হায়দরাবাদ, 3 জুন: জীবনের ময়দানে হাফসেঞ্চুরি পার করেছেন বহু আগেই এবার দাম্পত্য় জীবনের হাফসেঞ্চুরি পার করে ফেললেন অমিতাভ বচ্চন ৷ বাঙালি কন্যা জয়ার সঙ্গে 'বিগ বি' কাটিয়ে ফেললেন 50টি বসন্ত ৷ অমিতাভ-জয়া জুটি যেমন বিখ্যাত রূপোলি পর্দায়, তেমনই তাঁদের বাস্তব জীবনের আখ্যানও কিন্তু কম চর্চিত নয় ৷ 1973 সালে আজকের দিনেই মুম্বইয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন 'বিগ বি' ৷
সম্প্রতি তাঁদের বিয়ের এই কাহিনি ফাঁস করেছেন অভিনেত্রী জয়া বচ্চন নিজেই ৷ পর্দার সুপারস্টার অমিতাভের নিজের বিয়ের কাহিনিতেও রয়েছে ছায়াছবির ছোঁয়া ৷ ছায়াছবিতে বহুক্ষেত্রেই দেখা যায় নায়ক বা নায়িকার বাবা মেনে নেন না সন্তানের প্রেমের সম্পর্ক ৷ বহু সাধ্যসাধনার পর রাজি হন সেই বাবা ৷ তারপর আর কী? 'মধুরেণ সমাপয়েৎ' ৷ এমন গল্প দেখলে সাধারণত কমার্শিয়াল সিনেমার ক্লিশে ছকই মনে হয় ৷ তবে ঠিক এমন ঘটনা ঘটেছিল অমিতাভ-জয়ার ক্ষেত্রেও ৷
সম্প্রতি জয়া নাতনি নব্যা নাভেলি নন্দার পডকাস্ট শো'য়ে অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর বিবাহের প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানান, তাড়াতাড়ি বিয়ে করার সিদ্ধান্তে তাঁর বাবা মোটেও খুশি ছিলেন না ৷ জয়া বলেন, "আমি অমিতাভকে বলেছিলাম, তোমাকেই আমার বাবা-মায়ের সঙ্গে কথা বলতে হবে ৷ ও ফোন করেছিল ৷ তবে আমার বাবা এটা নিয়ে খুব একটা খুশি ছিলেন না। তিনি কখনই চাননি যে আমি তাড়াতাড়ি বিয়ে করি ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
কিন্তু অমিতাভের মতো পাত্র পাওয়া তো হাতে চাঁদ পাওয়ার চেয়ে কম কিছু নয় ৷ তবে কেন জয়ার বাবা মানতে পারেননি এই সম্পর্ক ৷ জয়া বলেন, "আমরা তিন বোন ছিলাম ৷ বাবা আমাকে বলেছিলেন, শুধু পড়াশুনা করার জন্য, বিয়ে করার জন্য আর সন্তান প্রতিপালনের জন্য় আমি তোমাদের পৃথিবীতে আনিনি ৷ আমি চাই আমার তিন মেয়ে কিছু করুক ৷" বিগ বি'কে কঠিন পরিশ্রম করতে হয়েছিল তাঁকে রাজি করাতে একথাও মেনে নিয়েছেন জয়া ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' ছবির তৃতীয় পর্বের শ্যুটিং শেষ করলেন দেব
তাঁদের বিয়ে কিন্তু হওয়ার কথা ছিল অক্টোবরে, কিন্তু তাঁরা বিয়ে সেরে ফেলেন জুনেই ৷ এরও কারণ নাতনির কাছে খুলে বলেছেন জয়া ৷ অভিনেত্রী সাংসদ জানান, আসলে 'জঞ্জীর' ছবির সাফল্যের পর তাঁরা একসঙ্গে ঘুরতে যেতে চেয়েছিলেন কিন্তু বেঁকে বসেন অমিতাভের বাবা ৷ তাঁর কথা একটাই, বাইরে ঘুরতে যেতে হলে বিয়ে করে তবেই জয়াকে নিয়ে যেতে পারবেন অমিতাভ ৷ আর সেই কারণেই তাড়াহুড়ো করে বিয়ের পিঁড়িতে বসতে হয় বিগ বি'কে ৷ আর 3 জুন জয়া ভাদুড়ি হয়ে যান বচ্চন পরিবারের অন্যতম অংশ ৷