হায়দরাবাদ, 14 অক্টোবর: 'সে যদি সামনে এসে দাঁড়ায় তাহলে সবার ফেটে যায়'- মহালয়ার পূণ্যলগ্নে অঙ্কুশের পরবর্তী ছবির ফাটাফাটি টিজার দেখে মুগ্ধ সকলে ৷ ভোল পালটে একেবারে অ্যাকশন মুডে টলিউড হাঙ্ক অঙ্কুশ ৷ প্রকাশ্যে মির্জার টিজার ৷
ছবির নাম ঘোষণা করেছিলেন আগেই ৷ এবার প্রকাশ্যে মির্জার টিজার ৷ মহালয়ার দিন সোশাল মিডিয়ায় মির্জা ছবির টিজার শেয়ার করলেন অভিনেতা অঙ্কুশ ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "নাম নয় ইজ্জত চাই ৷ অপরাধের দুনিয়ায় নাম ও সম্মান পেতে সাক্ষী থাকুন তাঁর লড়াইয়ের ৷ তৈরি থাকুন 2024 সালে তাঁর সঙ্গে পরিচয় করার জন্য ৷" তারপরেই অভিনেতা অঙ্কুশ দর্শক ও অনুরাগীদের আশীর্বাদ ও ভালোবাসা চেয়েছেন ৷ সোশাল মিডিয়ায় টিজার দেখে প্রশংসা করেছেন পরিচালক রাজ চক্রবর্তী ৷ লিখেছেন, "দারুণ লাগছে ৷ অনেক শুভেচ্ছা ৷"
টিজার দেখেই স্পষ্ট একেবারে অ্যাকশনে ভরপুর হতে চলেছে ছবিটি ৷ টিজারের শুরুতেই স্ক্রিনে ফুটে ওঠে গুলির শব্দ, চশমায় রক্তের দাগ, মাদক দ্রব্য ৷ সঙ্গে একাধিক কচিকাচা ৷ তাদের প্রত্যেক চোখে আগুন ৷' অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স' ও 'বিগ স্ক্রিন প্রোডাকশন' নিবেদিত ছবিতে রাজা না হলেও রাজ করতে আসছেন অঙ্কুশ ৷ চোখে হালকা কাজল, ঠোঁটে জ্বলন্ত সিগারেট, অ্যাভিয়েটরের চশমা পরা অঙ্কুশ বসে রয়েছেন একাধিক লাশের ওপর ৷ অভিনেতার ভোল দেখলে চমকে যেতে হয় ৷
সুমিত-সাহিল পরিচালিত এই ছবিতে ব্যাকগ্রাউন্ড স্কোর আলাদা করে শ্রোতাদের কানে লেগে থাকবে ৷ বলিউড ছবি 'সাহো'র ব্যাকগ্রাউন্ড স্কোর ভেবেও ভুল করতে পারেন দর্শকরা ৷ অঙ্কুশের গলায় শোনা যায়, ফাঁকা ছিল পকেট, ফুটি ছিল কিসমত৷ চাও খুদার কাছে ইবাদাতে, নাম নয়, চেয়েছি শুধু ইজ্জত ৷ অন্ধকার দুনিয়াক বেতাজ বাদশা হতে অঙ্কুশের তথা মির্জার সাক্ষী থাকতে হলে অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত ৷ তবে টিজারেই যখন এত ঝাঁজ, তাহলে ছবি কেমন হবে তা এখন থেকেই আন্দাজ করা যায় ৷
আরও পড়ুন: 'বিনা যুদ্ধে নাহি দিব...', ক্রিসমাসে প্রভাসের সঙ্গে সম্মুখ সমর থেকে সরছেন না শাহরুখ