ETV Bharat / entertainment

Ankush New Film: এবার জুটিতে অঙ্কুশ-প্রিয়াঙ্কা, গ্রামের সহজ-সরল গল্প নিয়ে আসছে 'কুরবান' - জুটি বেঁধেছেন অঙ্কুশ হাজরা এবং প্রিয়াঙ্কা সরকার

পরিচালক শৈবাল মুখোপাধ্যায়ের হাত ধরে আসছে নতুন বাংলা ছবি 'কুরবান'। ছবিতে জুটি বাঁধছেন অঙ্কুশ হাজরা এবং প্রিয়াঙ্কা সরকার।

Ankush New Film
আসছে নতুন ছবি কুরবান
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2023, 6:19 PM IST

কলকাতা, 25 অগস্ট: মানবিকতার গল্প নিয়ে হাজির হতে চলেছে পরিচালক শৈবাল মুখোপাধ্যায়ের 'কুরবান' ৷ এই ছবির হাত ধরে জুটি বেঁধেছেন অঙ্কুশ হাজরা এবং প্রিয়াঙ্কা সরকার ৷ এই ছবি আদতে মানুষের কথা বলে ৷ জীবনের নানা রকম ওঠানামায় মানুষকে যে কী কী করতে হয়, সেই জানা না জানা পথের কথা বলে ।

গল্পের দিকে তাকালে দেখা যায়, সবুজ গ্রামের প্রেক্ষাপটে সহজ সরল হাসান আর হিজলের সংসার । অন্য মানুষের থেকে একটু বেশিই অনুভূতিপ্রবন গল্পের নায়ক হাসান । তার কারণ হয়ত তার আব্বা, আম্মি আর আম্মির এক হিন্দু বান্ধবী । একনজরে হাসানের সংসার বড় সুখের মনে হয় । টলোমলো পায়ে দাওয়ায়, ঘরে, উঠোনে, ঘুরে বেড়ায় তাদের মিষ্টি ছেলে হাসু ৷ সে আবার হিন্দু মাসির আদরের গোপাল ।

Ankush New Film
কুরবান ছবিতে অঙ্কুশের লুক

অন্য এক জীবনবোধ হাসানকে সকলের থেকে আলাদা করে দেয় ৷ ঠিক যেমন সে বিশ্বাস করে - ছিপ দিয়ে মাছ ধরা আসলে বিশ্বাসঘাতকতার অন্য নাম । কারণ খাবারের টোপ দিয়ে ডেকে এনে কাউকে হত্যা করা অনৈতিক ৷ জীবনকে হাসানকে আলাদা ভাবে দেখে । হাসানের কথায়, ব্যবহারে কিসের যেন একটা ইঙ্গিত ধরেও ধরতে পারেনা হিজল । হাসান বিশ্বাস করে "শুধু ভালোবাসাই মানুষের ধর্ম...!" হাসানের এই চিন্তাভাবনা, হিজলের ভাবনা কি মিলবে সমাজের সঙ্গে জানতে হলে দেখতে হবে 'কুরবান' ।

অঙ্কুশের লুক এখানে একেবারে অন্যরকম । বলা ভালো এই অঙ্কুশকে চেনা দায় । মাথায় বড় বড় চুল, একগাল দাড়ি স্নিগ্ধ অভিব্যক্তি । অন্যদিকে হিজল সুন্দরী, অল্পবয়সী এবং প্রাণবন্ত ৷ যার নিজের স্বপ্নের জগৎ আছে । অঙ্কুশ এবং প্রিয়াঙ্কা ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন শান্তিলাল মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, বুদ্ধদেব ভট্টাচার্য, সুভদ্রা মুখোপাধ্যায় প্রমুখ ।

নিজের চরিত্র নিয়ে বলতে গিয়ে অঙ্কুশ বলেন, "আমার কেরিয়ারে এরকম কোনও চরিত্র আগে করিনি । খুব কম চরিত্রই করেছি যেটা পরেও আমাকে ভাবিয়েছে । এন্টারটেইনিং ভালো চরিত্র করেছি । লোক ভালোবেসেছে । কিন্তু আমি আর পরে সেই চরিত্রটা নিয়ে ভাবিনি । এটা আমাকে খুব ভাবাচ্ছে । হাসানের ওরকম লুক, ওর গভীরতা- সব মিলিয়ে চরিত্রটা আমার কেরিয়ারে একটা অন্য রসদ যোগ করতে পারবে বলে আমার মনে হয় ।"

প্রিয়াঙ্কাও বেশ আশাবাদী এই নতুন ছবি নিয়ে ৷ তিনি বলেন, "একজন অভিনেত্রীর অভিনয় দেখানোর প্রচুর সুযোগ রয়েছে কুরবান ছবিতে । আমি অঙ্কুশের প্রশংসা করব এক্ষেত্রে সবথেকে বেশি । দারুণ ফুটিয়ে তুলেছে হাসান চরিত্রটাকে ।"

Ankush New Film
প্রিয়াঙ্কার ছবির লুক

আরও পড়ুন: 'স্বপ্ন সত্যি হওয়ার মুহূর্ত', জাতীয় পুরস্কার প্রাপ্তিতে উচ্ছ্বসিত রামকমল

পরিচালক শৈবাল মুখোপাধ্যায় বলেন, "সিনেমার জন্য গল্প লিখতে গিয়ে চরিত্র অনুযায়ী কিছু মুখ ভেসে ওঠে । হাসানের চরিত্র চিত্রণের যেমন প্রথমেই অঙ্কুশের সেনসিটিভ চোখদুটো ভেসে উঠেছিল । দেখতে পেয়েছিলাম মাথায় বড় চুল, একগাল এলোমেলো দাড়ি নিয়ে স্নিগ্ধ, স্থির, গভীর হাসানকে । একইভাবে হিজলকে খুঁজে পাই প্রিয়াঙ্কার মধ্যে । গ্রামের একটি সুন্দর, অল্পবয়সী, প্রাণবন্ত মুসলিম বউ যে তার নিজের কথা নিজেই বলতে পারে। গল্প শোনবার পর ওরা দু'জনেই সিনেমাটা করতে রাজি হয়ে যায় । এরপর ওরা ওদের সেরাটা দিয়েছে শুটিংয়ের সময়ে । তাছাড়া শান্তিলাল মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, বুদ্ধদেব ভট্টাচার্য, সুভদ্রা মুখোপাধ্যায় সবার সঙ্গে দারুণ কাজ হল । এবার দর্শক বলবেন তাঁদের জন্য কতটা করতে পারলাম আমরা ।"

কলকাতা, 25 অগস্ট: মানবিকতার গল্প নিয়ে হাজির হতে চলেছে পরিচালক শৈবাল মুখোপাধ্যায়ের 'কুরবান' ৷ এই ছবির হাত ধরে জুটি বেঁধেছেন অঙ্কুশ হাজরা এবং প্রিয়াঙ্কা সরকার ৷ এই ছবি আদতে মানুষের কথা বলে ৷ জীবনের নানা রকম ওঠানামায় মানুষকে যে কী কী করতে হয়, সেই জানা না জানা পথের কথা বলে ।

গল্পের দিকে তাকালে দেখা যায়, সবুজ গ্রামের প্রেক্ষাপটে সহজ সরল হাসান আর হিজলের সংসার । অন্য মানুষের থেকে একটু বেশিই অনুভূতিপ্রবন গল্পের নায়ক হাসান । তার কারণ হয়ত তার আব্বা, আম্মি আর আম্মির এক হিন্দু বান্ধবী । একনজরে হাসানের সংসার বড় সুখের মনে হয় । টলোমলো পায়ে দাওয়ায়, ঘরে, উঠোনে, ঘুরে বেড়ায় তাদের মিষ্টি ছেলে হাসু ৷ সে আবার হিন্দু মাসির আদরের গোপাল ।

Ankush New Film
কুরবান ছবিতে অঙ্কুশের লুক

অন্য এক জীবনবোধ হাসানকে সকলের থেকে আলাদা করে দেয় ৷ ঠিক যেমন সে বিশ্বাস করে - ছিপ দিয়ে মাছ ধরা আসলে বিশ্বাসঘাতকতার অন্য নাম । কারণ খাবারের টোপ দিয়ে ডেকে এনে কাউকে হত্যা করা অনৈতিক ৷ জীবনকে হাসানকে আলাদা ভাবে দেখে । হাসানের কথায়, ব্যবহারে কিসের যেন একটা ইঙ্গিত ধরেও ধরতে পারেনা হিজল । হাসান বিশ্বাস করে "শুধু ভালোবাসাই মানুষের ধর্ম...!" হাসানের এই চিন্তাভাবনা, হিজলের ভাবনা কি মিলবে সমাজের সঙ্গে জানতে হলে দেখতে হবে 'কুরবান' ।

অঙ্কুশের লুক এখানে একেবারে অন্যরকম । বলা ভালো এই অঙ্কুশকে চেনা দায় । মাথায় বড় বড় চুল, একগাল দাড়ি স্নিগ্ধ অভিব্যক্তি । অন্যদিকে হিজল সুন্দরী, অল্পবয়সী এবং প্রাণবন্ত ৷ যার নিজের স্বপ্নের জগৎ আছে । অঙ্কুশ এবং প্রিয়াঙ্কা ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন শান্তিলাল মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, বুদ্ধদেব ভট্টাচার্য, সুভদ্রা মুখোপাধ্যায় প্রমুখ ।

নিজের চরিত্র নিয়ে বলতে গিয়ে অঙ্কুশ বলেন, "আমার কেরিয়ারে এরকম কোনও চরিত্র আগে করিনি । খুব কম চরিত্রই করেছি যেটা পরেও আমাকে ভাবিয়েছে । এন্টারটেইনিং ভালো চরিত্র করেছি । লোক ভালোবেসেছে । কিন্তু আমি আর পরে সেই চরিত্রটা নিয়ে ভাবিনি । এটা আমাকে খুব ভাবাচ্ছে । হাসানের ওরকম লুক, ওর গভীরতা- সব মিলিয়ে চরিত্রটা আমার কেরিয়ারে একটা অন্য রসদ যোগ করতে পারবে বলে আমার মনে হয় ।"

প্রিয়াঙ্কাও বেশ আশাবাদী এই নতুন ছবি নিয়ে ৷ তিনি বলেন, "একজন অভিনেত্রীর অভিনয় দেখানোর প্রচুর সুযোগ রয়েছে কুরবান ছবিতে । আমি অঙ্কুশের প্রশংসা করব এক্ষেত্রে সবথেকে বেশি । দারুণ ফুটিয়ে তুলেছে হাসান চরিত্রটাকে ।"

Ankush New Film
প্রিয়াঙ্কার ছবির লুক

আরও পড়ুন: 'স্বপ্ন সত্যি হওয়ার মুহূর্ত', জাতীয় পুরস্কার প্রাপ্তিতে উচ্ছ্বসিত রামকমল

পরিচালক শৈবাল মুখোপাধ্যায় বলেন, "সিনেমার জন্য গল্প লিখতে গিয়ে চরিত্র অনুযায়ী কিছু মুখ ভেসে ওঠে । হাসানের চরিত্র চিত্রণের যেমন প্রথমেই অঙ্কুশের সেনসিটিভ চোখদুটো ভেসে উঠেছিল । দেখতে পেয়েছিলাম মাথায় বড় চুল, একগাল এলোমেলো দাড়ি নিয়ে স্নিগ্ধ, স্থির, গভীর হাসানকে । একইভাবে হিজলকে খুঁজে পাই প্রিয়াঙ্কার মধ্যে । গ্রামের একটি সুন্দর, অল্পবয়সী, প্রাণবন্ত মুসলিম বউ যে তার নিজের কথা নিজেই বলতে পারে। গল্প শোনবার পর ওরা দু'জনেই সিনেমাটা করতে রাজি হয়ে যায় । এরপর ওরা ওদের সেরাটা দিয়েছে শুটিংয়ের সময়ে । তাছাড়া শান্তিলাল মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, বুদ্ধদেব ভট্টাচার্য, সুভদ্রা মুখোপাধ্যায় সবার সঙ্গে দারুণ কাজ হল । এবার দর্শক বলবেন তাঁদের জন্য কতটা করতে পারলাম আমরা ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.