ETV Bharat / entertainment

Mitthye Premer Gaan Teaser: নয়া বছরে নতুন লুকে অনির্বাণ! হাজির 'মিথ্যে প্রেমের গান'-এর টিজার - হাজির মিথ্যে প্রেমের গান এর টিজার

হাজির অনির্বাণ ভট্টাচার্যের নতুন প্রজেক্ট 'মিথ্য়ে প্রেমের গান'-এর অফিসিয়াল টিজার ৷ এই কাহিনিতে একজন তারকার চরিত্রেই অভিনয় করছেন বাংলা ছবির অন্যতম সেরা তারকা (Anirban Bhattacharya is coming with a new project) ৷

Mitthye Premer Gaan Teaser
হাজির অনির্বাণ ভট্টাচার্যের নতুন প্রজেক্ট 'মিথ্য়ে প্রেমের গান'-এর অফিসিয়াল টিজার
author img

By

Published : Jan 7, 2023, 12:56 PM IST

কলকাতা, 7 জানুয়ারি: অনির্বাণ ভট্টাচার্য এখন পুরোপুরি 'চার্জড আপ' তাঁর নতুন প্রজেক্ট নিয়ে ৷ সম্প্রতি তাঁর প্রথম পরিচালিত বড় পর্দার ছবি 'বল্লভপুরের রূপকথা' রীতিমতো শোরগোল ফেলেছে নেটপাড়ায় ৷ এর আগে ওয়েব প্রজেক্ট 'মন্দার'-এর পর যেভাবে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি ৷ ঠিক তেমনই বাদল সরকারের নাটক থেকে তৈরি তাঁর কমেডি ছবি 'বল্লভপুরের রূপকথা' মন জয় করেছে আপামর বাঙালির ৷ শনিবার প্রযোজনা সংস্থা এও জানিয়েছে 75দিন ধরে প্রেক্ষাগৃহে সাফল্যের সঙ্গে ব্যবসা করে চলেছে এই ছবি ৷ আর এবার আবার অভিনয়ে ফিরতে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে(Anirban Bhattacharya New Project Mitthye Premer Gaan teaser out) ৷

সম্প্রতি মুক্তি পেল তাঁর নতুন প্রজেক্ট 'মিথ্য়ে প্রেমের গান'-এর অফিসিয়াল টিজার ( Mitthye Premer Gaan teaser out)৷ ছবির গল্প কী তা নিয়ে স্বাভাবিকভাবেই এখনও কিছুই জানাননি নির্মাতারা(Anirban New Project Mitthye Premer Gaan) ৷ তবে এইটুকু বোঝা গিয়েছে এক তারকার চরিত্র এবার পর্দায় ফুটিয়ে তুলবেন অনির্বাণ ৷ কারণ টিজারে দেখা যায় একটু একটু করে মঞ্চে রাখা মাইকের দিকে এগিয়ে আসছেন অনির্বাণ ৷ সামনে হাজার হাজার ফ্য়ান সেলফি তুলতে ব্যস্ত ৷ টিজারটি শেয়ার করে নির্মাতারা লিখেছেন, 'একাকীত্বেই বোধহয় সব শেষ, একাকীত্বেই বোধহয় সবার শুরু...'(New Project Mitthye Premer Gaan teaser )৷

আরও পড়ুন: জীবনের সেরা উপহার! জন্মদিনে মেয়ের সঙ্গে আদুরে ভিডিয়ো বিপাশার

অর্থাৎ এই মানুষটির একাকীত্বের কাহিনি যে গল্পের কেন্দ্রে থাকবে তা বলাই যেতে পারে(New Project Mitthye Premer Gaan) ৷ এবার অনির্বাণের সঙ্গে স্ক্রিনশেয়ার করতে চলেছেন ঈশা সাহা এবং অর্জুন চক্রবর্তী ৷ নিও স্টোরিজের প্রযোজনায় মুক্তির পেতে চলেছে এই কাহিনি ৷ পরিচালনার দায়িত্বে থাকছেন পরমা নেওটিয়া ৷ জানা গিয়েছে আগামী 10 ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে 'মিথ্য়ে প্রেমের গান'৷ আর কোন কোন অভিনেতাকে দেখা যাবে অনির্বাণের সঙ্গে তা অবশ্য় এখনও জানাননি নির্মাতারা ৷ তবে অনির্বাণের এই অভিনয়ে কামব্য়াক কতটা জোরদার হয় সেটাই এখন দেখার ৷

কলকাতা, 7 জানুয়ারি: অনির্বাণ ভট্টাচার্য এখন পুরোপুরি 'চার্জড আপ' তাঁর নতুন প্রজেক্ট নিয়ে ৷ সম্প্রতি তাঁর প্রথম পরিচালিত বড় পর্দার ছবি 'বল্লভপুরের রূপকথা' রীতিমতো শোরগোল ফেলেছে নেটপাড়ায় ৷ এর আগে ওয়েব প্রজেক্ট 'মন্দার'-এর পর যেভাবে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি ৷ ঠিক তেমনই বাদল সরকারের নাটক থেকে তৈরি তাঁর কমেডি ছবি 'বল্লভপুরের রূপকথা' মন জয় করেছে আপামর বাঙালির ৷ শনিবার প্রযোজনা সংস্থা এও জানিয়েছে 75দিন ধরে প্রেক্ষাগৃহে সাফল্যের সঙ্গে ব্যবসা করে চলেছে এই ছবি ৷ আর এবার আবার অভিনয়ে ফিরতে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে(Anirban Bhattacharya New Project Mitthye Premer Gaan teaser out) ৷

সম্প্রতি মুক্তি পেল তাঁর নতুন প্রজেক্ট 'মিথ্য়ে প্রেমের গান'-এর অফিসিয়াল টিজার ( Mitthye Premer Gaan teaser out)৷ ছবির গল্প কী তা নিয়ে স্বাভাবিকভাবেই এখনও কিছুই জানাননি নির্মাতারা(Anirban New Project Mitthye Premer Gaan) ৷ তবে এইটুকু বোঝা গিয়েছে এক তারকার চরিত্র এবার পর্দায় ফুটিয়ে তুলবেন অনির্বাণ ৷ কারণ টিজারে দেখা যায় একটু একটু করে মঞ্চে রাখা মাইকের দিকে এগিয়ে আসছেন অনির্বাণ ৷ সামনে হাজার হাজার ফ্য়ান সেলফি তুলতে ব্যস্ত ৷ টিজারটি শেয়ার করে নির্মাতারা লিখেছেন, 'একাকীত্বেই বোধহয় সব শেষ, একাকীত্বেই বোধহয় সবার শুরু...'(New Project Mitthye Premer Gaan teaser )৷

আরও পড়ুন: জীবনের সেরা উপহার! জন্মদিনে মেয়ের সঙ্গে আদুরে ভিডিয়ো বিপাশার

অর্থাৎ এই মানুষটির একাকীত্বের কাহিনি যে গল্পের কেন্দ্রে থাকবে তা বলাই যেতে পারে(New Project Mitthye Premer Gaan) ৷ এবার অনির্বাণের সঙ্গে স্ক্রিনশেয়ার করতে চলেছেন ঈশা সাহা এবং অর্জুন চক্রবর্তী ৷ নিও স্টোরিজের প্রযোজনায় মুক্তির পেতে চলেছে এই কাহিনি ৷ পরিচালনার দায়িত্বে থাকছেন পরমা নেওটিয়া ৷ জানা গিয়েছে আগামী 10 ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে 'মিথ্য়ে প্রেমের গান'৷ আর কোন কোন অভিনেতাকে দেখা যাবে অনির্বাণের সঙ্গে তা অবশ্য় এখনও জানাননি নির্মাতারা ৷ তবে অনির্বাণের এই অভিনয়ে কামব্য়াক কতটা জোরদার হয় সেটাই এখন দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.