরাটও অবশ্য় উত্তর দিতে দেরি করেননি ৷ একটি রেড হার্ট ইমোজি এবং একটি হাসির ইমোজি একসঙ্গেই পোস্ট করেছেন তিনি ৷ কারণ লেখাটি ঠিক যতটা মনছোঁয়া ছবিগুলি ঠিক ততটাই মজার(Ansuhka birthday post for Virat Kohli ) ৷

আরও পড়ুন: কবে শুটিং শুরু 'জি লে জারা'র? জানালেন প্রিয়াঙ্কা

2017 সালে 11 ডিসেম্বর ইতালিতে গাঁটছড়া বেঁধেছিলেন বিরাট-অনুষ্কা (Anushka Virat latest news )৷ বিরুষ্কা অবশ্য় তাঁদের সম্পর্কের বিষয়টি একেবারেই গোপনে রাখেননি ৷ ক্রিকেটার হিসেবেও তিনি যেমন সাহসী তাঁর ব্যক্তিগত জীবনও তেমনই ৷ বর্তমানে এক কন্যা সন্তানের বাবা বিরাট ৷ বিরাটের ওপর এখন সত্যিই অনেকখানি নির্ভর করে থাকবে দল ৷ কারণ সুপার 12 থেকে সেমিতে পৌঁছানোর পর লড়াই আরও কঠিন হতে চলেছে বিরাট বাহিনীর ৷ অন্যদিকে 'চাকদা এক্সপ্রেস'-এর শুটিংয়ের জন্য গত কয়েকদিন বিরাট-পত্নী অনুষ্কা শর্মা ছিলেন কলকাতাতেই ৷ ছবিতে তিনি অভিনয় করবেন পেস বোলার ঝুলন গোস্বামীর চরিত্রে ৷ আর তার জন্য়ই বিগত কয়েকদিন তাঁর ঠিকানা ছিল তিলোত্তমা ৷

মুম্বই, 5 নভেম্বর: বিরাট কোহলির 34তম জন্মদিন নিয়ে এখন মাতোয়ারা ক্রিকেটপ্রেমীরা ৷ প্রাক্তন ভারতীয় অধিনায়ক এখন রয়েছেন অস্ট্রেলিয়ায় ৷ লক্ষ্য একটাই অজি ভুখণ্ড থেকে টি-20 বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে নিয়ে ঘরে ফেরা ৷ ইতিমধ্যেই সেমিতে নিজেদের অবস্থান প্রায় পাকা করে ফেলেছে ভারত ৷ আর তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ভারতের এই ডানহাতি মিডল অর্ডার ব্যাটার ৷ এবার স্বামীর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন অনুষ্কা শর্মাও(Anushka Sharma wishes Virat on Birthday) ৷

তাঁর এই পোস্ট রীতিমতো মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের ৷ পোস্টের সঙ্গে অনবদ্য ছবিও শেয়ার করেছেন তিনি ৷ তিনি লিখেছেন,'এটা তোমার জন্মদিন মাই লাভ ৷ আর তাই সবচেয়ে সেরা সেরা অ্যাঙ্গেল থেকে তোলা তোমার ছবিগুলি বেছে নিয়েছি ৷ তোমার সমস্ত অবস্থানে তোমাকেই ভালোবাসি ৷' বিরাটও অবশ্য় উত্তর দিতে দেরি করেননি ৷ একটি রেড হার্ট ইমোজি এবং একটি হাসির ইমোজি একসঙ্গেই পোস্ট করেছেন তিনি ৷ কারণ লেখাটি ঠিক যতটা মনছোঁয়া ছবিগুলি ঠিক ততটাই মজার(Ansuhka birthday post for Virat Kohli ) ৷

আরও পড়ুন: কবে শুটিং শুরু 'জি লে জারা'র? জানালেন প্রিয়াঙ্কা

2017 সালে 11 ডিসেম্বর ইতালিতে গাঁটছড়া বেঁধেছিলেন বিরাট-অনুষ্কা (Anushka Virat latest news )৷ বিরুষ্কা অবশ্য় তাঁদের সম্পর্কের বিষয়টি একেবারেই গোপনে রাখেননি ৷ ক্রিকেটার হিসেবেও তিনি যেমন সাহসী তাঁর ব্যক্তিগত জীবনও তেমনই ৷ বর্তমানে এক কন্যা সন্তানের বাবা বিরাট ৷ বিরাটের ওপর এখন সত্যিই অনেকখানি নির্ভর করে থাকবে দল ৷ কারণ সুপার 12 থেকে সেমিতে পৌঁছানোর পর লড়াই আরও কঠিন হতে চলেছে বিরাট বাহিনীর ৷ অন্যদিকে 'চাকদা এক্সপ্রেস'-এর শুটিংয়ের জন্য গত কয়েকদিন বিরাট-পত্নী অনুষ্কা শর্মা ছিলেন কলকাতাতেই ৷ ছবিতে তিনি অভিনয় করবেন পেস বোলার ঝুলন গোস্বামীর চরিত্রে ৷ আর তার জন্য়ই বিগত কয়েকদিন তাঁর ঠিকানা ছিল তিলোত্তমা ৷

Last Updated : Nov 5, 2022, 2:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.