ETV Bharat / entertainment

Animal Teaser: রণবীরের জন্মদিনে নতুন উপহার! আসছে 'অ্যানিম্যাল' ছবির টিজার - রণবীরের জন্মদিনে আসছে অ্যানিম্যাল ছবির টিজার

Ranbir Kapoor New Film: সেপ্টেম্বরেই মুক্তি পেতে চলেছে রণবীর কাপুর ও রশ্মিকা মন্দানার নতুন ছবি 'অ্যানিম্যাল'-এর টিজার ৷ সোমবার ছবির একটি নতুন পোস্টার শেয়ার করে জানিয়ে দিলেন নির্মাতারা ৷ সামনে এল ছবির মুক্তির তারিখও ৷ ছবিটি মুক্তি পাবে আগামী 1 ডিসেম্বর ৷

Animal Teaser Will Release
রণবীরের জন্মদিনে আসছে অ্যানিম্যাল ছবির টিজার
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2023, 1:47 PM IST

হায়দরাবাদ, 18 সেপ্টেম্বর: 'তু ঝুঠি ম্য়ায় মক্কার', মার্চে মুক্তি পাওয়া এই ছবির হাত ধরেই পর্দায় কামব্যাক করেছিলেন রণবীর কাপুর ৷ নিজস্ব ছন্দে এই রম-কম ঘরানার ছবিতে সকলের মন কেড়েছিলেন অভিনেতা ৷ আর তারপর থেকেই তাঁর আগামী ছবি 'অ্যানিম্যাল' নিয়েও আগ্রহ তুঙ্গে উঠেছে ৷ পাশাপাশি এই ছবির অন্যতম বড় আকর্ষণ রশ্মিকা মন্দানা ৷ অর্থাৎ পুষ্পার শ্রীবল্লী এবার রণবীরের নায়িকা ৷ সোমবার ছবির মুক্তির দিনক্ষণ সামনে আনলেন নির্মাতারা ৷ একইসঙ্গে জানা গেল রণবীরের জন্মদিনেই মুক্তি পাবে তাঁর নতুন ছবির ঝলক ৷

সিনে সমালোচক তরণ আদর্শ সোমবার ছবির একটি পোস্টার শেয়ার করে জানিয়েছেন 'অ্যানিম্যাল' ছবির টিজার মুক্তি পাবে সেপ্টেম্বরে ৷ পোস্টারে একেবারে চেনা মেজাজে দেখা মিলেছে রণবীর ৷ পরণে নীল ব্লেজার, ঝাঁকড়া চুল চোখে সানগ্লাস আর ঠোঁটে সিগারেট ৷ ছবি দেখেই বোঝা যায় রাফ অ্যান্ড টাফ একটি চরিত্রে ধরা দেবেন অভিনেতা ৷

তরণ জানান, আগামী 28 সেপ্টেম্বর রণবীরের জন্মদিনে মুক্তি পাবে এই সিনেমার টিজার ৷ আর ছবিটি মুক্তি পাবে ডিসেম্বরে ৷ এর আগেই ছবির প্রি টিজার সামনে এনেছিলেন নির্মাতারা ৷ সেখানে রণবীরকে দেখা গিয়েছিল একেবারে অ্যাকশন মুডে ৷ হাতে কুঠার নিয়ে একের পর এক শত্রু নিধন করছেন তিনি ৷ রোম্যান্টিক নায়ককে এই অবতারে দেখে বেশ চমকেছিলেন অনেকেই ৷ অনেকে আবার আশঙ্কিতও ৷

কারণ এর আগে 'শামশেরা' ছবিতে অ্যাকশনের বাদশাহ হয়ে ওঠার চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন অভিনেতা ৷ তাঁর এই অবতার যে খুব পছন্দ হয়নি দর্শকের তা বোঝা গিয়েছিল বক্স অফিস রিপোর্টেই ৷ এরপর 'ব্রহ্মাস্ত্র' এবং 'তু ঝুঠি ম্য়ায় মক্কার' ছবির হাত ধরে আবার চেনাস্রোতে ফেরা ৷ ফের একবার এই ছবিতে অ্যাকশন হিরো হয়ে উঠবেন রণবীর ৷ এবার 'অ্যানিম্যাল' কতখানি সাফল্য পাবে তা বলে দেবে সময়ই ৷

আরও পড়ুন: অ্যাটলির পরবর্তী নায়ক আল্লু অর্জুন ! সত্যিটা জানালেন পরিচালক স্বয়ং

ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা ৷ গল্পও লিখেছেন তিনি নিজেই ৷ অন্যদিকে সংলাপের দায়িত্বে রয়েছেন সৌরভ গুপ্ত ৷ টি সিরিজের ব্যানারে ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ডিসেম্বরের 1 তারিখ ৷ শুধু হিন্দি নয় তামিল, তেলেগু, কন্নড় এবং মালয়ালম ভাষাতেও মুক্তি পাবে 'অ্যানিম্যাল' ৷

হায়দরাবাদ, 18 সেপ্টেম্বর: 'তু ঝুঠি ম্য়ায় মক্কার', মার্চে মুক্তি পাওয়া এই ছবির হাত ধরেই পর্দায় কামব্যাক করেছিলেন রণবীর কাপুর ৷ নিজস্ব ছন্দে এই রম-কম ঘরানার ছবিতে সকলের মন কেড়েছিলেন অভিনেতা ৷ আর তারপর থেকেই তাঁর আগামী ছবি 'অ্যানিম্যাল' নিয়েও আগ্রহ তুঙ্গে উঠেছে ৷ পাশাপাশি এই ছবির অন্যতম বড় আকর্ষণ রশ্মিকা মন্দানা ৷ অর্থাৎ পুষ্পার শ্রীবল্লী এবার রণবীরের নায়িকা ৷ সোমবার ছবির মুক্তির দিনক্ষণ সামনে আনলেন নির্মাতারা ৷ একইসঙ্গে জানা গেল রণবীরের জন্মদিনেই মুক্তি পাবে তাঁর নতুন ছবির ঝলক ৷

সিনে সমালোচক তরণ আদর্শ সোমবার ছবির একটি পোস্টার শেয়ার করে জানিয়েছেন 'অ্যানিম্যাল' ছবির টিজার মুক্তি পাবে সেপ্টেম্বরে ৷ পোস্টারে একেবারে চেনা মেজাজে দেখা মিলেছে রণবীর ৷ পরণে নীল ব্লেজার, ঝাঁকড়া চুল চোখে সানগ্লাস আর ঠোঁটে সিগারেট ৷ ছবি দেখেই বোঝা যায় রাফ অ্যান্ড টাফ একটি চরিত্রে ধরা দেবেন অভিনেতা ৷

তরণ জানান, আগামী 28 সেপ্টেম্বর রণবীরের জন্মদিনে মুক্তি পাবে এই সিনেমার টিজার ৷ আর ছবিটি মুক্তি পাবে ডিসেম্বরে ৷ এর আগেই ছবির প্রি টিজার সামনে এনেছিলেন নির্মাতারা ৷ সেখানে রণবীরকে দেখা গিয়েছিল একেবারে অ্যাকশন মুডে ৷ হাতে কুঠার নিয়ে একের পর এক শত্রু নিধন করছেন তিনি ৷ রোম্যান্টিক নায়ককে এই অবতারে দেখে বেশ চমকেছিলেন অনেকেই ৷ অনেকে আবার আশঙ্কিতও ৷

কারণ এর আগে 'শামশেরা' ছবিতে অ্যাকশনের বাদশাহ হয়ে ওঠার চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন অভিনেতা ৷ তাঁর এই অবতার যে খুব পছন্দ হয়নি দর্শকের তা বোঝা গিয়েছিল বক্স অফিস রিপোর্টেই ৷ এরপর 'ব্রহ্মাস্ত্র' এবং 'তু ঝুঠি ম্য়ায় মক্কার' ছবির হাত ধরে আবার চেনাস্রোতে ফেরা ৷ ফের একবার এই ছবিতে অ্যাকশন হিরো হয়ে উঠবেন রণবীর ৷ এবার 'অ্যানিম্যাল' কতখানি সাফল্য পাবে তা বলে দেবে সময়ই ৷

আরও পড়ুন: অ্যাটলির পরবর্তী নায়ক আল্লু অর্জুন ! সত্যিটা জানালেন পরিচালক স্বয়ং

ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা ৷ গল্পও লিখেছেন তিনি নিজেই ৷ অন্যদিকে সংলাপের দায়িত্বে রয়েছেন সৌরভ গুপ্ত ৷ টি সিরিজের ব্যানারে ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ডিসেম্বরের 1 তারিখ ৷ শুধু হিন্দি নয় তামিল, তেলেগু, কন্নড় এবং মালয়ালম ভাষাতেও মুক্তি পাবে 'অ্যানিম্যাল' ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.