ETV Bharat / entertainment

Ananya Ishaan Break up : শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টরের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করলেন অনন্যা ? - Ananya Panday and Ishaan Khatter break up

ঈশান খট্টরের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ ঘটেছে বলিসুন্দরী অনন্যা পান্ডের ৷ এমনই গুঞ্জন ছড়াল সোশ্যাল মিডিয়ায় (Ishaan Khatter and Ananya Panday break up ) ৷

Ananya Ishaan Break up
শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টরের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করলেন অনন্যা ?
author img

By

Published : Apr 5, 2022, 4:46 PM IST

হায়দরাবাদ, 5 এপ্রিল : বলিসুন্দরী অনন্যা পান্ডে এবং ঈশান খট্টরের সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন কিছু নয় ৷ কিন্তু সোশ্যাল মিডিয়ায় এবার রীতিমত শোরগোল ফেলে দিল অনন্যার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের খবর (Ishaan Khatter and Ananya Panday break up) ৷ শোনা যাচ্ছে, তিন বছর সম্পর্কে থাকার পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দু'জনেই ৷ যদিও কোনও তরফ থেকেই এবিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া আসেনি ৷ প্রসঙ্গত তাঁরা আদৌ সম্পর্কে রয়েছেন কি না তাও সামনাসামনি কখনওই স্বীকার করেননি কেউই ৷

বলিউড অভিনেতা শাহিদ কাপুরের ছোট ভাই ঈশান খট্টর এবং চাঙ্কি কন্যা অনন্যা প্রথম একসঙ্গে স্ক্রিনশেয়ার করেছিলেন 'খালিপিলি' ছবিতে ৷ এরপর শাহিদের জন্মদিনে একসঙ্গে দেখা যায় এই যুগলকে ৷ তাঁরা অবশ্য প্রেমের সম্পর্কের কথা মোটেই স্বীকার করেননি ৷ বরং বারবারই জানিয়েছেন তাঁরা একে অপরের খুব ভাল বন্ধু ৷ কিন্তু তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে গুঞ্জন একটা ছিল, তা বলাই বাহুল্য ৷

আরও পড়ুন : কবে গাঁটছড়া বাঁধছেন আলিয়া-রণবীর ? সামনে এল দিনক্ষণ

এর আগে অবশ্য় জাহ্নবী কাপুরের সঙ্গেও নাম জড়িয়ে ছিল ঈশানের ৷ সেসময় 'ধড়ক' ছবিতে স্ক্রিনশেয়ার করেন ঈশান-জাহ্নবী ৷ যদিও প্রকাশ্যে তাঁরা একে অপরকে ভাল বন্ধু বলেই জানিয়েছিলেন ৷ এরপর 'খালিপিলি' ছবির সেট থেকে অনন্যা ঈশানের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয় ৷ কাজের কথা বলতে গেলে নিজের শেষ ছবি 'গেহরাইয়াঁ'-তে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন অনন্যা ৷ অন্য়দিকে ঈশানকে শেষ দেখা গেছে 'ডোন্ট লুক আপ' ছবিতে ৷ এরপরের ছবিতে সিদ্ধান্ত চতুর্বেদী এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি ৷

হায়দরাবাদ, 5 এপ্রিল : বলিসুন্দরী অনন্যা পান্ডে এবং ঈশান খট্টরের সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন কিছু নয় ৷ কিন্তু সোশ্যাল মিডিয়ায় এবার রীতিমত শোরগোল ফেলে দিল অনন্যার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের খবর (Ishaan Khatter and Ananya Panday break up) ৷ শোনা যাচ্ছে, তিন বছর সম্পর্কে থাকার পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দু'জনেই ৷ যদিও কোনও তরফ থেকেই এবিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া আসেনি ৷ প্রসঙ্গত তাঁরা আদৌ সম্পর্কে রয়েছেন কি না তাও সামনাসামনি কখনওই স্বীকার করেননি কেউই ৷

বলিউড অভিনেতা শাহিদ কাপুরের ছোট ভাই ঈশান খট্টর এবং চাঙ্কি কন্যা অনন্যা প্রথম একসঙ্গে স্ক্রিনশেয়ার করেছিলেন 'খালিপিলি' ছবিতে ৷ এরপর শাহিদের জন্মদিনে একসঙ্গে দেখা যায় এই যুগলকে ৷ তাঁরা অবশ্য প্রেমের সম্পর্কের কথা মোটেই স্বীকার করেননি ৷ বরং বারবারই জানিয়েছেন তাঁরা একে অপরের খুব ভাল বন্ধু ৷ কিন্তু তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে গুঞ্জন একটা ছিল, তা বলাই বাহুল্য ৷

আরও পড়ুন : কবে গাঁটছড়া বাঁধছেন আলিয়া-রণবীর ? সামনে এল দিনক্ষণ

এর আগে অবশ্য় জাহ্নবী কাপুরের সঙ্গেও নাম জড়িয়ে ছিল ঈশানের ৷ সেসময় 'ধড়ক' ছবিতে স্ক্রিনশেয়ার করেন ঈশান-জাহ্নবী ৷ যদিও প্রকাশ্যে তাঁরা একে অপরকে ভাল বন্ধু বলেই জানিয়েছিলেন ৷ এরপর 'খালিপিলি' ছবির সেট থেকে অনন্যা ঈশানের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয় ৷ কাজের কথা বলতে গেলে নিজের শেষ ছবি 'গেহরাইয়াঁ'-তে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন অনন্যা ৷ অন্য়দিকে ঈশানকে শেষ দেখা গেছে 'ডোন্ট লুক আপ' ছবিতে ৷ এরপরের ছবিতে সিদ্ধান্ত চতুর্বেদী এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.