ETV Bharat / entertainment

Anirban Rani New Film: পর্দায় বাঙালি মায়ের লড়াই, হাজির রানির 'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে' ছবির ট্রেলার

মুক্তি পেল রানি-অনির্বান জুটির 'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে' ছবির ট্রেলার ৷ এক বাঙালির মায়ের সন্তান ফিরে পাওয়ার লড়াইয়ের গল্প তুলে ধরবে এই ছবি (New Film Mrs Chatterjee Vs Norway trailer Out)৷

Anirban Rani New Film
সন্তানের জন্য বাঙালি মায়ের রাষ্ট্রের সঙ্গে লড়াই
author img

By

Published : Feb 23, 2023, 2:06 PM IST

Updated : Feb 23, 2023, 2:15 PM IST

মুম্বই, 23 ফেব্রুয়ারি: এবার পর্দায় অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে জুটি বাঁধছেন রানি মুখোপাধ্য়ায় ৷ নতুন ছবি 'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে'-তে তাঁরা অভিনয় করতে চলেছেন প্রবাসী বাঙালি দম্পতির ভূমিকায় ৷ বৃহস্পতিবার মুক্তি পেল ছবির ট্রেলার ৷ অসীমা ছিব্বর পরিচালিত এই ছবিতে ফুটে উঠবে এক প্রবাসী মায়ের লড়াইয়ের গল্প ৷ নরওয়ের আইনের ফাঁদে পড়ে যাঁর সুখের সংসার একদিন ছাড়খাড় হয়ে যায় হঠাৎই (New Film Mrs Chatterjee Vs Norway trailer Out)৷

'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে' ছবিতে মায়ের কাছ থেকে আইনের বলে সন্তানকে ছিনিয়ে নেওয়ার গল্প দেখানো হয়েছে ৷ এখানে রানির চরিত্রের নাম দেবিকা ৷ তাঁকে নরওয়ের ওয়েলফেয়ার সার্ভিসেসের অধিকর্তারা জানান, তিনি সঠিকভাবে তাঁর বাচ্চাদের দায়িত্ব পালন করতে পারছেন না ৷ তাই 18 বছর বয়স পর্যন্ত তাঁদের রাষ্ট্রের হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত ৷ মিসেস চ্যাটার্জী তাঁর লড়াই শুরু করেন গোটা নরওয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ৷ তাঁর সেই সংগ্রামের কাহিনিই তুলে ধরা হয়েছে এই গল্পে ৷

17 মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে' ৷ ছবির প্রযোজনার দায়িত্বে জি স্টুডিয়ো ৷ 2011 সালে বাঙালি দম্পতি সাগরিকা এবং অনুরূপ ভট্টাচার্যের সঙ্গে ঘটেছিল এই ঘটনা ৷ সন্তানকে ফিরে পেতে রাষ্ট্রের সঙ্গে মামলায় জড়িয়ে পড়েছিলেন এক বাঙালি মা ৷ তাঁদের গল্পই এবার আসছে পর্দায় ৷ এই ছবিতে রানিকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলে ৷

আরও পড়ুন: অপেক্ষার অবসান, জুটি বাঁধছেন রূপম অরিজিৎ

ছবিটি এর আগে 3 মার্চ মুক্তি পাওয়ার কথা থাকলেও পরে সেই তারিখ বদল হয় ৷ অভিনেত্রী মিমি চক্রবর্তী, অনিন্দিতা বসুর মতোই অনেকেই লাইক করেছেন এই ছবির ট্রেলারটি ৷ ট্রেলারে যে ঝলক মিলেছে তাতে ছবি নিয়ে আগ্রহ সত্য়িই তুঙ্গে ৷ এর আগে কাজল প্রশংসা কুড়িয়েছিলেন তাঁর 'সালাম ভেঙ্কি' ছবির জন্য় ৷ সেখানেও তিনি মায়ের লড়াই ও সাফল্য়কে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন ৷ আর এবার আরেক বাঙালি রানিকে দেখা যাবে এক লড়াকু মায়ের চরিত্রে ৷

মুম্বই, 23 ফেব্রুয়ারি: এবার পর্দায় অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে জুটি বাঁধছেন রানি মুখোপাধ্য়ায় ৷ নতুন ছবি 'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে'-তে তাঁরা অভিনয় করতে চলেছেন প্রবাসী বাঙালি দম্পতির ভূমিকায় ৷ বৃহস্পতিবার মুক্তি পেল ছবির ট্রেলার ৷ অসীমা ছিব্বর পরিচালিত এই ছবিতে ফুটে উঠবে এক প্রবাসী মায়ের লড়াইয়ের গল্প ৷ নরওয়ের আইনের ফাঁদে পড়ে যাঁর সুখের সংসার একদিন ছাড়খাড় হয়ে যায় হঠাৎই (New Film Mrs Chatterjee Vs Norway trailer Out)৷

'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে' ছবিতে মায়ের কাছ থেকে আইনের বলে সন্তানকে ছিনিয়ে নেওয়ার গল্প দেখানো হয়েছে ৷ এখানে রানির চরিত্রের নাম দেবিকা ৷ তাঁকে নরওয়ের ওয়েলফেয়ার সার্ভিসেসের অধিকর্তারা জানান, তিনি সঠিকভাবে তাঁর বাচ্চাদের দায়িত্ব পালন করতে পারছেন না ৷ তাই 18 বছর বয়স পর্যন্ত তাঁদের রাষ্ট্রের হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত ৷ মিসেস চ্যাটার্জী তাঁর লড়াই শুরু করেন গোটা নরওয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ৷ তাঁর সেই সংগ্রামের কাহিনিই তুলে ধরা হয়েছে এই গল্পে ৷

17 মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে' ৷ ছবির প্রযোজনার দায়িত্বে জি স্টুডিয়ো ৷ 2011 সালে বাঙালি দম্পতি সাগরিকা এবং অনুরূপ ভট্টাচার্যের সঙ্গে ঘটেছিল এই ঘটনা ৷ সন্তানকে ফিরে পেতে রাষ্ট্রের সঙ্গে মামলায় জড়িয়ে পড়েছিলেন এক বাঙালি মা ৷ তাঁদের গল্পই এবার আসছে পর্দায় ৷ এই ছবিতে রানিকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলে ৷

আরও পড়ুন: অপেক্ষার অবসান, জুটি বাঁধছেন রূপম অরিজিৎ

ছবিটি এর আগে 3 মার্চ মুক্তি পাওয়ার কথা থাকলেও পরে সেই তারিখ বদল হয় ৷ অভিনেত্রী মিমি চক্রবর্তী, অনিন্দিতা বসুর মতোই অনেকেই লাইক করেছেন এই ছবির ট্রেলারটি ৷ ট্রেলারে যে ঝলক মিলেছে তাতে ছবি নিয়ে আগ্রহ সত্য়িই তুঙ্গে ৷ এর আগে কাজল প্রশংসা কুড়িয়েছিলেন তাঁর 'সালাম ভেঙ্কি' ছবির জন্য় ৷ সেখানেও তিনি মায়ের লড়াই ও সাফল্য়কে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন ৷ আর এবার আরেক বাঙালি রানিকে দেখা যাবে এক লড়াকু মায়ের চরিত্রে ৷

Last Updated : Feb 23, 2023, 2:15 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.