ETV Bharat / entertainment

Big B Wishes Bumba কাছের মানুষ বুম্বাকে শুভেচ্ছা বিগ বির - কাছের মানুষ বুম্বাকে শুভেচ্ছা বিগ বির

আগামী 30 সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে দেব প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জুটির নতুন ছবি কাছের মানুষ (Prosenjit Dev New Film Kacher Manush) ৷ এবার ছবির ট্রেলার দেখেই বুম্বাকে টুইটারে ছবির জন্য আগাম শুভেচ্ছা জানালেন বিগ বি (Big B Shares The Trailer of Kacher Manush)।

Big B Wishes Bumba
কাছের মানুষ বুম্বাকে শুভেচ্ছা বিগ বির
author img

By

Published : Aug 29, 2022, 11:51 AM IST

কলকাতা, 29 অগস্ট: আগামী 30 সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে দেব- প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত বাংলা ছবি 'কাছের মানুষ'(Prosenjit Dev New Film Kacher Manush)। সম্প্রতি হাজির হয়েছে ছবির ট্রেলার । আর সেই ট্রেলার দেখেই বুম্বাকে টুইটারে ছবির জন্য আগাম শুভেচ্ছা জানালেন বিগ বি । শুধু তাই নয় শেয়ার করলেন ছবির ট্রেলারও (Big B Shares The Trailer of Kacher Manush)৷

এদিন নিজের টুইটারে 'কাছের মানুষ' ছবির ট্রেলার শেয়ার করে তিনি লেখেন, বুম্বার জন্য সর্বদা ভালবাসা এবং শুভেচ্ছা (Big B on Prosenjit) ৷ এর সঙ্গে তিনি জুড়ে দেন দুটি লাভ ইমোজিও (Big B on Kacher Manush)। এর আগেও টলিউডের বহু ছবির প্রতি শুভেচ্ছা জানিয়ে টুইট কর‍তে দেখা গিয়েছে বড় মনের মানুষ বিগ বিকে । এমনকী এর আগে প্রসেনজিৎকে কাকাবাবু সাজে দেখার পরেও শুভেচ্ছা জানাতে ভোলেননি অমিতাভ ৷ বাংলা ছবির প্রতি তাঁর আগ্রহের কথা বোঝা যায় এখান থেকেই ৷

Big B Wishes Bumba
আগামী 30 সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে দেব প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জুটির নতুন ছবি কাছের মানুষ

এই প্রথমবার দেব এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একসঙ্গে জুটি বেঁধে বড় কাজ করছেন কোনও ছবিতে । আগের দু'টি ছবি 'জুলফিকর' এবং 'ককপিট'-এ দুজনকে একসঙ্গে সেভাবে পায়নি দর্শক । কিন্তু দু'জনেই ছিলেন ছবিতে । এবার স্বপ্নপূরণ হতে চলেছে দেবের । তাঁর বহুদিনের ইচ্ছা প্রিয় বুম্বাদাকে নিজের প্রোডাকশন হাউজের কোনও ছবিতে অভিনয় করাবেন । এবার সেই স্বপ্নপূরণ হল।

আরও পড়ুন: কারাগার দেখে দরাজ সার্টিফিকেট, সৃজিতের মূল্যায়ণে কৃতজ্ঞ চঞ্চল

ওদিকে দেবের সঙ্গে কাজ করতে পেরেও খুশি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও । তাঁর কথায়,"আমিও এক সময় সব ছবিতে ঢিসুম ঢিসুম করে গিয়েছি । এরপর ধীরে ধীরে অন্য স্বাদের ছবিও করেছি । দেবও নিজেকে ভাঙছে ধীরে ধীরে । ওর সঙ্গে কাজ করে আমিও খুশি । আমার ছেলের মোবাইলের কলার টিউন দেবের একটি বিখ্যাত ছবির গান । সুতরাং দেবের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তোলার জায়গাই নেই । চেষ্টা করেছি দু'জনে ছবিটাতে কিছু বলার । আশা করি সবার ভাল লাগবে ।"

কলকাতা, 29 অগস্ট: আগামী 30 সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে দেব- প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত বাংলা ছবি 'কাছের মানুষ'(Prosenjit Dev New Film Kacher Manush)। সম্প্রতি হাজির হয়েছে ছবির ট্রেলার । আর সেই ট্রেলার দেখেই বুম্বাকে টুইটারে ছবির জন্য আগাম শুভেচ্ছা জানালেন বিগ বি । শুধু তাই নয় শেয়ার করলেন ছবির ট্রেলারও (Big B Shares The Trailer of Kacher Manush)৷

এদিন নিজের টুইটারে 'কাছের মানুষ' ছবির ট্রেলার শেয়ার করে তিনি লেখেন, বুম্বার জন্য সর্বদা ভালবাসা এবং শুভেচ্ছা (Big B on Prosenjit) ৷ এর সঙ্গে তিনি জুড়ে দেন দুটি লাভ ইমোজিও (Big B on Kacher Manush)। এর আগেও টলিউডের বহু ছবির প্রতি শুভেচ্ছা জানিয়ে টুইট কর‍তে দেখা গিয়েছে বড় মনের মানুষ বিগ বিকে । এমনকী এর আগে প্রসেনজিৎকে কাকাবাবু সাজে দেখার পরেও শুভেচ্ছা জানাতে ভোলেননি অমিতাভ ৷ বাংলা ছবির প্রতি তাঁর আগ্রহের কথা বোঝা যায় এখান থেকেই ৷

Big B Wishes Bumba
আগামী 30 সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে দেব প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জুটির নতুন ছবি কাছের মানুষ

এই প্রথমবার দেব এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একসঙ্গে জুটি বেঁধে বড় কাজ করছেন কোনও ছবিতে । আগের দু'টি ছবি 'জুলফিকর' এবং 'ককপিট'-এ দুজনকে একসঙ্গে সেভাবে পায়নি দর্শক । কিন্তু দু'জনেই ছিলেন ছবিতে । এবার স্বপ্নপূরণ হতে চলেছে দেবের । তাঁর বহুদিনের ইচ্ছা প্রিয় বুম্বাদাকে নিজের প্রোডাকশন হাউজের কোনও ছবিতে অভিনয় করাবেন । এবার সেই স্বপ্নপূরণ হল।

আরও পড়ুন: কারাগার দেখে দরাজ সার্টিফিকেট, সৃজিতের মূল্যায়ণে কৃতজ্ঞ চঞ্চল

ওদিকে দেবের সঙ্গে কাজ করতে পেরেও খুশি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও । তাঁর কথায়,"আমিও এক সময় সব ছবিতে ঢিসুম ঢিসুম করে গিয়েছি । এরপর ধীরে ধীরে অন্য স্বাদের ছবিও করেছি । দেবও নিজেকে ভাঙছে ধীরে ধীরে । ওর সঙ্গে কাজ করে আমিও খুশি । আমার ছেলের মোবাইলের কলার টিউন দেবের একটি বিখ্যাত ছবির গান । সুতরাং দেবের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তোলার জায়গাই নেই । চেষ্টা করেছি দু'জনে ছবিটাতে কিছু বলার । আশা করি সবার ভাল লাগবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.