ETV Bharat / entertainment

Anindya-Rituparna: প্রদীপ সরকারের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে, স্মৃতিতে ডুব ঋতুপর্ণা-অনিন্দ্য়র - প্রদীপের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ঋতুপর্ণা অনিন্দ্যর

বাঙালি পরিচালক প্রদীপ সরকারের প্রয়াণে শোকস্তব্ধ টলিউড ৷ শ্রদ্ধাজ্ঞাপন করলেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অনিন্দ্য চট্টোপাধ্যায় (Rituparna reaction on Pradeep Sarkar) ৷

Anindya And Rituparna
প্রদীপের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ঋতুপর্ণা অনিন্দ্যর
author img

By

Published : Mar 24, 2023, 7:52 PM IST

কলকাতা, 24 মার্চ: শক্তিশালী এক বাঙালি পরিচালককে হারালো বলিউড । তিনি প্রদীপ সরকার । 'লাগা চুনরি মে দাগ: জার্নি অফ আ ওম্যান', 'মর্দানি', 'মর্দানি টু', 'পরিণীতা', 'হেলিকপ্টার ইলা'র মতো দুর্দান্ত সব ছবি উপহার দিয়েছেন তিনি বলিউডকে । বানিয়েছেন একাধিক হিন্দি ওয়েব সিরিজ । এহেন পরিচালকের সঙ্গে কাজ করেছেন বাংলার বহু অভিনেতা । তালিকায় রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, সব্যসাচী চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, অম্বরীশ ভট্টাচার্য, ঋদ্ধি সেন ৷ এঁদের সঙ্গে নাম জুড়ে যায় আরও একজনের । তিনি অনিন্দ্য চট্টোপাধ্যায়। অনিন্দ্য প্রদীপ সরকারের সঙ্গে জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করেছেন একটি টিভিসিতে । ঋতুপর্ণা, অনিন্দ্য় দু'জনেই আজ শ্রদ্ধাজ্ঞাপন করেছেন পরিচালকের উদ্দেশ্য়ে ৷

খবর পাওয়া মাত্র শোকে বিহ্বল ঋতুপর্ণা ইনস্টা পোস্টে লেখেন,"শান্তিতে ঘুমাও দাদা, আমি সেই সৌভাগ্যবানদের একজন যে তোমার সঙ্গে দু'টো বিজ্ঞাপণী ছবিতে কাজ করেছে ৷ তুমি সর্বদা আমাদের গর্বিত করেছ ৷ বড় তাড়াতাড়ি চলে গেলে ৷ পরিবারের প্রতি আমার সহমর্মিতা ৷"

এ বিষয়ে ইটিভি ভারতের তরফে আমরা যোগাযোগ করেছিলাম অভিনেত্রীর সঙ্গে ৷ সেই শ্য়ুটিংয়ের স্মৃতির কথা বলতে গিয়ে তিনি বলেন, "বাঙালিদের কাছে মনে হল যেন প্রদীপ নিভে গেল । এমনই একজন মানুষ ছিলেন তিনি ৷ এত সরল আর উদার একজন মানুষ ৷ আমার সৌভাগ্য় হয়েছিল ওনার সঙ্গে একটি বিজ্ঞাপণী ছবিতে কাজ করার ৷ মনে আছে একটা তেলের বিজ্ঞাপন ছিল ৷ আমার সেখানে দু'টো চরিত্র ছিল একটার নাম ঋতু এবং অপরটার নাম গীতু ৷ আমাকে বলেছিলেন শোন তোকে দু'টো চরিত্রে দেখানো হবে এই অ্যাড ফিল্মে ৷ সেটা ছিল বিগ হিট (Rituparna reaction on Pradeep Sarkar)" ৷

তিনি আরও বলেন, "কত মানুষকে উনি সুযোগ দিয়েছেন পরিণীতা তার একটা বিরাট নিদর্শন ৷ তার পরবর্তীকালেও যে ছবিগুলি উনি করেছেন তা আমার ভীষণ প্রিয় ৷ লাগা চুনরি মে দাগ আর পরিণীতা তো একটা আলাদা জায়গাই তৈরি করল ৷" এদিন শান্তনু মৈত্রর সুরকে যেভাবে ব্যবহার করেছিলেন প্রদীপ তাও তাঁর ভীষণ প্রিয় বলে জানান অভিনেত্রী ৷ মুম্বইতে গেলেই তাঁর সঙ্গে আড্ডা এবং সাক্ষাৎ হতো বলেও জানান ঋতুপর্ণা ৷ সবশেষে তিনি বলেন, "খুব তাড়াতাড়ি চলে গেলেন প্রদীপদা ৷ তবে যা রেখে গেলেন তা আমাদের কাছে সম্পদ ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ফ্লোরে প্রদীপ সরকারের মতো একজন পরিচালকের সান্নিধ্য় পেয়েছেন অনিন্দ্য । আর তাতেই নিজেকে ধন্য মনে করেন অভিনেতা । অনিন্দ্য এই সময়কার বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা । শুধু তাই নয়। অনিন্দ্য বড় পর্দাতেও সমান জনপ্রিয়। ছোটপর্দায় এই মুহূর্তে তিনি রয়েছেন 'গাঁটছড়া' ধারাবাহিকে। গতবছর রিলিজ করেছে অনিন্দ্য অভিনীত 'বেলাশুরু' ।

আরও পড়ুন: শেষবার একসঙ্গে খাওয়ার ভিডিয়ো পোস্ট, প্রদীপ সরকারের প্রয়াণে শোকস্তব্ধ কঙ্গনা

এহেন অনিন্দ্য আজ প্রদীপ সরকারের অকাল প্র‍য়াণের খবর দেখে সামাজিক মাধ্যমে লেখেন, "আজকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি জীবনে কী করেছো ? বুক বাজিয়ে বলব শুরুর দিকে জুনিয়র আর্টিস্ট হিসেবে প্রদীপ সরকারের সঙ্গে একটা টিভিসি করেছি , ওনার সান্নিধ্য পেয়েছি ফ্লোরে। ওটাই পাওনা (Anindya reaction on Pradeep Sarkar)।"

কলকাতা, 24 মার্চ: শক্তিশালী এক বাঙালি পরিচালককে হারালো বলিউড । তিনি প্রদীপ সরকার । 'লাগা চুনরি মে দাগ: জার্নি অফ আ ওম্যান', 'মর্দানি', 'মর্দানি টু', 'পরিণীতা', 'হেলিকপ্টার ইলা'র মতো দুর্দান্ত সব ছবি উপহার দিয়েছেন তিনি বলিউডকে । বানিয়েছেন একাধিক হিন্দি ওয়েব সিরিজ । এহেন পরিচালকের সঙ্গে কাজ করেছেন বাংলার বহু অভিনেতা । তালিকায় রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, সব্যসাচী চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, অম্বরীশ ভট্টাচার্য, ঋদ্ধি সেন ৷ এঁদের সঙ্গে নাম জুড়ে যায় আরও একজনের । তিনি অনিন্দ্য চট্টোপাধ্যায়। অনিন্দ্য প্রদীপ সরকারের সঙ্গে জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করেছেন একটি টিভিসিতে । ঋতুপর্ণা, অনিন্দ্য় দু'জনেই আজ শ্রদ্ধাজ্ঞাপন করেছেন পরিচালকের উদ্দেশ্য়ে ৷

খবর পাওয়া মাত্র শোকে বিহ্বল ঋতুপর্ণা ইনস্টা পোস্টে লেখেন,"শান্তিতে ঘুমাও দাদা, আমি সেই সৌভাগ্যবানদের একজন যে তোমার সঙ্গে দু'টো বিজ্ঞাপণী ছবিতে কাজ করেছে ৷ তুমি সর্বদা আমাদের গর্বিত করেছ ৷ বড় তাড়াতাড়ি চলে গেলে ৷ পরিবারের প্রতি আমার সহমর্মিতা ৷"

এ বিষয়ে ইটিভি ভারতের তরফে আমরা যোগাযোগ করেছিলাম অভিনেত্রীর সঙ্গে ৷ সেই শ্য়ুটিংয়ের স্মৃতির কথা বলতে গিয়ে তিনি বলেন, "বাঙালিদের কাছে মনে হল যেন প্রদীপ নিভে গেল । এমনই একজন মানুষ ছিলেন তিনি ৷ এত সরল আর উদার একজন মানুষ ৷ আমার সৌভাগ্য় হয়েছিল ওনার সঙ্গে একটি বিজ্ঞাপণী ছবিতে কাজ করার ৷ মনে আছে একটা তেলের বিজ্ঞাপন ছিল ৷ আমার সেখানে দু'টো চরিত্র ছিল একটার নাম ঋতু এবং অপরটার নাম গীতু ৷ আমাকে বলেছিলেন শোন তোকে দু'টো চরিত্রে দেখানো হবে এই অ্যাড ফিল্মে ৷ সেটা ছিল বিগ হিট (Rituparna reaction on Pradeep Sarkar)" ৷

তিনি আরও বলেন, "কত মানুষকে উনি সুযোগ দিয়েছেন পরিণীতা তার একটা বিরাট নিদর্শন ৷ তার পরবর্তীকালেও যে ছবিগুলি উনি করেছেন তা আমার ভীষণ প্রিয় ৷ লাগা চুনরি মে দাগ আর পরিণীতা তো একটা আলাদা জায়গাই তৈরি করল ৷" এদিন শান্তনু মৈত্রর সুরকে যেভাবে ব্যবহার করেছিলেন প্রদীপ তাও তাঁর ভীষণ প্রিয় বলে জানান অভিনেত্রী ৷ মুম্বইতে গেলেই তাঁর সঙ্গে আড্ডা এবং সাক্ষাৎ হতো বলেও জানান ঋতুপর্ণা ৷ সবশেষে তিনি বলেন, "খুব তাড়াতাড়ি চলে গেলেন প্রদীপদা ৷ তবে যা রেখে গেলেন তা আমাদের কাছে সম্পদ ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ফ্লোরে প্রদীপ সরকারের মতো একজন পরিচালকের সান্নিধ্য় পেয়েছেন অনিন্দ্য । আর তাতেই নিজেকে ধন্য মনে করেন অভিনেতা । অনিন্দ্য এই সময়কার বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা । শুধু তাই নয়। অনিন্দ্য বড় পর্দাতেও সমান জনপ্রিয়। ছোটপর্দায় এই মুহূর্তে তিনি রয়েছেন 'গাঁটছড়া' ধারাবাহিকে। গতবছর রিলিজ করেছে অনিন্দ্য অভিনীত 'বেলাশুরু' ।

আরও পড়ুন: শেষবার একসঙ্গে খাওয়ার ভিডিয়ো পোস্ট, প্রদীপ সরকারের প্রয়াণে শোকস্তব্ধ কঙ্গনা

এহেন অনিন্দ্য আজ প্রদীপ সরকারের অকাল প্র‍য়াণের খবর দেখে সামাজিক মাধ্যমে লেখেন, "আজকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি জীবনে কী করেছো ? বুক বাজিয়ে বলব শুরুর দিকে জুনিয়র আর্টিস্ট হিসেবে প্রদীপ সরকারের সঙ্গে একটা টিভিসি করেছি , ওনার সান্নিধ্য পেয়েছি ফ্লোরে। ওটাই পাওনা (Anindya reaction on Pradeep Sarkar)।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.