ETV Bharat / entertainment

বিশ্বকাপ ফাইনালে হার, কোহলিকে জড়িয়ে ধরে 'বিরাট' সান্ত্বনা অনুষ্কার - অস্ট্রেলিয়া

World Cup Final 2023: বিশ্বকাপে অপ্রতিরোধ্য ভারতীয় ক্রিকেট টিমকে ফাইনালে আটকে দিল অস্ট্রেলিয়া ৷ গ্যালারিতে বসে কোনওমতে কান্না-আবেগ সামলালেন বিরাট পত্নী ৷ পরে মাঠে নেমে কোহলিকে জড়িয়ে ধরেন ৷

Etv Bharat
কোহলিকে জড়িয়ে ধরে সান্ত্বনা অনুষ্কার
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 20, 2023, 8:06 AM IST

Updated : Nov 20, 2023, 9:21 AM IST

হায়দরাবাদ, 20 নভেম্বর: একের পর এক জয় দেশবাসীর মধ্যে আশার সঞ্চার করেছিল । 140 কোটির দেশ ভেবেছিল, বিশ্বকাপে অপ্রতিরোধ্য ভারতীয় ক্রিকেট টিমকে আটকানো মুশকিল ৷ কিন্তু স্বপ্নভঙ্গ হল দেশের ৷ স্বপ্নভঙ্গ রোহিত শর্মার টিমেরও ৷ ভারতের হারে যখন ভেঙে পড়েছেন টিম ইন্ডিয়ায় সদস্যরা তখন নিজেদের আবেগ চেপে রাখতে পারেননি গ্যালারিতে বসে থাকা ক্রিকেটারদের স্ত্রী-বান্ধবীরাও ৷ আবেগ চেপে রাখতে পারলেন না সন্তানসম্ভবা অনুষ্কা শর্মাও ৷ মাঠে নেমে বিমর্ষ কোহলিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলেন স্ত্রী অনুষ্কা ৷

  • PHOTOS | Virat Kohli and Anushka Sharma at Narendra Modi stadium in Ahmedabad during the India-Australia cricket World Cup final. pic.twitter.com/zjoFGsetd4

    — Press Trust of India (@PTI_News) November 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ফাইনাল ম্যাচের দুদিন আগেই নাকি আমেদাবাদ চলে গিয়েছিলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা ৷ সেখানে স্বামী বিরাট কোহলির সঙ্গে বেশ কিছুটা সময়ও কাটান ৷ সন্তানসম্ভবা স্ত্রী-কেও আগলে আগলে রাখেন স্বামী বিরাট ৷ ফাইনালের দিন স্বামী ও ইন্ডিয়া টিমকে সমর্থন জানাতে মেয়ে ভামিকাকে নিয়ে পৌঁছে যান নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৷ সেখানে তাঁর সঙ্গে দেখা যায় কেএল রাহুলের স্ত্রী আথিয়া শেট্টি, রবীন্দ্র ডাদেজার স্ত্রী রিভাবা, রবিচন্দ্রন অশ্বিনের স্ত্রী প্রীতি এবং রোহিত শর্মার স্ত্রী রিতিকাকেও ৷

গ্লেন ম্যাক্সওয়েলের শটে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত হতেই সবরমতীর তীরে বিশ্বকাপ জয়ের সলিল সমাধি ঘটে টিম ইন্ডিয়ার৷ গ্যালারিতে বসে অনুষ্কা দু'হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন ৷ চোখে হাত দিয়ে কোনওমতে নিজের আবেগ ও কান্না সামলাতে দেখা যায় অভিনেত্রীকে ৷ এর কিছুপরেই মাঠে নেমে আসেন তিনি ৷ জড়িয়ে ধরেন কোহলিকে ৷ বড় ধাক্কা সামলাতে স্বামী বিরাটের পাশে থাকেন তিনি ৷ সোশাল মিডিয়ায় সেই ছবি আসতেই ভাইরাল হয়ে যায় ৷

উল্লেখ্য, খেলার শুরু থেকে ভারতীয় দলের পারফর্ম্যান্স দুর্দান্তভাবেই শুরু হয় ৷ অস্ট্রেলিয়া টিমের অসাধারণ ফিল্ডিংয়ের বেড়াজাল টপকে বল পার করছিল বাউন্ডারি ৷ ফলে ভারতবাসীর মতো গ্যালারিতে থাকা ক্রিকেটারদের স্ত্রীদের মধ্যে সেই উত্তেজনা বারবার ধরা পড়ছিল ক্যামেরায় ৷ কিন্তু ভারতের করা 240 রানের টার্গেট তাড়া করতে গিয়ে অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার হেট ও লাবুশেন ক্রিজে টিকে যেতেই স্পষ্ট হয়ে যায় খেলার ফলাফল ৷

আরও পড়ুন:

1. হেরেও রোহিতস্তুতি দ্রাবিড়ের গলায়, দলে তাঁর ভবিষ্যত নিয়ে জারি রাখলেন ধোঁয়াশা

2. তীরে এসেও তরী ডুবেছে বারবার, আইসিসি'র ফ্ল্যাগশিপ ইভেন্টে ব্যর্থতার বেড়াজালে 'টিম ইন্ডিয়া'

3. জায়গা সংকীর্ণ, উত্তরকাশীর টানেল বিপর্যয়ে শ্রমিকদের উদ্ধারে এবার সাহায্য নেওয়া হচ্ছে রোবটের

হায়দরাবাদ, 20 নভেম্বর: একের পর এক জয় দেশবাসীর মধ্যে আশার সঞ্চার করেছিল । 140 কোটির দেশ ভেবেছিল, বিশ্বকাপে অপ্রতিরোধ্য ভারতীয় ক্রিকেট টিমকে আটকানো মুশকিল ৷ কিন্তু স্বপ্নভঙ্গ হল দেশের ৷ স্বপ্নভঙ্গ রোহিত শর্মার টিমেরও ৷ ভারতের হারে যখন ভেঙে পড়েছেন টিম ইন্ডিয়ায় সদস্যরা তখন নিজেদের আবেগ চেপে রাখতে পারেননি গ্যালারিতে বসে থাকা ক্রিকেটারদের স্ত্রী-বান্ধবীরাও ৷ আবেগ চেপে রাখতে পারলেন না সন্তানসম্ভবা অনুষ্কা শর্মাও ৷ মাঠে নেমে বিমর্ষ কোহলিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলেন স্ত্রী অনুষ্কা ৷

  • PHOTOS | Virat Kohli and Anushka Sharma at Narendra Modi stadium in Ahmedabad during the India-Australia cricket World Cup final. pic.twitter.com/zjoFGsetd4

    — Press Trust of India (@PTI_News) November 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ফাইনাল ম্যাচের দুদিন আগেই নাকি আমেদাবাদ চলে গিয়েছিলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা ৷ সেখানে স্বামী বিরাট কোহলির সঙ্গে বেশ কিছুটা সময়ও কাটান ৷ সন্তানসম্ভবা স্ত্রী-কেও আগলে আগলে রাখেন স্বামী বিরাট ৷ ফাইনালের দিন স্বামী ও ইন্ডিয়া টিমকে সমর্থন জানাতে মেয়ে ভামিকাকে নিয়ে পৌঁছে যান নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৷ সেখানে তাঁর সঙ্গে দেখা যায় কেএল রাহুলের স্ত্রী আথিয়া শেট্টি, রবীন্দ্র ডাদেজার স্ত্রী রিভাবা, রবিচন্দ্রন অশ্বিনের স্ত্রী প্রীতি এবং রোহিত শর্মার স্ত্রী রিতিকাকেও ৷

গ্লেন ম্যাক্সওয়েলের শটে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত হতেই সবরমতীর তীরে বিশ্বকাপ জয়ের সলিল সমাধি ঘটে টিম ইন্ডিয়ার৷ গ্যালারিতে বসে অনুষ্কা দু'হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন ৷ চোখে হাত দিয়ে কোনওমতে নিজের আবেগ ও কান্না সামলাতে দেখা যায় অভিনেত্রীকে ৷ এর কিছুপরেই মাঠে নেমে আসেন তিনি ৷ জড়িয়ে ধরেন কোহলিকে ৷ বড় ধাক্কা সামলাতে স্বামী বিরাটের পাশে থাকেন তিনি ৷ সোশাল মিডিয়ায় সেই ছবি আসতেই ভাইরাল হয়ে যায় ৷

উল্লেখ্য, খেলার শুরু থেকে ভারতীয় দলের পারফর্ম্যান্স দুর্দান্তভাবেই শুরু হয় ৷ অস্ট্রেলিয়া টিমের অসাধারণ ফিল্ডিংয়ের বেড়াজাল টপকে বল পার করছিল বাউন্ডারি ৷ ফলে ভারতবাসীর মতো গ্যালারিতে থাকা ক্রিকেটারদের স্ত্রীদের মধ্যে সেই উত্তেজনা বারবার ধরা পড়ছিল ক্যামেরায় ৷ কিন্তু ভারতের করা 240 রানের টার্গেট তাড়া করতে গিয়ে অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার হেট ও লাবুশেন ক্রিজে টিকে যেতেই স্পষ্ট হয়ে যায় খেলার ফলাফল ৷

আরও পড়ুন:

1. হেরেও রোহিতস্তুতি দ্রাবিড়ের গলায়, দলে তাঁর ভবিষ্যত নিয়ে জারি রাখলেন ধোঁয়াশা

2. তীরে এসেও তরী ডুবেছে বারবার, আইসিসি'র ফ্ল্যাগশিপ ইভেন্টে ব্যর্থতার বেড়াজালে 'টিম ইন্ডিয়া'

3. জায়গা সংকীর্ণ, উত্তরকাশীর টানেল বিপর্যয়ে শ্রমিকদের উদ্ধারে এবার সাহায্য নেওয়া হচ্ছে রোবটের

Last Updated : Nov 20, 2023, 9:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.