হায়দরাবাদ, 16 অক্টোবর: ব্যোমকেশ চরিত্রকে বিদায় জানালেন অভিনেতা অর্নিবাণ ভট্টাচার্য ৷ সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে 'দুর্গরহস্য' সিরিজে শেষবার অভিনেতা অনিবার্ণকে ব্যোমকেশ চরিত্রে পেতে চলেছেন দর্শক ৷
এই বিষয়ে ইটিভি ভারতের তরফে অভিনেতার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "হ্যাঁ, একটা ভিডিয়ো রিলিজ করেছি আজ দুপুরে ৷ এটাই আমার শেষ ব্যোমকেশ ৷" নেপথ্যে কারণ হিসাবে অর্নিবাণ বলেন, "কারণটা হচ্ছে অভিনেতা হিসাবে আমার একটা সীমাবদ্ধতা আছে ৷ আমার মনে হয়েছে, ব্যোমকেশ চরিত্রে নতুন করে আমার আর কিছু দেওয়ার নেই ৷" তাহেল কি অন্য কোনও গোয়েন্দা চরিত্রে দেখা যাবে অভিনেতা অর্নিবাণকে? অভিনেতার জবাব, "সেটার এখন কিছু বলতে পারব না ৷ এখনও কিছু ঠিক নেই ৷"
সোশাল মিডিয়ায় শেয়ার হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, স্মৃতি রোমন্থন করছেন অভিনেতা তথা পর্দার ব্যোমকেশ ৷ তিনি দর্শকদের মনে করাচ্ছেন ব্যোমকেশ-এর প্রথম সিজন তিনি উপস্থিত হয়েছিলেন সত্যান্বেষী আর পথের কাঁটা গল্প নিয়ে ৷ দেখতে দেখতে কেটে গিয়েছে অনেকগুলো বছর ৷ শেষ হতে চলেছে সত্যান্বেষী ব্যোমকেশ তথা অর্নিবাণ ভট্টাচার্যের যাত্রা ৷
তিনি ভিডিয়ো বার্তায় জানান, "আমি অর্নিবাণ ৷ 2017 সালের 14 অক্টোবর হইচইতে সিরিজ হিসাবে ব্যোমকেশ চরিত্রে অভিনেতা হিসাবে আমার যে যাত্রা শুরু হয়েছিল আগামী 19 অক্টোবর 2023 সালে হইচইয়ের নতুন সেগমেন্ট বেস্ট অফ বেঙ্গলে দুর্গরহস্য স্ট্রিমিংয়ের মাধ্যমে সেই যাত্রা শেষ হবে ৷ দুর্গরহস্যে ব্যোমকেশ চরিত্রে আমার শেষ অভিনয় ৷"
এই খবর প্রকাশ্যে আসতেই হতাশ হয়েছেন অনুরাগীরা ৷ অভিনেতার এই ঘোষণায় চমকে গিয়েছেন সকলেই ৷ এক অনুরাগী লিখেছেন, "তোমার মতো সুন্দর করে ব্যোমকেশ বক্সীর চরিত্র আর কেউ করতে পারবে না অনির্বাণ দা ৷" আর এক অনুরাগী লিখেছেন, "যা খুশি ? কেনো আপনাকে আমরা এত ভালবাসি তা কি যখন খুশি আমাদের আবেগ নিয়ে খেলার জন্যে,আমরা ব্যোমকেশ চরিত্রে আর কাউকে ভাবতে চাই না।" কেউ লিখেছেন, "আপনি আর ব্যোমকেশ হচ্ছেন না, ভাবলেই গলার কাছে দলা পাকিয়ে যাচ্ছে ৷"
আরও পড়ুন: 'চলচ্চিত্র নির্মাণে বাকস্বাধীনতা খর্ব হচ্ছে'; ইটিভি ভারতে একান্ত সাক্ষাৎকারে পরিচালক গৌতম ঘোষ