বার্বেডস, 18 অগস্ট: আর কিছুক্ষণ পরেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ভারতীয় দল ৷ রোহিত-বিরাটরা না থাকায় আজ দলের নেতৃত্ব দেবেন জোরে বোলার জাসপ্রীত বুমরা ৷ আর তার ঠিক কিছুক্ষণ আগেই তাঁর বার্বেডজ ভ্রমণের একটি ঝলক অনুরাগীদের সঙ্গে শেয়ার করলেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ তাঁর সঙ্গে দেখা গেল স্ত্রী অনুষ্কা শর্মাকেও ৷ কয়েকদিন আগেই মুম্বই বিমানবন্দরে একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছিলেন তাঁরা ৷
এদিন বার্বেডজের একটি রেস্তোরাঁর সামনে একসঙ্গে দেখা যায় এই তারকা দম্পতিকে ৷ ছবিতে দেখা যায়, বিরাটের পরনে রয়েছে সাদা প্রিন্টেড শর্টস আর কালো টি-শার্ট । অন্যদিকে নায়িকাও নিজেকে সাজিয়েছেন শর্টস এবং ওভারসাইজ শার্টে ৷ ছবিটি শেয়ার করে বিরাট সকলকে জানিয়েছেন বার্বেডজে নাকি এটাই সেরা খাবারের ঠিকানা ৷
আজ বিরাটের আন্তর্জাতিক কেরিয়ারের 15 বছর পূর্ণ হল ৷ 2008 সালে 18 অগস্ট প্রথমবার ভারতের হয়ে একদিনের ম্যাচ খেলেছিলেন এই ডানহাতি ব্যাটার ৷ প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিরুদ্ধে সেদিন মাত্র 12 রানই সংগ্রহ করতে পেরেছিলেন তিনি ৷ তাঁকে প্যাভেলিয়নে ফেরত পাঠান নোয়ান কুলসেকরা ৷ কিন্তু বাংলা প্রবাদ বলে, ব্যর্থতাই তো সাফল্যের সিঁড়ি ৷ আর সেদিনের ব্যর্থ বিরাটই আজ আন্তর্জাতিক ক্রিকেটে 25 হাজারেরও বেশি রানের মালিক ৷
আরও পড়ুন: বাবা হওয়ার আগে কী ধরনের অনুশীলন করছেন ফাহাদ? জানালেন স্বরা
তবে এই মুহূর্তে ক্রিকেট থেকে একটু বিরতি নিয়ে সুদূর ক্যারেবিয়ান দীপপুঞ্জে সময় কাটাচ্ছেন তিনি ৷ অন্যদিকে অনুষ্কাও খুব তাড়াতাড়ি আবারও পর্দায় ফিরতে চলেছেন ৷ মাতৃত্বের সময় বেশ বড় বিরতি নিয়েছিলেন তিনি আবার কাজে ফিরছেন নায়িকা ৷ এই ছবিরও যোগ রয়েছে ক্রিকেটের সঙ্গে ৷ কারণ এই ছবিতে তিনি ফুটিয়ে তুলতে চলেছেন ভারতীয় দলের পেসস্টার ঝুলন গোস্বামীর জীবন কাহিনি ৷ বাংলার প্রিয় ঝুলুদির গল্প তিনি কীভাবে ফুটিয়ে তোলেন সেটাই দেখার ৷ ছবিটির নাম 'চাকদহ এক্সপ্রেস' ৷ যদিও ছবিটির মুক্তির তারিখ এখন সামনে আসেনি ৷