মুম্বই, 19 মে: শুক্রবার তাঁর 39তম বিবাহ বার্ষিকী উদযাপন করছেন অভিনেতা অনিল কাপুর ৷ বলিউডের এই এভারগ্রীন অভিনেতার মুখে বয়সের ছাপ বোঝা না-গেলেও বাংলা প্রবাদ মেনে 'মেঘে মেঘে বেলা গড়িয়ে গিয়েছে' অনেকটাই ৷ 1984 সালে 19 মে বান্ধবী সুনীতা কাপুরের সঙ্গে দাম্পত্য জীবন শুরু করেছিলেন অনিল ৷ দেখতে দেখতে কেটে গিয়েছে এতগুলো বছর ৷ আজ দু'জনেই একে অপরকে শুভেচ্ছা জানালেন এই বিশেষ দিনে ৷
অনিল তাঁর ইনস্টাগ্রামে এদিন একটি দীর্ঘ পোস্ট করেছেন ৷ তিনি লেখেন, "আমাদের প্রেমের 50 বছর পূর্ণ হল ৷ অভিনন্দন ৷ আমাদের এই দুরন্ত প্রেমের গল্প যা গত 50 বছর ধরে চলেছে যেন আগামীতেও চলতে থাকে ৷ 11 বছর ধরে প্রেম আর তারপর বিয়ের পর 39টা বছর তুমি যে কীভাবে সবটা পরিচালনা করলে তা হয়তো আমি কোনও দিন বুঝতে পারব না ৷ তোমার ধৈর্যের কাহিনি নিয়ে তো ওদের ব্যালাড লেখা উচিত ৷...শুভ বিবাহ বার্ষিকী আমার চিরকালের প্রিয়তমা ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
স্ত্রী সুনীতা অবশ্য় খুব সংক্ষেপে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন, "অনিলের সঙ্গে বিয়ের 39 বছর পার, সম্পর্কের তো আরও 11 বছর ৷ সত্যিই কী দ্রুত সময় উড়ে চলে যায় ৷ শুভ বিবাহ বার্ষিকী 'স্বামী' ৷ তোমায় অসংখ্য ধন্যবাদ আমাদের জীবনকে এত খুশিতে ভরিয়ে দেওয়ার জন্য ৷ আর এই পথ চলাকে আরও সহজ করে তোলার জন্য ৷"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
একইভাবে বাবা-মাকে শুভেচ্ছা জানিয়েছেন সোনম কাপুরও ৷ তিনি লিখেছেন, "শুভেচ্ছা তোমরা পৃথিবীর সবচেয়ে সেরা বাবা-মা ৷ না চাইতেই যাদের কাছে প্রচুর ভালোবাসা পেয়েছি ৷" প্রসঙ্গত, সুনীতার-অনিলের প্রেমের প্রায় 50 বছর পার হয়েছে একথা জানিয়েছেন তাঁরা নিজেরাই ৷ বর্তমানে অনিলের বয়স 66 আর সুনীতার 58 বছর ৷ অর্থাৎ সুনীতার যখন 8 বছর বয়স তখন থেকেই অনিলকে ভালোবাসতে শুরু করেন তিনি ৷ ছেলেবেলার এই সাথীর সঙ্গে বিয়ে গল্পে হলেও বাস্তবের মাটিতে খুব ঘটেনা ৷ তাই অনিল-সুনীতার সম্পর্কটা যে স্পেশাল তা বলতেই হয় ৷