ETV Bharat / entertainment

Ankush Oindrila Relationship: ঐন্দ্রিলার সঙ্গে বিয়েটা হবে কি না জানেন না, প্রমিস ডে-তে প্রতিশ্রুতি দিতে ব্যর্থ অঙ্কুশ - Ankush Oindrila Relationship

13 বছরের সম্পর্ক পূর্ণ হতে চলেছে তবে 'কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কি না জানি না' ৷ ঐন্দ্রিলার রোম্যান্টিক ছবি পোস্ট করে লিখলেন অঙ্কুশ ৷ রহস্যে ভরা পোস্ট নিয়ে উঠছে প্রশ্ন (Ankush Shares A Cryptic Post) ৷

Ankush Oindrila Relationship
অঙ্কুশ-ঐন্দ্রিলার সম্পর্ক নিয়ে বিশেষ লুকোচুরির আর কিছুই নেই
author img

By

Published : Feb 11, 2023, 4:47 PM IST

Updated : Feb 11, 2023, 4:54 PM IST

কলকাতা, 11 ফেব্রুয়ারি: অঙ্কুশ-ঐন্দ্রিলার সম্পর্ক নিয়ে বিশেষ লুকোচুরির আর কিছুই নেই ৷ তাঁদের বিয়ে নিয়েও গুঞ্জন চলে আসছে বহুদিন ধরেই ৷ একাধিক ইন্টারভিউতেও বারবার সামনে সামনে এসেছে তাঁদের রোম্যান্সের কাহিনি ৷ যদিও খোলাখুলি নয়, তবে অনুরাগীরা জানেন সব কাহিনিই ৷ তবে এবার কি সেই সম্পর্ক নিয়ে তৈরি হল জটিলতা ৷ কারণ প্রমিস ডে'তে অঙ্কুশ সোশ্যাল মিডিয়ায় লিখলেন 'কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কি না জানি না' ? তাই অঙ্কুশের সাম্প্রতিক সোশাল মিডিয়া পোস্ট ঘিরে তৈরি হল জটিলতা (Ankush Shares A Cryptic Post) ৷

শনিবার তাঁর এবং ঐন্দ্রিলার একটি রোম্যান্টিক ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা ৷ যেখানে দেখা ঠোঁটে ঠোঁট ছুঁয়ে প্রেমের আবেশে মগ্ন যুগল ৷ আজ 11 ফেব্রুয়ারি প্রতিশ্রুতি দিবস ৷ কিন্তু প্রতিশ্রুতি দিবসেই কী প্রেমের প্রতিশ্রুতি ভঙ্গ হল? কারণ এই ছবি শেয়ার করে অভিনেতা লিখলেন, "কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কি না জানি না। কিন্তু এই 14 ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের 13 বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর থেকে বড়ো উপহার আর কী-ই হতে পারে? বাকিটা ব্যক্তিগত।"

ঐন্দ্রিলা-অঙ্কুশের সম্পর্ক নিয়ে এমন খবর যে রহস্য়ের জাল ঘনীভূত করে তুলেছে, তা বলাই বাহুল্য ৷ কেউ লিখেছেন, "কেন জানিনা বিয়েটা হয়ে গেলেই মনে হয়, সম্পর্কটা পুরোনো হয়ে যাবে, এর চেশে ভালো এভাবেই থাকুক ৷ তবুও ভালোবাসাটা থাকুক ৷" আবার অন্য আরেকজন লিখেছেন, "13 বছরের সম্পর্ক তো আর কিছু কারণের জন্য শেষ করা যায় না ।"

আরও পড়ুন: 'প্রতারক, দ্বিতীয় সন্তানকে স্বীকার করেননি', বিস্ফোরক দাবি নওয়াজের স্ত্রীর

অন্যদিকে অভিনয়ের কথা বলতে গেলে অঙ্কুশকে সম্প্রতি দেখা গিয়েছে একজন গোয়েন্দার চরিত্রে ৷ তাঁর এই ওটিটি প্রজেক্টের নাম ছিল 'শিকারপুর' ৷ আগামীতে ডান্স বাংলা ডান্স-এর সঞ্চালক হিসাবেও দেখা যাবে তাঁকে ৷ অন্যদিকে ঐন্দ্রিলাকে আগামীতে দেখা যাবে 'শ্বেতকালী'তে ৷ আগামী 12 ফেব্রুয়ারি আসতে তাঁর এই ওটিটি প্রজেক্টের টিজার ৷

কলকাতা, 11 ফেব্রুয়ারি: অঙ্কুশ-ঐন্দ্রিলার সম্পর্ক নিয়ে বিশেষ লুকোচুরির আর কিছুই নেই ৷ তাঁদের বিয়ে নিয়েও গুঞ্জন চলে আসছে বহুদিন ধরেই ৷ একাধিক ইন্টারভিউতেও বারবার সামনে সামনে এসেছে তাঁদের রোম্যান্সের কাহিনি ৷ যদিও খোলাখুলি নয়, তবে অনুরাগীরা জানেন সব কাহিনিই ৷ তবে এবার কি সেই সম্পর্ক নিয়ে তৈরি হল জটিলতা ৷ কারণ প্রমিস ডে'তে অঙ্কুশ সোশ্যাল মিডিয়ায় লিখলেন 'কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কি না জানি না' ? তাই অঙ্কুশের সাম্প্রতিক সোশাল মিডিয়া পোস্ট ঘিরে তৈরি হল জটিলতা (Ankush Shares A Cryptic Post) ৷

শনিবার তাঁর এবং ঐন্দ্রিলার একটি রোম্যান্টিক ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা ৷ যেখানে দেখা ঠোঁটে ঠোঁট ছুঁয়ে প্রেমের আবেশে মগ্ন যুগল ৷ আজ 11 ফেব্রুয়ারি প্রতিশ্রুতি দিবস ৷ কিন্তু প্রতিশ্রুতি দিবসেই কী প্রেমের প্রতিশ্রুতি ভঙ্গ হল? কারণ এই ছবি শেয়ার করে অভিনেতা লিখলেন, "কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কি না জানি না। কিন্তু এই 14 ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের 13 বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর থেকে বড়ো উপহার আর কী-ই হতে পারে? বাকিটা ব্যক্তিগত।"

ঐন্দ্রিলা-অঙ্কুশের সম্পর্ক নিয়ে এমন খবর যে রহস্য়ের জাল ঘনীভূত করে তুলেছে, তা বলাই বাহুল্য ৷ কেউ লিখেছেন, "কেন জানিনা বিয়েটা হয়ে গেলেই মনে হয়, সম্পর্কটা পুরোনো হয়ে যাবে, এর চেশে ভালো এভাবেই থাকুক ৷ তবুও ভালোবাসাটা থাকুক ৷" আবার অন্য আরেকজন লিখেছেন, "13 বছরের সম্পর্ক তো আর কিছু কারণের জন্য শেষ করা যায় না ।"

আরও পড়ুন: 'প্রতারক, দ্বিতীয় সন্তানকে স্বীকার করেননি', বিস্ফোরক দাবি নওয়াজের স্ত্রীর

অন্যদিকে অভিনয়ের কথা বলতে গেলে অঙ্কুশকে সম্প্রতি দেখা গিয়েছে একজন গোয়েন্দার চরিত্রে ৷ তাঁর এই ওটিটি প্রজেক্টের নাম ছিল 'শিকারপুর' ৷ আগামীতে ডান্স বাংলা ডান্স-এর সঞ্চালক হিসাবেও দেখা যাবে তাঁকে ৷ অন্যদিকে ঐন্দ্রিলাকে আগামীতে দেখা যাবে 'শ্বেতকালী'তে ৷ আগামী 12 ফেব্রুয়ারি আসতে তাঁর এই ওটিটি প্রজেক্টের টিজার ৷

Last Updated : Feb 11, 2023, 4:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.