ETV Bharat / entertainment

Anushka-Virat Pregnancy Speculations: দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা অনুষ্কা ! ভাইরাল ভিডিয়ো ঘিরে জোর গুঞ্জন - baby bump

অন্তঃসত্ত্বা অনুষ্কা শর্মা ৷ দীর্ঘদিন ধরেই এই জল্পনা ঘুরে বেড়াচ্ছে সোশাল মিডিয়ায় ৷ সম্প্রতি একটি ভাইরাল ভিডিয়ো দেখে অনুরাগীদের অনুমান দীর্ঘদিনের এই জল্পনায় শিলমোহর দিয়েছে ৷

Etv Bharat
দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা অনুষ্কা !
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2023, 10:57 AM IST

হায়দরাবাদ, 10 নভেম্বর: বেশ কিছুদিন ধরেই গুঞ্জন দ্বিতীয়বার মা হতে চলেছেন অনুষ্কা শর্মা ৷ তবে ক্রিকেটার বিরাট কোহলি বা অভিনেত্রী অনুষ্কা কেউই এই বিষয়ে মুখ খোলেননি ৷ তবে সামনে আসা একটি ভাইরাল ভিডিয়ো বলছে অন্য কথা ৷ বেঙ্গালুরুতে বিরাটের সঙ্গে দেখা গেল অনুষ্কাকে ৷ ক্যামেরায় ধরা পড়ল অভিনেত্রীর বেবিবাম্পও ৷ বিরুষ্কার মেয়ে ভামিকার যে খেলার সঙ্গী খুব শীঘ্রই আসতে চলেছে তা এখন বলাই বাহুল্য ৷

ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে বেঙ্গালুরুতে বিরাটের হাত ধরে হেঁটে চলেছেন অনুষ্কা ৷ তাঁর হাঁটার মধ্যেও এসেছে সামান্য পরিবর্তন ৷ খালি চোখেও এই পরিবর্তন বেশ স্পষ্টই বোঝা যাচ্ছে ৷ কালো রঙের মিনি পোষাকে হেঁটে চলেছেন অভিনেত্রী ৷ পায়ে ম্যাচিং স্লিপার ৷ অন্যদিকে, বিরাটকে দেখা গিয়েছে ধূসর রঙের টি-শার্টে ৷ মাথায় টুপি ৷ এই ভিডিয়োতে অনুষ্কার হাঁটা দেখে অনেকেই এটিতে, 'প্রেগন্যান্সি ওয়াক' বলে অভিহিত করেছেন ৷

'সুঁইধাগা' অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়ে যখন, বিরাটের সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল মুম্বইয়ের মেটারনিটি ক্লিনিকে ৷ সেখান থেকে বেরোনোর সময়েই পাপারাৎজিদের ক্যামেরায় লেন্সবন্দি হন তারকা জুটি ৷ সেই সময়, সকলকে ছবি নিতেও বারণ করেছিলেন তাঁরা ৷ শুধু সেবার নয়, বরাবরই নিজেদের ব্যক্তিগত জীবনকে লোকচক্ষুর আড়ালে রাখতে পছন্দ করেছেন বিরুষ্কা ৷ সোশাল মিডিয়ায় নিজেদের খবর খুব বেশি তাঁরা প্রকাশ্যে আনেন না ৷

এর আগে 2020 সালে লকডাউনে সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে অন্তঃসত্ত্বা অনুষ্কা খুশির খবর জানিয়েছিলেন অনুরাগীদের ৷ এখন অপেক্ষা, দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে কবে তারকা জুটি প্রকাশ্যে আনন্দের খবর জানান ৷ অন্যদিকে, কাজের দিকে নজর দিলে দেখা যায়, সিনে পর্দা থেকে অনেকদিন ধরেই দূরে রয়েছেন অনুষ্কা ৷ 2018 সালে মুক্তি পেয়েছিল 'জিরো' ছবি ৷ আপাতত মুক্তির অপেক্ষায় রয়েছে 'চাকদা এক্সপ্রেস' ৷ চবে সিনেমাটি প্রেক্ষাগৃহে নয়, মুক্তি পাবে নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে ৷

আরও পড়ুন:

নজরুলগীতি 'বিকৃত' করেছেন! এআর রহমানের ক্ষমা চাওয়া উচিত, তীব্র প্রতিবাদ নেটপাড়ায়

জয়া-সঞ্জনার সঙ্গে পর্দায় পঙ্কজ ত্রিপাঠি, মুক্তি পেল 'কড়ক সিং' ছবির ফার্স্ট লুক পোস্টার

আল্লু-প্রভাসের ছবির গানের শুটিং রামোজি ফিল্ম সিটিতে

হায়দরাবাদ, 10 নভেম্বর: বেশ কিছুদিন ধরেই গুঞ্জন দ্বিতীয়বার মা হতে চলেছেন অনুষ্কা শর্মা ৷ তবে ক্রিকেটার বিরাট কোহলি বা অভিনেত্রী অনুষ্কা কেউই এই বিষয়ে মুখ খোলেননি ৷ তবে সামনে আসা একটি ভাইরাল ভিডিয়ো বলছে অন্য কথা ৷ বেঙ্গালুরুতে বিরাটের সঙ্গে দেখা গেল অনুষ্কাকে ৷ ক্যামেরায় ধরা পড়ল অভিনেত্রীর বেবিবাম্পও ৷ বিরুষ্কার মেয়ে ভামিকার যে খেলার সঙ্গী খুব শীঘ্রই আসতে চলেছে তা এখন বলাই বাহুল্য ৷

ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে বেঙ্গালুরুতে বিরাটের হাত ধরে হেঁটে চলেছেন অনুষ্কা ৷ তাঁর হাঁটার মধ্যেও এসেছে সামান্য পরিবর্তন ৷ খালি চোখেও এই পরিবর্তন বেশ স্পষ্টই বোঝা যাচ্ছে ৷ কালো রঙের মিনি পোষাকে হেঁটে চলেছেন অভিনেত্রী ৷ পায়ে ম্যাচিং স্লিপার ৷ অন্যদিকে, বিরাটকে দেখা গিয়েছে ধূসর রঙের টি-শার্টে ৷ মাথায় টুপি ৷ এই ভিডিয়োতে অনুষ্কার হাঁটা দেখে অনেকেই এটিতে, 'প্রেগন্যান্সি ওয়াক' বলে অভিহিত করেছেন ৷

'সুঁইধাগা' অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়ে যখন, বিরাটের সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল মুম্বইয়ের মেটারনিটি ক্লিনিকে ৷ সেখান থেকে বেরোনোর সময়েই পাপারাৎজিদের ক্যামেরায় লেন্সবন্দি হন তারকা জুটি ৷ সেই সময়, সকলকে ছবি নিতেও বারণ করেছিলেন তাঁরা ৷ শুধু সেবার নয়, বরাবরই নিজেদের ব্যক্তিগত জীবনকে লোকচক্ষুর আড়ালে রাখতে পছন্দ করেছেন বিরুষ্কা ৷ সোশাল মিডিয়ায় নিজেদের খবর খুব বেশি তাঁরা প্রকাশ্যে আনেন না ৷

এর আগে 2020 সালে লকডাউনে সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে অন্তঃসত্ত্বা অনুষ্কা খুশির খবর জানিয়েছিলেন অনুরাগীদের ৷ এখন অপেক্ষা, দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে কবে তারকা জুটি প্রকাশ্যে আনন্দের খবর জানান ৷ অন্যদিকে, কাজের দিকে নজর দিলে দেখা যায়, সিনে পর্দা থেকে অনেকদিন ধরেই দূরে রয়েছেন অনুষ্কা ৷ 2018 সালে মুক্তি পেয়েছিল 'জিরো' ছবি ৷ আপাতত মুক্তির অপেক্ষায় রয়েছে 'চাকদা এক্সপ্রেস' ৷ চবে সিনেমাটি প্রেক্ষাগৃহে নয়, মুক্তি পাবে নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে ৷

আরও পড়ুন:

নজরুলগীতি 'বিকৃত' করেছেন! এআর রহমানের ক্ষমা চাওয়া উচিত, তীব্র প্রতিবাদ নেটপাড়ায়

জয়া-সঞ্জনার সঙ্গে পর্দায় পঙ্কজ ত্রিপাঠি, মুক্তি পেল 'কড়ক সিং' ছবির ফার্স্ট লুক পোস্টার

আল্লু-প্রভাসের ছবির গানের শুটিং রামোজি ফিল্ম সিটিতে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.