ETV Bharat / entertainment

Vijay Devarakonda খোলামেলা আড্ডায় বলিউডে পা রাখার অনুভূতি ভাগ করে নিলেন বিজয়

author img

By

Published : Aug 25, 2022, 10:29 PM IST

অ্য়াকশন প্যাকড এন্টারটেইনার লাইগার ছবির হাত ধরে বিজয় পা রাখলেন বলিউডে (Vijay Deverkonda Bollywood debut)৷ ছবি নিয়ে তাঁর সমস্ত অনুভূতি তিনি ভাগ করে নিলেন ইটিভি ভারতের সঙ্গে ৷ জানালেন ঠিক কেমন ছিল তাঁর অভিজ্ঞতা (exclusive interview with Vijay Devarakonda ) ৷

An exclusive interview with Vijay Devarakonda
খোলামেলা আড্ডায় বলিউডে পা রাখার অনুভূতি ভাগ করে নিলেন বিজয়

মুম্বই, 25 অগস্ট: লাগাতার বক্সঅফিসে ব্যর্থতা, বয়কট স্লোগান নিয়ে এখন রীতিমতো জর্জরিত বলিউড ৷ মুখ থুবড়ে পড়েছে একের পর এক সুপারস্টারদের ছবি ৷ আলিয়ার 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি', কার্তিক আরিয়ানের 'ভুল ভুলাইয়া 2' আর বিবেক অগ্নিহোত্রী 'দ্য কাশ্মীর ফাইলস'-কে দূরে সরিয়ে রাখলে অক্ষয় কুমার, আমির খান, অজয় দেবগণ, রণবীর কাপুর প্রত্যেকের ছবিই মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে ৷

অন্যদিকে একের পর এক প্যান-ইন্ডিয়া দক্ষিণী ছবি বাজারে ভীষণরকম সফল ৷ 'কেজিএফ 2', 'পুষ্পা', 'আরআরআর'-এর নাম মানুষের মুখে মুখে ৷ ফের একবার এমনই একটি অ্য়াকশন প্যাকড এন্টারটেইনার 'লাইগার' ছবির হাত ধরে বিজয় দেবেরাকোণ্ডা পা রাখলেন বলিউডে (Vijay Deverkonda Bollywood debut)৷ প্রথম দিন কেমন সাফল্য পাবে তা জানতে অবশ্য় জানতে কিছুটা সময় লাগবে(Ligar movie release ) ৷

Vijay Devarakonda
অ্য়াকশন প্যাকড এন্টারটেইনার লাইগার ছবির হাত ধরে বিজয় পা রাখলেন বলিউডে

তবে ইটিভি ভারতের প্রতিনিধি কীর্তিকুমার কদমের সঙ্গে ছবি মুক্তির ঠিক আগে নিজের অনুভূতি শেয়ার করে নিয়েছেন দক্ষিণী নায়ক বিজয় দেবেরাকোণ্ডা (exclusive interview with Vijay Devarakonda )৷ বিজয় বলেন, "'লাইগার' ছবির মাধ্যমে বলিউডে আমার অভিষেক হচ্ছে । আমি খুব ভালো অভ্যর্থনা পাচ্ছি ৷ ইন্ডাস্ট্রির সমর্থন তো বটেই দর্শকদের কাছ থেকেও প্রচুর ভালোবাসা পাচ্ছি । আসলেই আমি ভাবছি কেন এত মানুষ আমাকে এত ভালোবাসে । যদিও আমি এর আগে কোনও হিন্দি ছবি করিনি, আমি এবং অনন্যা যেখানেই যাই সেখানে হাজার হাজার মানুষ উপস্থিত থাকে । জানি না বলিউডের দর্শকদের ভালোবাসার প্রতিক্রিয়া কীভাবে পাব । "

তিনি আরও বলেন, "কেউ বলছেন আমার ইনোসেন্স তাঁদের পছন্দ কেউ বলেছেন আমার স্টাইল তাঁদের পছন্দ ৷ আসলে এখানে অনেকেই আমার ছবিগুলি প্রথম ডাব-ভার্সনে দেখেছেন এবং সেগুলি দারুণ পছন্দ করেছেন ৷" 'লাইগার' ছবিতে তাঁর চরিত্রটি ঠিক কী রকম তা বলতে গিয়ে বিজয় বলেন, "যখন পুরী স্যার আমাকে এই বিষয়ে বলেন, আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই । তিনি আমার চোখের সামনে পুরো ছবিটা তৈরি করে দিয়েছিলেন । কিন্তু কীভাবে এই চরিত্রে অভিনয় করা যায় তা নিয়ে তখন ভাবতে শুরু করি । আমি কী করব সে সম্পর্কে আমার ধারণা ছিল কিন্তু আমি জানতাম না কীভাবে করব । ছবিতে অনেক অ্যাকশন আছে তাই আমাকে শারীরিকভাবে ভীষণ ফিট থাকতে হয়েছে ।"

ছবির জন্য় নানা ধরণের ট্রেনিং করতে হয়েছে তাঁকে ৷ এমনকী থাইল্যান্ডে স্পেশাল ফিটনেস ট্রেনিংও করতে হয়েছে ৷ বিজয়ের কথায়, "এই ছবিতে, আমি এমন একটি চরিত্রে অভিনয় করছি যা আমার ব্যক্তিত্বের সম্পূর্ণ বিপরীত ৷ কাজটা অবশ্যই সহজ ছিল না । কিন্তু এই চরিত্রে অভিনয় করে আমি আমার 'কমফোর্ট জোনের' বাইরে গিয়ে কাজ করতে পেরেছি, যা আমাকে তৃপ্তি দিয়েছে ।"

ঈশ্বরে ভীষণ বিশ্বাস করেন বিজয় ৷ তাঁর কথায়, "আমি খুবই আধ্যাত্মিক । আমি আশ্রমে পড়াশোনা করেছি । ভোর পাঁচটায় আমাদের দিন শুরু হতো তারপর ভজনের অনুষ্ঠান হত । এই আধ্যাত্মিক ধারাটি আমার মায়ের কাছ থেকে এসেছে ।" বিজয়ের কথায়, "ইয়ং জেনারেশনের ভালোবাসাই আমার সাফল্য । আমি মনে করি অর্জুন রেড্ডি কলেজের তরুণীদের জন্যই সুপার হিট ।"

ছবিতে বিজয়ের চরিত্রটি তোতলা ৷ তাঁর আবার রাগও প্রচণ্ড ৷ বিজয় জানিয়েছেন, আদতে এই ধরনের ত্রুটিপূর্ণ চরিত্রে অভিনয় করতেই তাঁর ভালো লাগে ৷ তিনি বলেন, "আমি মনে করি প্রত্যেক মানুষের কিছু দোষ আছে । এই ধরনের চরিত্রের কিছু দুর্বলতা আমাকে মুগ্ধ করে ।"

Vijay Devarakonda
ইটিভি ভারতের প্রতিনিধি কীর্তিকুমার কদমের সঙ্গে ছবি মুক্তির ঠিক আগে নিজের অনুভূতি শেয়ার করে নিয়েছেন দক্ষিণী নায়ক বিজয় দেবেরাকোণ্ডা

আরও পড়ুন: 15 দিন পর জ্ঞান ফিরল রাজু শ্রীবাস্তবের

'লাইগার' ছবিতে 17 বছর বয়সি 'ইন্ডিয়ান আইডল' তারকা শনমুখপ্রিয়াকে গান গাওয়ার সুযোগ দিয়েছেন বিজয় (Vijay on Her Fan) ৷ তিনি বলেন, "আমাকে জানানো হয়েছিল যে শনমুখপ্রিয়া সবসময় বলে তার প্রিয় অভিনেতা হলেন বিজয় । সেই শোয়ের ফাইনালে আমাকে তার জন্য একটি ভিডিয়ো বার্তা দেওয়ার অনুরোধ করা হয়েছিল । আমি আমার এই প্রতিভাবান অনুরাগীর জন্য কিছু করতে চেয়েছিলাম । তাই শুধু একটি বার্তা পাঠানোর পরিবর্তে, আমি তাকে জিজ্ঞাসা করেছি যে সে আমার ছবির জন্য গান করবে কিনা । অবশ্যই তার আগে আমি তার কাজ দেখেছি এবং আমাদের প্রযোজকদের দেখিয়েছি । সে রাজি হয়েছিল এবং আমরা তাকে 'লাইগার'-এর জন্য প্লেব্যাক গাওয়ার সুযোগ দিয়েছিলাম ।"

মুম্বই, 25 অগস্ট: লাগাতার বক্সঅফিসে ব্যর্থতা, বয়কট স্লোগান নিয়ে এখন রীতিমতো জর্জরিত বলিউড ৷ মুখ থুবড়ে পড়েছে একের পর এক সুপারস্টারদের ছবি ৷ আলিয়ার 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি', কার্তিক আরিয়ানের 'ভুল ভুলাইয়া 2' আর বিবেক অগ্নিহোত্রী 'দ্য কাশ্মীর ফাইলস'-কে দূরে সরিয়ে রাখলে অক্ষয় কুমার, আমির খান, অজয় দেবগণ, রণবীর কাপুর প্রত্যেকের ছবিই মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে ৷

অন্যদিকে একের পর এক প্যান-ইন্ডিয়া দক্ষিণী ছবি বাজারে ভীষণরকম সফল ৷ 'কেজিএফ 2', 'পুষ্পা', 'আরআরআর'-এর নাম মানুষের মুখে মুখে ৷ ফের একবার এমনই একটি অ্য়াকশন প্যাকড এন্টারটেইনার 'লাইগার' ছবির হাত ধরে বিজয় দেবেরাকোণ্ডা পা রাখলেন বলিউডে (Vijay Deverkonda Bollywood debut)৷ প্রথম দিন কেমন সাফল্য পাবে তা জানতে অবশ্য় জানতে কিছুটা সময় লাগবে(Ligar movie release ) ৷

Vijay Devarakonda
অ্য়াকশন প্যাকড এন্টারটেইনার লাইগার ছবির হাত ধরে বিজয় পা রাখলেন বলিউডে

তবে ইটিভি ভারতের প্রতিনিধি কীর্তিকুমার কদমের সঙ্গে ছবি মুক্তির ঠিক আগে নিজের অনুভূতি শেয়ার করে নিয়েছেন দক্ষিণী নায়ক বিজয় দেবেরাকোণ্ডা (exclusive interview with Vijay Devarakonda )৷ বিজয় বলেন, "'লাইগার' ছবির মাধ্যমে বলিউডে আমার অভিষেক হচ্ছে । আমি খুব ভালো অভ্যর্থনা পাচ্ছি ৷ ইন্ডাস্ট্রির সমর্থন তো বটেই দর্শকদের কাছ থেকেও প্রচুর ভালোবাসা পাচ্ছি । আসলেই আমি ভাবছি কেন এত মানুষ আমাকে এত ভালোবাসে । যদিও আমি এর আগে কোনও হিন্দি ছবি করিনি, আমি এবং অনন্যা যেখানেই যাই সেখানে হাজার হাজার মানুষ উপস্থিত থাকে । জানি না বলিউডের দর্শকদের ভালোবাসার প্রতিক্রিয়া কীভাবে পাব । "

তিনি আরও বলেন, "কেউ বলছেন আমার ইনোসেন্স তাঁদের পছন্দ কেউ বলেছেন আমার স্টাইল তাঁদের পছন্দ ৷ আসলে এখানে অনেকেই আমার ছবিগুলি প্রথম ডাব-ভার্সনে দেখেছেন এবং সেগুলি দারুণ পছন্দ করেছেন ৷" 'লাইগার' ছবিতে তাঁর চরিত্রটি ঠিক কী রকম তা বলতে গিয়ে বিজয় বলেন, "যখন পুরী স্যার আমাকে এই বিষয়ে বলেন, আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই । তিনি আমার চোখের সামনে পুরো ছবিটা তৈরি করে দিয়েছিলেন । কিন্তু কীভাবে এই চরিত্রে অভিনয় করা যায় তা নিয়ে তখন ভাবতে শুরু করি । আমি কী করব সে সম্পর্কে আমার ধারণা ছিল কিন্তু আমি জানতাম না কীভাবে করব । ছবিতে অনেক অ্যাকশন আছে তাই আমাকে শারীরিকভাবে ভীষণ ফিট থাকতে হয়েছে ।"

ছবির জন্য় নানা ধরণের ট্রেনিং করতে হয়েছে তাঁকে ৷ এমনকী থাইল্যান্ডে স্পেশাল ফিটনেস ট্রেনিংও করতে হয়েছে ৷ বিজয়ের কথায়, "এই ছবিতে, আমি এমন একটি চরিত্রে অভিনয় করছি যা আমার ব্যক্তিত্বের সম্পূর্ণ বিপরীত ৷ কাজটা অবশ্যই সহজ ছিল না । কিন্তু এই চরিত্রে অভিনয় করে আমি আমার 'কমফোর্ট জোনের' বাইরে গিয়ে কাজ করতে পেরেছি, যা আমাকে তৃপ্তি দিয়েছে ।"

ঈশ্বরে ভীষণ বিশ্বাস করেন বিজয় ৷ তাঁর কথায়, "আমি খুবই আধ্যাত্মিক । আমি আশ্রমে পড়াশোনা করেছি । ভোর পাঁচটায় আমাদের দিন শুরু হতো তারপর ভজনের অনুষ্ঠান হত । এই আধ্যাত্মিক ধারাটি আমার মায়ের কাছ থেকে এসেছে ।" বিজয়ের কথায়, "ইয়ং জেনারেশনের ভালোবাসাই আমার সাফল্য । আমি মনে করি অর্জুন রেড্ডি কলেজের তরুণীদের জন্যই সুপার হিট ।"

ছবিতে বিজয়ের চরিত্রটি তোতলা ৷ তাঁর আবার রাগও প্রচণ্ড ৷ বিজয় জানিয়েছেন, আদতে এই ধরনের ত্রুটিপূর্ণ চরিত্রে অভিনয় করতেই তাঁর ভালো লাগে ৷ তিনি বলেন, "আমি মনে করি প্রত্যেক মানুষের কিছু দোষ আছে । এই ধরনের চরিত্রের কিছু দুর্বলতা আমাকে মুগ্ধ করে ।"

Vijay Devarakonda
ইটিভি ভারতের প্রতিনিধি কীর্তিকুমার কদমের সঙ্গে ছবি মুক্তির ঠিক আগে নিজের অনুভূতি শেয়ার করে নিয়েছেন দক্ষিণী নায়ক বিজয় দেবেরাকোণ্ডা

আরও পড়ুন: 15 দিন পর জ্ঞান ফিরল রাজু শ্রীবাস্তবের

'লাইগার' ছবিতে 17 বছর বয়সি 'ইন্ডিয়ান আইডল' তারকা শনমুখপ্রিয়াকে গান গাওয়ার সুযোগ দিয়েছেন বিজয় (Vijay on Her Fan) ৷ তিনি বলেন, "আমাকে জানানো হয়েছিল যে শনমুখপ্রিয়া সবসময় বলে তার প্রিয় অভিনেতা হলেন বিজয় । সেই শোয়ের ফাইনালে আমাকে তার জন্য একটি ভিডিয়ো বার্তা দেওয়ার অনুরোধ করা হয়েছিল । আমি আমার এই প্রতিভাবান অনুরাগীর জন্য কিছু করতে চেয়েছিলাম । তাই শুধু একটি বার্তা পাঠানোর পরিবর্তে, আমি তাকে জিজ্ঞাসা করেছি যে সে আমার ছবির জন্য গান করবে কিনা । অবশ্যই তার আগে আমি তার কাজ দেখেছি এবং আমাদের প্রযোজকদের দেখিয়েছি । সে রাজি হয়েছিল এবং আমরা তাকে 'লাইগার'-এর জন্য প্লেব্যাক গাওয়ার সুযোগ দিয়েছিলাম ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.