কলকাতা, 22 মে : "সোহাগে-আদরে বাঁধা পড়ে আমি ভালবেসে যাই ..."
পরম স্নেহে স্বাতীলেখা সেনগুপ্তের চুল আঁচড়ে দিচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ৷ আর ব্যাকগ্রাউন্ডে উপরোক্ত গানের সুরে আপাতত বুঁদ বাঙালি ৷ 'বেলাশেষে'-র সাত বছর পর ছবির সিক্যুয়েল 'বেলাশুরু' নিয়ে এসেছেন পরিচালক ডুয়ো শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় ৷ তবে ছবির ইউএসপি লুকিয়ে অন্য জায়গায় ৷ শীর্ষ চরিত্রে অভিনয় করা অভিনেতা-অভিনেত্রীর প্রয়াণের পর ছবি মুক্তির ঘটনা কেবল বাংলা নয়, ভারতীয় সিনেমায় নজিরবিহীন ৷ ছবি মুক্তির তিনদিনের মাথায় 'বেলাশুরু'-র টপিক্যালের মধ্যে তাই প্রবাদপ্রতিম সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্তকে মরণোত্তর সম্মান জানাল আমূল (Amul pays tribute to Soumitra Chatterjee and Swatilekha Sengupta) ৷
দেশের বৃহত্তম ডেয়ারি ব্র্যান্ড সোমবার সকালে নিজেদের অফিসিয়াল অ্যাকাউন্টে সৌমিত্র-স্বাতীলেখার গ্র্যাফিক্স টপিক্যাল আকারে পোস্ট করে ৷ যেখানে আমূল গার্লকেও দেখা যাচ্ছে ৷ টপিক্যালের ক্যাপশনে লেখা, 'দিজ বেলা উইল নেভার এন্ড ৷ আমূল টেস্ট ইসে শুরু ৷" বাংলায় যার তর্জমা করলে দাঁড়ায়, "এ বেলা কখনও শেষ হওয়ার নয় ৷ স্বাদ শুরু হয় আমূলেই ৷"
আরও পড়ুন : 'তীরন্দাজ শবর' নিয়ে আড্ডায় দেবযানী চট্টোপাধ্যায়
দেশের বৃহত্তম ডেয়ারি ব্র্যান্ড তাঁদের ছবির সূত্রধর হয়ে প্রয়াত অভিনেতা-অভিনেত্রীকে সম্মান জানানোয় আপ্লুত শিবু-নন্দিতা ৷ দু'জনে আমূলের এই পোস্ট শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় ৷ 20মে মুক্তি পর উইকএন্ডে বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে 'বেলাশুরু' | প্রথম দিনেই ‘বেলাশুরু’র ব্যবসার পরিমাণ ছিল 80 শতাংশ । শনি-রবিতেও জারি ছিল সেই মসৃণ পথ চলা ৷