কলকাতা, 25 অগস্ট: মানবিকতার গল্প নিয়ে হাজির হতে চলেছে পরিচালক শৈবাল মুখোপাধ্যায়ের 'কুরবান' ৷ এই ছবির হাত ধরে জুটি বেঁধেছেন অঙ্কুশ হাজরা এবং প্রিয়াঙ্কা সরকার ৷ এই ছবি আদতে মানুষের কথা বলে ৷ জীবনের নানা রকম ওঠানামায় মানুষকে যে কী কী করতে হয়, সেই জানা না জানা পথের কথা বলে ।
গল্পের দিকে তাকালে দেখা যায়, সবুজ গ্রামের প্রেক্ষাপটে সহজ সরল হাসান আর হিজলের সংসার । অন্য মানুষের থেকে একটু বেশিই অনুভূতিপ্রবন গল্পের নায়ক হাসান । তার কারণ হয়ত তার আব্বা, আম্মি আর আম্মির এক হিন্দু বান্ধবী । একনজরে হাসানের সংসার বড় সুখের মনে হয় । টলোমলো পায়ে দাওয়ায়, ঘরে, উঠোনে, ঘুরে বেড়ায় তাদের মিষ্টি ছেলে হাসু ৷ সে আবার হিন্দু মাসির আদরের গোপাল ।
অন্য এক জীবনবোধ হাসানকে সকলের থেকে আলাদা করে দেয় ৷ ঠিক যেমন সে বিশ্বাস করে - ছিপ দিয়ে মাছ ধরা আসলে বিশ্বাসঘাতকতার অন্য নাম । কারণ খাবারের টোপ দিয়ে ডেকে এনে কাউকে হত্যা করা অনৈতিক ৷ জীবনকে হাসানকে আলাদা ভাবে দেখে । হাসানের কথায়, ব্যবহারে কিসের যেন একটা ইঙ্গিত ধরেও ধরতে পারেনা হিজল । হাসান বিশ্বাস করে "শুধু ভালোবাসাই মানুষের ধর্ম...!" হাসানের এই চিন্তাভাবনা, হিজলের ভাবনা কি মিলবে সমাজের সঙ্গে জানতে হলে দেখতে হবে 'কুরবান' ।
অঙ্কুশের লুক এখানে একেবারে অন্যরকম । বলা ভালো এই অঙ্কুশকে চেনা দায় । মাথায় বড় বড় চুল, একগাল দাড়ি স্নিগ্ধ অভিব্যক্তি । অন্যদিকে হিজল সুন্দরী, অল্পবয়সী এবং প্রাণবন্ত ৷ যার নিজের স্বপ্নের জগৎ আছে । অঙ্কুশ এবং প্রিয়াঙ্কা ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন শান্তিলাল মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, বুদ্ধদেব ভট্টাচার্য, সুভদ্রা মুখোপাধ্যায় প্রমুখ ।
নিজের চরিত্র নিয়ে বলতে গিয়ে অঙ্কুশ বলেন, "আমার কেরিয়ারে এরকম কোনও চরিত্র আগে করিনি । খুব কম চরিত্রই করেছি যেটা পরেও আমাকে ভাবিয়েছে । এন্টারটেইনিং ভালো চরিত্র করেছি । লোক ভালোবেসেছে । কিন্তু আমি আর পরে সেই চরিত্রটা নিয়ে ভাবিনি । এটা আমাকে খুব ভাবাচ্ছে । হাসানের ওরকম লুক, ওর গভীরতা- সব মিলিয়ে চরিত্রটা আমার কেরিয়ারে একটা অন্য রসদ যোগ করতে পারবে বলে আমার মনে হয় ।"
প্রিয়াঙ্কাও বেশ আশাবাদী এই নতুন ছবি নিয়ে ৷ তিনি বলেন, "একজন অভিনেত্রীর অভিনয় দেখানোর প্রচুর সুযোগ রয়েছে কুরবান ছবিতে । আমি অঙ্কুশের প্রশংসা করব এক্ষেত্রে সবথেকে বেশি । দারুণ ফুটিয়ে তুলেছে হাসান চরিত্রটাকে ।"
আরও পড়ুন: 'স্বপ্ন সত্যি হওয়ার মুহূর্ত', জাতীয় পুরস্কার প্রাপ্তিতে উচ্ছ্বসিত রামকমল
পরিচালক শৈবাল মুখোপাধ্যায় বলেন, "সিনেমার জন্য গল্প লিখতে গিয়ে চরিত্র অনুযায়ী কিছু মুখ ভেসে ওঠে । হাসানের চরিত্র চিত্রণের যেমন প্রথমেই অঙ্কুশের সেনসিটিভ চোখদুটো ভেসে উঠেছিল । দেখতে পেয়েছিলাম মাথায় বড় চুল, একগাল এলোমেলো দাড়ি নিয়ে স্নিগ্ধ, স্থির, গভীর হাসানকে । একইভাবে হিজলকে খুঁজে পাই প্রিয়াঙ্কার মধ্যে । গ্রামের একটি সুন্দর, অল্পবয়সী, প্রাণবন্ত মুসলিম বউ যে তার নিজের কথা নিজেই বলতে পারে। গল্প শোনবার পর ওরা দু'জনেই সিনেমাটা করতে রাজি হয়ে যায় । এরপর ওরা ওদের সেরাটা দিয়েছে শুটিংয়ের সময়ে । তাছাড়া শান্তিলাল মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, বুদ্ধদেব ভট্টাচার্য, সুভদ্রা মুখোপাধ্যায় সবার সঙ্গে দারুণ কাজ হল । এবার দর্শক বলবেন তাঁদের জন্য কতটা করতে পারলাম আমরা ।"