ETV Bharat / entertainment

Ankush Hazra on Mahanayak Award: সরকারের প্রশংসায় খুশি হলেও নিজেকে এই প্রজন্মের 'মহানায়ক' হিসেবে মানতে নারাজ অঙ্কুশ

author img

By

Published : Jul 25, 2023, 7:47 AM IST

উত্তম কুমারের মৃত্যুদিনে রাজ্য সরকারের তরফ থেকে 'মহানায়ক' সম্মান পেয়ে আপ্লুত অভিনেতা অঙ্কুশ হাজরা ৷ তবে তিনি সাফ জানিয়ে দিলেন পুরস্কার পেয়ে খুশি হলেও নিজেকে এই প্রজন্মের 'মহানায়ক' হিসেবে মানছেন না ৷ আরও অনেক কাজ করা বাকি ৷

Etv Bharat
মহানায়ক সম্মান পেলেন অঙ্কুশ

কলকাতা, 25 জুলাই: দেব, সোহমের পর এবার মহানায়ক সম্মানে সম্মানিত হলেন বাংলার নায়ক অঙ্কুশ হাজরা । সোমবার এই সুখবরটি সামাজিক মাধ্যমে নিজেই দিয়েছেন অভিনেতা । সেখানে তিনি লিখেছেন, "পুরস্কার অনুপ্রেরণা জোগায় । তাই গ্রহণ করলাম । প্রচুর পরিশ্রম বাকি নিজেকে এই পুরস্কারের যোগ্য করে তোলার জন্যে । আপাতত আমার মতো একজন সামান্য 'নায়ক'কে সরকারের তরফ থেকে এই 'মহানায়ক' সম্মানটি দেওয়ার জন্য ধন্যবাদ । নজরের সামনে সাজিয়ে রেখে দেবো যাতে রোজ চোখ পড়লেই নিজেকে বলি "ভাগ্যবান দয়া করে ভগবান বানিয়েছেন... যোগ্যতা পরিশ্রম করে নিজে অর্জন করো ।"

বড়পর্দার পাশাপাশি সম্প্রতি ওটিটি-তেও পা রেখেছেন অঙ্কুশ । 'শিকারপুর' ওয়েব সিরিজে সন্দীপ্তা সেনের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি । সম্প্রতি মুক্তি পেয়েছে অঙ্কুশ এবং তাঁর রিয়েল লাইফ জুটি ঐন্দ্রিলা সেন অভিনীত 'লাভ ম্যারেজ' ছবিটিও । যেখানে অভিনয় করেছেন রঞ্জিত মল্লিক, অপরাজিরা আঢ্যর মতো নামজাদা অভিনেতারাও । কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'অসুখ বিসুখ' ছবিতেও অভিনয় করছেন অঙ্কুশ । সম্প্রতি সেই ছবির শুটিংও শেষ করেছেন তিনি ।

অঙ্কুশ অভিনীত 'বিবাহ অভিযান' এবারেও সাড়া ফেলেছে দর্শক হৃদয়ে । সিরিয়াস হোক বা কমেডি, অঙ্কুশের ভক্ত সংখ্যা কারওর থেকে কম নয় বাংলায় । তাঁর সঞ্চালনার ভূয়সী প্রশংসা করেন মিঠুন চক্রবর্তীও । 'ডান্স বাংলা ডান্স'-এর মঞ্চে সঞ্চালনার দায়িত্বে রয়েছেন তিনিই । রাজ্য সরকারের কাছ থেকে এই সম্মান পেয়ে অভিনেতা ইটিভি ভারতকে বলেন, "প্রশংসা ভালো লাগে এই আর কী । তবে, এটার মানে এই নয় যে আমি এই প্রজন্মের মহানায়ক । কিন্তু অভিনেতা হিসেবে একটা সম্মান দেওয়া হয়েছে তাতে আমি খুশি ।"

প্রসঙ্গত, 24 জুলাই সোমবার উত্তম কুমারের মৃত্যুবার্ষিকীতে ধনধান্য অডিটোরিয়ামে একটি সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেখানেই 'মহানায়ক' পুরস্কার প্রদান করা হয় বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীকে ৷ যার মধ্যে ছিলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, অঙ্কুশ হাজরা ৷ অভিনেত্রীদের মধ্যে ছিলেন কোয়েল মল্লিক, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সোহিনী সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও সোহিনী সরকার ৷ এছাড়ও এই সম্মান পেয়েছেন পরিচালক হরনাথ চক্রবর্তী ৷

আরও পড়ুন : 'জ্যাঠা' উত্তম কুমারকে ঘিরে সব স্মৃতি আজও টাটকা কল্যাণী মণ্ডলের

কলকাতা, 25 জুলাই: দেব, সোহমের পর এবার মহানায়ক সম্মানে সম্মানিত হলেন বাংলার নায়ক অঙ্কুশ হাজরা । সোমবার এই সুখবরটি সামাজিক মাধ্যমে নিজেই দিয়েছেন অভিনেতা । সেখানে তিনি লিখেছেন, "পুরস্কার অনুপ্রেরণা জোগায় । তাই গ্রহণ করলাম । প্রচুর পরিশ্রম বাকি নিজেকে এই পুরস্কারের যোগ্য করে তোলার জন্যে । আপাতত আমার মতো একজন সামান্য 'নায়ক'কে সরকারের তরফ থেকে এই 'মহানায়ক' সম্মানটি দেওয়ার জন্য ধন্যবাদ । নজরের সামনে সাজিয়ে রেখে দেবো যাতে রোজ চোখ পড়লেই নিজেকে বলি "ভাগ্যবান দয়া করে ভগবান বানিয়েছেন... যোগ্যতা পরিশ্রম করে নিজে অর্জন করো ।"

বড়পর্দার পাশাপাশি সম্প্রতি ওটিটি-তেও পা রেখেছেন অঙ্কুশ । 'শিকারপুর' ওয়েব সিরিজে সন্দীপ্তা সেনের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি । সম্প্রতি মুক্তি পেয়েছে অঙ্কুশ এবং তাঁর রিয়েল লাইফ জুটি ঐন্দ্রিলা সেন অভিনীত 'লাভ ম্যারেজ' ছবিটিও । যেখানে অভিনয় করেছেন রঞ্জিত মল্লিক, অপরাজিরা আঢ্যর মতো নামজাদা অভিনেতারাও । কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'অসুখ বিসুখ' ছবিতেও অভিনয় করছেন অঙ্কুশ । সম্প্রতি সেই ছবির শুটিংও শেষ করেছেন তিনি ।

অঙ্কুশ অভিনীত 'বিবাহ অভিযান' এবারেও সাড়া ফেলেছে দর্শক হৃদয়ে । সিরিয়াস হোক বা কমেডি, অঙ্কুশের ভক্ত সংখ্যা কারওর থেকে কম নয় বাংলায় । তাঁর সঞ্চালনার ভূয়সী প্রশংসা করেন মিঠুন চক্রবর্তীও । 'ডান্স বাংলা ডান্স'-এর মঞ্চে সঞ্চালনার দায়িত্বে রয়েছেন তিনিই । রাজ্য সরকারের কাছ থেকে এই সম্মান পেয়ে অভিনেতা ইটিভি ভারতকে বলেন, "প্রশংসা ভালো লাগে এই আর কী । তবে, এটার মানে এই নয় যে আমি এই প্রজন্মের মহানায়ক । কিন্তু অভিনেতা হিসেবে একটা সম্মান দেওয়া হয়েছে তাতে আমি খুশি ।"

প্রসঙ্গত, 24 জুলাই সোমবার উত্তম কুমারের মৃত্যুবার্ষিকীতে ধনধান্য অডিটোরিয়ামে একটি সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেখানেই 'মহানায়ক' পুরস্কার প্রদান করা হয় বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীকে ৷ যার মধ্যে ছিলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, অঙ্কুশ হাজরা ৷ অভিনেত্রীদের মধ্যে ছিলেন কোয়েল মল্লিক, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সোহিনী সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও সোহিনী সরকার ৷ এছাড়ও এই সম্মান পেয়েছেন পরিচালক হরনাথ চক্রবর্তী ৷

আরও পড়ুন : 'জ্যাঠা' উত্তম কুমারকে ঘিরে সব স্মৃতি আজও টাটকা কল্যাণী মণ্ডলের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.