হায়দরাবাদ, 31 ডিসেম্বর: সঞ্চালকে হটসিটে বসে কখনও মজা করেছেন কখনও নিজের স্মৃতির ঝাঁপি থেকে অনেক অজানা কিছু উপহার দিয়েছেন আবার অনেকের স্বপ্ন সফল করেছেন ৷ শেষ হল টেলিভিশনের পর্দায় জনপ্রিয় শো কৌন বনেগা ক্রোড়পতির জার্নি ৷ কষ্ট চেপে শোকে বিদায় জানালেন বলিউড শাহেনশা ৷
সোনিটিভি অফিসিয়ালের পক্ষ থেকে শেয়ার করা হয়েছে একটি ভিডিয়ো ৷ সেখানে ভারাকান্ত্র কণ্ঠে বিগ বি বলেন, "বন্ধুরা আমি বিদায় নিচ্ছি ৷ কাল থেকে এই মঞ্চ আর সেজে উঠবে না ৷ নিজের কাছের লোকেদের এটা বলতে পারা যে কাল থেকে আমি আর আসব না, এই কথা বলার না সাহস হয়, এমনকী বলার ইচ্ছেও থাকে না ৷ আমি অমিতাভ বচ্চন এই মঞ্চ থেকে শেষবার বলছি শুভ রাত্রি ৷" বলা বাহুল্য, অনুরাগীদের বিদায় জানাতে গিয়ে চোখে জল এসে গিয়েছিল শাহেনশার ৷
কেবিসি 15-র শেষ পর্বে বিদ্যা বালান, শর্মিলা ঠাকুর ও সারা আলি খান উপস্থিত ছিলেন মঞ্চে ৷ সেখানে বিগ বিকে নিয়ে নানা মজাদার তথ্য শেয়ার করেন বলিউডে অভিনেত্রীরা ৷ বিদ্যা বালান জানান, ছোটবেলা থেকে কীভাবে মেগাস্টার অমিতাভ তাঁর জীবনে প্রভাব ফেলেছিল ৷ সারা আলি খান নক নক জোক নিয়ে মেতে ওঠেন হাসিঠাট্টায় ৷ মঞ্চে এসে অভিনেত্রী শর্মিলা ঠাকুর জানান, জয়া বচ্চন তাঁকে কোন নামে ডাকেন ৷
রূপোলি পর্দা থেকে একেবারে টেলিভিশনের পর্দায় অমিতাভ বচ্চনের জার্নি অবাক করার মতোই ৷ বক্সঅফিসে একের পর এক সিনেমা যখন মুখ থুবড়ে পড়ছিল তখন 2000 সালে কেবিসি শো সঞ্চালনের অফার পান শাহেনশা ৷ সেই জার্নি প্রায় দুদশক ধরে জনপ্রিয়তা ধরে রাখে ৷ কেবিসির হটসিটে বসে বিগ বির মুখে লক কিয়া জায়ে প্রশ্ন প্রতিযোগীদের হৃদয়ের ধুকপুকানি বাড়িতে দিত ৷ শুধুমাত্র একটা গেম শো থেকে বেড়িয়ে এসে কেবিসি হয়ে ওঠে সামাজিক নানা ইস্যু নিয়ে সরব হয়ে ওঠার মঞ্চ ৷ 2000 সালের জুলাই মাসে প্রথম এই শো টেলিকাস্ট হয় ৷ প্রথম বিজেতা ছিলেন হর্ষবর্ধন নাভাথে, যিনি জিতেছিলেন 1 লাখ টাকা ৷ পরবর্তী সময়ে জেতার টাকার অঙ্ক বাড়িয়ে দিয়ে হয় 2 কোটি টাকা ৷ 2006 সালে অমিতাভ বচ্চন অসুস্থ হয়ে পড়লে সেই সময়ে শো তড়িঘড়ি শেষ করা হয় ৷
এরপর 2007 সালে হটসিটে সঞ্চালকের আসনে দেখা যায় কিং খান শাহরুখকে ৷ বলা বাহুল্য, বিগ বির সঙ্গে পাল্লা জিতে পারেন না শাহরুখ খান ৷ এরপর 2010 সালে ফের কেবিসির মঞ্চে ফেরেন সিনিয়র বচ্চন ৷ জনপ্রিয়তার হাত ধরে সেই শোয়ের লাস্ট এপিসোড টেলিকাস্ট হয়েছে 29 ডিসেম্বর ৷ অমিতাভ বচ্চনের শেষবার্তায় আবেগতাড়িত হয়ে পডে়ন অনুরাগীরাও ৷
আরও পড়ুন
2. 'বক্স অফিসের কথা ভেবে ছবি বানাই না', 'সালার'-'ডাঙ্কি' বিগব্যাটলের মাঝে সাফ বার্তা রাজকুমারের
3. টিনসেল টাউনে সিনে তারকাদের ঘটনার ঘনঘটা, ফিরে দেখা শিরোনামে আসা মুহূর্তগুলি