ETV Bharat / entertainment

Satish Kaushik Birth Anniversary: সতীশ কৌশিকের জন্মদিনে কান্নায় ভেঙে পড়লেন অনুপম-অনিল, ভাইরাল ভিডিয়ো - অনিল কাপুর

তাঁদের ঘনিষ্ঠ বন্ধু সতীশ কৌশিকের জন্মবার্ষিকী পালনের অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়লেন অভিনেতা অনিল কাপুর এবং অনুপম খের ৷

Satish Kaushik Birth Anniversary
অনিল কাপুর এবং অনুপম খের
author img

By

Published : Apr 16, 2023, 5:35 PM IST

হায়দরাবাদ, 16 এপ্রিল: সতীশ কৌশিকের 67তম জন্মদিনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা অনুপম খের ৷ বি-টাউনের বহু সেলিব্রিটি সেখানে উপস্থিত ছিলেন । সতীশ কৌশিক নাইট - ডাব করা মিউজিক্যাল পারফরম্যান্সটি সদ্য প্রয়াত অভিনেতার বন্ধুদের এবং পরিবারের মন ভরিয়ে দেয় ৷

মৃত্যুর পর বাবাকে লেখা একটি চিঠি জোরে জোরে পড়তে থাকে কৌশিকের মেয়ে বংশিকা, যা চোখে জল এনে দিয়েছে অনেকেরই ৷ কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে অনুপম খেরকে । এ দিকে, ইভেন্টের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে অনুপম খের তাঁকে মঞ্চে ডাকার সময় কান্নায় ভেঙে পড়েন অভিনেতা অনিল কাপুর ৷

সতীশ কৌশিকের সঙ্গে তাঁর সাম্প্রতিক কথোপকথন দর্শকদের সামনে তুলে ধরেন অনুপম খের । এরপর তিনি অভিনেতা ও বন্ধু অনিল কাপুরকে মঞ্চে আসতে বলেন । অভিনেতা প্রথমে কিছুটা দ্বিধা নিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেলেও শেষ পর্যন্ত হাল ছেড়ে দেন ৷ তিনি চোখের জল নিয়ন্ত্রণ করতে না পেরে তাঁর আসনে ফিরে যান । আবেগতাড়িত অনিল কাপুর অনুপমের সঙ্গে যেতে অস্বীকার করেন এবং অনুরোধ করেন যে তাঁর বন্ধু তাঁকে ছাড়াই যেন অনুষ্ঠান চালিয়ে যান ।

  • ये तय है कि जिन्हें हम प्यार करते है, उन सबको हमारी ज़िंदगी से एक ना एक दिन जाना है।और उनका स्थान कभी कोई ले ही नहीं सकता! पर हम उनकी यादें ताउम्र ज़िंदा रख सकते है! उनके जीये हुए जीवन की अच्छाई को याद करके! ये करना आसान नहीं होगा! हम हँसेंगे, छटपटायेगें, रोयेंगे. उदास होंगे।पर… pic.twitter.com/2pTtmWM3nj

    — Anupam Kher (@AnupamPKher) April 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অনিল কাপুরকে মঞ্চে ডেকে অনুপম বলেন, "অনিল, এসো । নায়ক এবং বন্ধু দুজনেই কাঁদি ৷" অনিল এই সময় কান্নায় ভেঙে পড়ে আবেগপ্রবণ করে তোলেন অনুপম খেরকেও ৷ চোখের জল মুছতে মুছতে অনুপম বলেন, "অনিল তুমি পাগল ৷ আমি এখনও পর্যন্ত ঠিকঠাকই বলছিলাম ৷" নিজের আবেগকে চেপে রেখে অনুষ্ঠানের উপস্থাপনা করছিলেন অনুপম খের ৷ কিন্তু অনিল কাপুরকে কাঁদতে দেখে তাঁর আর চোখের জল বাগ মানেনি ৷ অনিল কাপুর ওই অবস্থায় তখন মঞ্চে আসতে অস্বীকার করায় একাই অনুষ্ঠানের উপস্থাপনা চালিয়ে যান অনুপম খের ।

এই অনুষ্ঠানের পরের দিকে, অনিল প্রকাশ করেন যে, তাঁর সঙ্গে সতীশ কৌশিক সাম্প্রতিক ছবি থর (2022)-এর যখন শুটিং করছিলেন, তখন তিনি সুস্থ বোধ করছিলেন না । অনিল কাপুর বলেন, "যখন আমরা থরের জন্য চিত্রগ্রহণ করছিলাম, তখন আমি বলেছিলাম যে কৌশিক ভালো বোধ করছেন না এবং আমি তাঁকে বিশ্রাম নিতে বলেছিলাম ৷ বলেছিলাম, যখন তিনি ভালো বোধ করবেন তখনই যেন সেটে আসেন । তাঁর জন্য আমার এমন তীব্র অনুভূতি ছিল ।" বন্ধুর প্রয়াণের সময় দেশে ছিলেন না অনিল কাপুর ৷

আরও পড়ুন: সতীশজি যে চরিত্রই করতেন তা ইতিহাস হয়ে যেত, জুড়িদারের প্রয়াণে মর্মাহত গোবিন্দা

হায়দরাবাদ, 16 এপ্রিল: সতীশ কৌশিকের 67তম জন্মদিনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা অনুপম খের ৷ বি-টাউনের বহু সেলিব্রিটি সেখানে উপস্থিত ছিলেন । সতীশ কৌশিক নাইট - ডাব করা মিউজিক্যাল পারফরম্যান্সটি সদ্য প্রয়াত অভিনেতার বন্ধুদের এবং পরিবারের মন ভরিয়ে দেয় ৷

মৃত্যুর পর বাবাকে লেখা একটি চিঠি জোরে জোরে পড়তে থাকে কৌশিকের মেয়ে বংশিকা, যা চোখে জল এনে দিয়েছে অনেকেরই ৷ কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে অনুপম খেরকে । এ দিকে, ইভেন্টের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে অনুপম খের তাঁকে মঞ্চে ডাকার সময় কান্নায় ভেঙে পড়েন অভিনেতা অনিল কাপুর ৷

সতীশ কৌশিকের সঙ্গে তাঁর সাম্প্রতিক কথোপকথন দর্শকদের সামনে তুলে ধরেন অনুপম খের । এরপর তিনি অভিনেতা ও বন্ধু অনিল কাপুরকে মঞ্চে আসতে বলেন । অভিনেতা প্রথমে কিছুটা দ্বিধা নিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেলেও শেষ পর্যন্ত হাল ছেড়ে দেন ৷ তিনি চোখের জল নিয়ন্ত্রণ করতে না পেরে তাঁর আসনে ফিরে যান । আবেগতাড়িত অনিল কাপুর অনুপমের সঙ্গে যেতে অস্বীকার করেন এবং অনুরোধ করেন যে তাঁর বন্ধু তাঁকে ছাড়াই যেন অনুষ্ঠান চালিয়ে যান ।

  • ये तय है कि जिन्हें हम प्यार करते है, उन सबको हमारी ज़िंदगी से एक ना एक दिन जाना है।और उनका स्थान कभी कोई ले ही नहीं सकता! पर हम उनकी यादें ताउम्र ज़िंदा रख सकते है! उनके जीये हुए जीवन की अच्छाई को याद करके! ये करना आसान नहीं होगा! हम हँसेंगे, छटपटायेगें, रोयेंगे. उदास होंगे।पर… pic.twitter.com/2pTtmWM3nj

    — Anupam Kher (@AnupamPKher) April 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অনিল কাপুরকে মঞ্চে ডেকে অনুপম বলেন, "অনিল, এসো । নায়ক এবং বন্ধু দুজনেই কাঁদি ৷" অনিল এই সময় কান্নায় ভেঙে পড়ে আবেগপ্রবণ করে তোলেন অনুপম খেরকেও ৷ চোখের জল মুছতে মুছতে অনুপম বলেন, "অনিল তুমি পাগল ৷ আমি এখনও পর্যন্ত ঠিকঠাকই বলছিলাম ৷" নিজের আবেগকে চেপে রেখে অনুষ্ঠানের উপস্থাপনা করছিলেন অনুপম খের ৷ কিন্তু অনিল কাপুরকে কাঁদতে দেখে তাঁর আর চোখের জল বাগ মানেনি ৷ অনিল কাপুর ওই অবস্থায় তখন মঞ্চে আসতে অস্বীকার করায় একাই অনুষ্ঠানের উপস্থাপনা চালিয়ে যান অনুপম খের ।

এই অনুষ্ঠানের পরের দিকে, অনিল প্রকাশ করেন যে, তাঁর সঙ্গে সতীশ কৌশিক সাম্প্রতিক ছবি থর (2022)-এর যখন শুটিং করছিলেন, তখন তিনি সুস্থ বোধ করছিলেন না । অনিল কাপুর বলেন, "যখন আমরা থরের জন্য চিত্রগ্রহণ করছিলাম, তখন আমি বলেছিলাম যে কৌশিক ভালো বোধ করছেন না এবং আমি তাঁকে বিশ্রাম নিতে বলেছিলাম ৷ বলেছিলাম, যখন তিনি ভালো বোধ করবেন তখনই যেন সেটে আসেন । তাঁর জন্য আমার এমন তীব্র অনুভূতি ছিল ।" বন্ধুর প্রয়াণের সময় দেশে ছিলেন না অনিল কাপুর ৷

আরও পড়ুন: সতীশজি যে চরিত্রই করতেন তা ইতিহাস হয়ে যেত, জুড়িদারের প্রয়াণে মর্মাহত গোবিন্দা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.