ETV Bharat / entertainment

বুর্জ খলিফায় রণবীর কাপুরের 'অ্যানিম্যাল', প্রকাশ্যে নতুন গানও - অ্যানিম্যাল

Animal Teaser Lights up Burj Khalifa: বুর্জ খলিফায় দেখা গেল রণবীর কাপুরের 'অ্যানিম্যাল' ৷ সোশাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল ৷

Etv Bharat
বুর্জ খলিফায় রণবীর কাপুরের 'অ্যানিম্যাল'
author img

By PTI

Published : Nov 18, 2023, 4:19 PM IST

দুবাই, 18 নভেম্বর: দুবাইয়ের বুর্জ খলিফা আলোকিত হল 'অ্যানিম্যাল' টিজারে ৷ দীর্ঘ সময় ধরেই এই ছবি এসেছে আলোচনার শিখরে ৷ 'ব্রহ্মাস্ত্র: পার্ট- 1 শিবা'-তে রণবীর কাপুরকে নয়া রূপে পেয়েছে দর্শক ৷ 'অ্যানিম্যাল' ছবিতেও সেই চমক অব্যাহত ৷ টিজার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রণবীর, ববি দেওল-সহ অন্যান্যরা ৷

শুক্রবার রাতে 60 সেকেন্ডের টিজার জায়গা পায় পৃথিবীর উঁচু বিল্ডিং বুর্জ খলিফাতে ৷ সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় আসতেই নিমেষে ভাইরাল হয়ে যায় ৷ এদিন রণবীর ও ভূষণ কুমারকে দেখা গিয়েছে কালো রঙের পোশাকে ৷ ববি দেওলকে দেখা গিয়েছে সাদা শার্টের সঙ্গে নীল রঙের ডেনিমে ৷ সন্দীপ রেড্ডি ভানগা পরিচালিত এই ছবিতে রণবীর, ববির সঙ্গে মূল চরিত্রে দেখা যাবে অনিল কাপুর ও রশ্মিকা মন্দানাকে ৷

ছবির প্রযোজনা সংস্থার তরফ থেকের রণবীর কাপুরের জন্মদিন অর্থাৎ 28 সেপ্টেম্বর অফিসিয়াল টিজার প্রকাশ্যে আনা হয় ৷ ভিডিয়ো দেখে আন্দাজ করা গিয়েছে, অন্ধকার জগতের সঙ্গে যুক্ত অনিল কাপুর, যাঁকে রণবীর কাপুরের বাবার চরিত্রে দেখা যাবে ৷ তাঁর সঙ্গে ছেলে রণবীরের সম্পর্ক খুব একটা ভালো নয় ৷ তারপর কীভাবে বাবার পথেই হাঁটতে শুরু করেন রণবীর, সেটা নিয়েই এগিয়েছে ছবির গল্প ৷ এর আগে সন্দীপ 'অর্জুন রেড্ডি' ও 'কবীর সিং' বানিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ইতিমধ্যেই ছবির গান 'সৎরঙ্গা' ও 'পাপা মেরি জান', 'হুয়া ম্যায়' মুক্তি পেয়েছে ইউটিউবে ৷ তার মধ্যে প্রীতমের সুরে রাঘব চৈতন্য ও প্রীতমের কণ্ঠে 'হুয়া ম্যায়' গানটি ফিরতে থাকে লোকের মুখে মুখে ৷ পাশাপাশি, শনিবার ছবির চতুর্থ গান মুক্তি পেয়েছে সোশাল মিডিয়ায় ৷ আর্জন ভ্যাল্লি গানটি গেয়েছেন ভূপিন্দর বাব্বল ৷ গানটি লিখেছেন গায়ক স্বয়ং ৷ 'অ্যানিম্যাল' হিন্দি, তেলুগু, তামিল, কন্নড় ও মালয়লম ভাষায় মুক্তি পাবে পয়লা ডিসেম্বর ৷

আরও পড়ুন:

1. টাইগার 3'র সাকসেস মঞ্চে ইমরানকে আদর, ক্যাটরিনাকে স্কার্ফ উপহার সলমনের, দেখুন ভিডিয়ো

2. বিশ্বকাপের ফাইনালে মঞ্চ মাতাবে 'গোতিলো' তারকা আদিত্য, থাকছেন প্রীতমও

3. 51 বছর বয়সে পুত্র সন্তানের বাবা হলেন দ্য গ্রেট খালি, ভাইরাল পরিবারের মিষ্টি ভিডিয়ো

দুবাই, 18 নভেম্বর: দুবাইয়ের বুর্জ খলিফা আলোকিত হল 'অ্যানিম্যাল' টিজারে ৷ দীর্ঘ সময় ধরেই এই ছবি এসেছে আলোচনার শিখরে ৷ 'ব্রহ্মাস্ত্র: পার্ট- 1 শিবা'-তে রণবীর কাপুরকে নয়া রূপে পেয়েছে দর্শক ৷ 'অ্যানিম্যাল' ছবিতেও সেই চমক অব্যাহত ৷ টিজার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রণবীর, ববি দেওল-সহ অন্যান্যরা ৷

শুক্রবার রাতে 60 সেকেন্ডের টিজার জায়গা পায় পৃথিবীর উঁচু বিল্ডিং বুর্জ খলিফাতে ৷ সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় আসতেই নিমেষে ভাইরাল হয়ে যায় ৷ এদিন রণবীর ও ভূষণ কুমারকে দেখা গিয়েছে কালো রঙের পোশাকে ৷ ববি দেওলকে দেখা গিয়েছে সাদা শার্টের সঙ্গে নীল রঙের ডেনিমে ৷ সন্দীপ রেড্ডি ভানগা পরিচালিত এই ছবিতে রণবীর, ববির সঙ্গে মূল চরিত্রে দেখা যাবে অনিল কাপুর ও রশ্মিকা মন্দানাকে ৷

ছবির প্রযোজনা সংস্থার তরফ থেকের রণবীর কাপুরের জন্মদিন অর্থাৎ 28 সেপ্টেম্বর অফিসিয়াল টিজার প্রকাশ্যে আনা হয় ৷ ভিডিয়ো দেখে আন্দাজ করা গিয়েছে, অন্ধকার জগতের সঙ্গে যুক্ত অনিল কাপুর, যাঁকে রণবীর কাপুরের বাবার চরিত্রে দেখা যাবে ৷ তাঁর সঙ্গে ছেলে রণবীরের সম্পর্ক খুব একটা ভালো নয় ৷ তারপর কীভাবে বাবার পথেই হাঁটতে শুরু করেন রণবীর, সেটা নিয়েই এগিয়েছে ছবির গল্প ৷ এর আগে সন্দীপ 'অর্জুন রেড্ডি' ও 'কবীর সিং' বানিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ইতিমধ্যেই ছবির গান 'সৎরঙ্গা' ও 'পাপা মেরি জান', 'হুয়া ম্যায়' মুক্তি পেয়েছে ইউটিউবে ৷ তার মধ্যে প্রীতমের সুরে রাঘব চৈতন্য ও প্রীতমের কণ্ঠে 'হুয়া ম্যায়' গানটি ফিরতে থাকে লোকের মুখে মুখে ৷ পাশাপাশি, শনিবার ছবির চতুর্থ গান মুক্তি পেয়েছে সোশাল মিডিয়ায় ৷ আর্জন ভ্যাল্লি গানটি গেয়েছেন ভূপিন্দর বাব্বল ৷ গানটি লিখেছেন গায়ক স্বয়ং ৷ 'অ্যানিম্যাল' হিন্দি, তেলুগু, তামিল, কন্নড় ও মালয়লম ভাষায় মুক্তি পাবে পয়লা ডিসেম্বর ৷

আরও পড়ুন:

1. টাইগার 3'র সাকসেস মঞ্চে ইমরানকে আদর, ক্যাটরিনাকে স্কার্ফ উপহার সলমনের, দেখুন ভিডিয়ো

2. বিশ্বকাপের ফাইনালে মঞ্চ মাতাবে 'গোতিলো' তারকা আদিত্য, থাকছেন প্রীতমও

3. 51 বছর বয়সে পুত্র সন্তানের বাবা হলেন দ্য গ্রেট খালি, ভাইরাল পরিবারের মিষ্টি ভিডিয়ো

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.