ETV Bharat / entertainment

পিছিয়ে পড়ল 'সঞ্জু', রণবীরের কেরিয়ারে ইতিহাস গড়ল 'অ্যানিম্যাল'

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 9, 2023, 4:03 PM IST

Animal Worldwide Box Office Day 8: অষ্টমদিনে বক্স অফিসে 600 কোটি ছাড়ালো 'অ্যানিম্যাল' ছবির আয় ৷ বক্স অফিসের নিরিখে 'সঞ্জু' ছবিকেও পিছনে ফেলল রণবীরের এই ছবি ৷

Animal crosses Rs 600 cr mark globally
রণবীরের অভিনয় জীবনে ইতিহাস গড়ল 'অ্যানিম্যাল'

হায়দরাবাদ, 9 ডিসেম্বর: এক সপ্তাহ কাটতে না-কাটতে 'অ্যানিম্যাল' ছবির হাত ধরে ইতিহাস গড়লেন রণবীর কাপুর ৷ রণবীরের কেরিয়ারে এর চেয়ে বড় হিট ছবি আর নেই ৷ এর আগে 'সঞ্জু' ছবিটি ছিল রণবীরের সবচেয়ে সফল ছবি ৷ বিশ্বব্যাপী বক্স অফিসে এই ছবির আয় ছিল 586.85 কোটি টাকা ৷ আর ভারতে রাজকুমার হিরানির ছবিটি ব্যবসা করেছিল 342 কোটির কিছু বেশি টাকা ৷ ইতিমধ্য়েই আয়ের নিরিখে সেই ছবিকে পেরিয়ে গিয়েছে 'অ্যানিম্যাল' ৷

8 দিনের নিরিখে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবির আয় দাঁড়িয়েছে 600.67 কোটি টাকা ৷ এর আগে রণবীরের কোনও ছবি 600 কোটির ক্লাবে জায়গা করে নিতে পারেনি ৷ শুধু তাই নয়, টি সিরিজের এই ছবি বক্স অফিস সফলতার নিরিখে সেরা হিন্দি ছবির তালিকাতেও রয়েছে চতুর্থ স্থানে ৷ 'জওয়ান', 'পাঠান' এবং 'গদর 2' ছবির পাশেই জায়গা করে নিয়েছে 'অ্যানিম্যাল' ৷

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, ভারতে প্রথম দিনে 66.27 কোটি টাকা দিয়ে বক্স অফিসে খাতা খুলেছিল এই ছবি ৷ অষ্টম দিনে ভারতে 'অ্যানিম্যাল'-এর আয় ছিল 24.23 কোটি টাকা ৷ যার জেরে ছবির মোট আয় দাঁড়িয়েছে 362.11 কোটি টাকা ৷ প্রথম সপ্তাহের আয়ের নিরিখে দেখতে গেলে 'পাঠান' এবং 'জওয়ান' ছবিকেও টেক্কা দিয়েছে রশ্মিকা মন্দানা-রণবীর কাপুরের এই অ্যাকশন থ্রিলার ৷ প্রথম সপ্তাহ শেষে শাহরুখ খানের 'জওয়ান' আয় করেছিল 327 কোটি টাকার কিছু বেশি ৷ অন্যদিকে 318 কোটির কিছু বেশি ঘরে তুলেছিল 'পাঠান' ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

রণবীর কাপুর সাধারণভাবে পরিচিত চকলেট বয় হিরো হিসাবেই ৷ অ্যাকশন হিরো হিসাবে এই ছবির আগে পর্যন্ত তেমন পরিচিত ছিলেন না তিনি ৷ 'শামশেরা' ছবিতে অ্যাকশন হিরো হিসাবে রূপোলি পর্দায় জায়গা তৈরির চেষ্টা করলেও তা খুব ভালো জায়গা পায়নি বক্স অফিসে ৷ তবে এবার আর সেই সমস্যা হয়নি ৷ 'অ্যানিম্যাল'-এ তিনি অ্যাকশন অবতারে দারুণ মন কড়েছেন সকলের ৷

আরও পড়ুন:

  1. পাঠানের পর এবার 'অশ্লীলতা' বিতর্ক ফাইটারেও, দীপিকার সাহসী দৃশ্য় নিয়ে ফের সরব নেটপাড়া
  2. বিদেশেও চালিয়ে খেলছে রণবীরের অ্যানিমাল, 5 দিনেই আয় 500 কোটি ছুঁইছুঁই
  3. নেটফ্লিক্স সিইও-র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মহেশ বাবুর, কফি আড্ডায় কোন প্রজেক্টে চমক ?

হায়দরাবাদ, 9 ডিসেম্বর: এক সপ্তাহ কাটতে না-কাটতে 'অ্যানিম্যাল' ছবির হাত ধরে ইতিহাস গড়লেন রণবীর কাপুর ৷ রণবীরের কেরিয়ারে এর চেয়ে বড় হিট ছবি আর নেই ৷ এর আগে 'সঞ্জু' ছবিটি ছিল রণবীরের সবচেয়ে সফল ছবি ৷ বিশ্বব্যাপী বক্স অফিসে এই ছবির আয় ছিল 586.85 কোটি টাকা ৷ আর ভারতে রাজকুমার হিরানির ছবিটি ব্যবসা করেছিল 342 কোটির কিছু বেশি টাকা ৷ ইতিমধ্য়েই আয়ের নিরিখে সেই ছবিকে পেরিয়ে গিয়েছে 'অ্যানিম্যাল' ৷

8 দিনের নিরিখে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবির আয় দাঁড়িয়েছে 600.67 কোটি টাকা ৷ এর আগে রণবীরের কোনও ছবি 600 কোটির ক্লাবে জায়গা করে নিতে পারেনি ৷ শুধু তাই নয়, টি সিরিজের এই ছবি বক্স অফিস সফলতার নিরিখে সেরা হিন্দি ছবির তালিকাতেও রয়েছে চতুর্থ স্থানে ৷ 'জওয়ান', 'পাঠান' এবং 'গদর 2' ছবির পাশেই জায়গা করে নিয়েছে 'অ্যানিম্যাল' ৷

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, ভারতে প্রথম দিনে 66.27 কোটি টাকা দিয়ে বক্স অফিসে খাতা খুলেছিল এই ছবি ৷ অষ্টম দিনে ভারতে 'অ্যানিম্যাল'-এর আয় ছিল 24.23 কোটি টাকা ৷ যার জেরে ছবির মোট আয় দাঁড়িয়েছে 362.11 কোটি টাকা ৷ প্রথম সপ্তাহের আয়ের নিরিখে দেখতে গেলে 'পাঠান' এবং 'জওয়ান' ছবিকেও টেক্কা দিয়েছে রশ্মিকা মন্দানা-রণবীর কাপুরের এই অ্যাকশন থ্রিলার ৷ প্রথম সপ্তাহ শেষে শাহরুখ খানের 'জওয়ান' আয় করেছিল 327 কোটি টাকার কিছু বেশি ৷ অন্যদিকে 318 কোটির কিছু বেশি ঘরে তুলেছিল 'পাঠান' ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

রণবীর কাপুর সাধারণভাবে পরিচিত চকলেট বয় হিরো হিসাবেই ৷ অ্যাকশন হিরো হিসাবে এই ছবির আগে পর্যন্ত তেমন পরিচিত ছিলেন না তিনি ৷ 'শামশেরা' ছবিতে অ্যাকশন হিরো হিসাবে রূপোলি পর্দায় জায়গা তৈরির চেষ্টা করলেও তা খুব ভালো জায়গা পায়নি বক্স অফিসে ৷ তবে এবার আর সেই সমস্যা হয়নি ৷ 'অ্যানিম্যাল'-এ তিনি অ্যাকশন অবতারে দারুণ মন কড়েছেন সকলের ৷

আরও পড়ুন:

  1. পাঠানের পর এবার 'অশ্লীলতা' বিতর্ক ফাইটারেও, দীপিকার সাহসী দৃশ্য় নিয়ে ফের সরব নেটপাড়া
  2. বিদেশেও চালিয়ে খেলছে রণবীরের অ্যানিমাল, 5 দিনেই আয় 500 কোটি ছুঁইছুঁই
  3. নেটফ্লিক্স সিইও-র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মহেশ বাবুর, কফি আড্ডায় কোন প্রজেক্টে চমক ?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.