ETV Bharat / entertainment

Amitabh Wishes Prosenjit: 'দশম অবতার' ছবির ট্রেলার দেখে অভিভূত ! বুম্বাদাকে শুভেচ্ছা জানালেন অমিতাভ - Prosenjit Chatterjee Dawshom Awbotaar

পুজোয় মুক্তি পেতে চলেছে প্রসেনজিৎ-সৃজিত জুটির নতুন ছবি 'দশম অবতার' ৷ রবিবার মুক্তি পেয়েছে ছবির ট্রেলার ৷ আর এই ছবির ট্রেলার দেখে অভিভূত 'শাহেনশা' ৷ সোমবার সকালে তিনি টুইটে শুভেচ্ছা জানালেন বুম্বাদাকে ৷

Amitabh Wishes Prosenjit
বুম্বাকে শুভেচ্ছা বিগ বির
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2023, 11:41 AM IST

Updated : Sep 25, 2023, 12:46 PM IST

কলকাতা, 25 সেপ্টেম্বর: তিনি বাংলার জামাই ৷ তাই বাংলার প্রতি একটু আলাদা আবেগ তাঁর আছে ৷ বাংলা ছবির প্রতিও তাঁর টান মোটেই কম নয় ৷ এর আগেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবির জন্য তাঁকে শুভেচ্ছো জানিয়েছিলেন অমিতাভ বচ্চন ৷ আর এবারও 'দশম অবতার' ছবির ট্রেলার দেখার পর অনুজ অভিনেতাকে শুভেচ্ছা জানাতে ভুললেন না বলিউডের শাহেনশা ৷ সোমবার সকালে তাঁর টুইটে উঠে এল সেই কথাই ৷

রবিবার মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি 'দশম অবতার'-এর ট্রেলার ৷ 'বাইশে শ্রাবণ' এবং 'ভিঞ্চিদা' ছবির এই প্রিক্যুয়াল সবদিক থেকেই বিশেষ হতে চলেছে৷ কারণ ইন্সপেক্টর পোদ্দার এবং প্রবীর রায়চৌধুরী এবার একসঙ্গে ৷ আর ছবিতে সিরিয়াল কিলারের ভূমিকায় যিশু সেনগুপ্ত ৷ বোঝাই যায় ঠিক কতখানি জমজমাট হতে চলেছে গল্প ৷ গল্পের সিরিয়াল কিলার নাকি নিজেকে বিষ্ণুর 'দশম অবতার' মনে করে ৷ আর তাই সে ব্যস্ত সমাজের জঞ্জাল সাফ করতে ৷ সেই কারণেই একের পর এক খুন ৷ প্রসেনজিৎ এবং অনির্বাণ কি পারবেন রহস্যের জট ছাড়াতে ? উত্তর দেবে সময় ৷

ছবির ট্রেলার দেখে কিন্ত বেশ খুশি নেটিজেনরা ৷ খুশি বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনও ৷ টুইটে এদিন তিনি লেখেন, "বুম্বা সবসময়ের মতো এবারও তোমায় শুভেচ্ছা জানালাম ৷ পুজোয় আসছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি দশম অবতার ৷" এর আগেও প্রসেনজিতের 'আয় খুকু আয়' ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পরেও তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন বিগ বি ৷ লিখেছিলেন, "অল দ্য বেস্ট বুম্বা ৷"

আরও পড়ুন: এক যুগ পর খুনের কিনার করতে হাজির প্রবীর রায়চৌধুরী, 'দশম অবতার'কে ঘিরে ঘণীভূত রহস্য

ছবির ট্রেলারেই বোঝা গিয়েছে এবারও সংলাপ এই ছবির অন্যতম আকর্ষণের কারণ হতে চলেছে ৷ পুজোয় এবার একসঙ্গে মুক্তি পেতে চলেছে অনেকগুলি ছবি ৷ দেবের 'বাঘা যতীন', আবির-মিমির 'রক্তবীজ' এবং কোয়েলের 'জঙ্গলে মিতিন মাসি'র মতো ছবির পাশে কতটা লড়াই করতে পারে প্রসেনজিতের 'দশম অবতার' সেটাই এখন দেখার ৷

কলকাতা, 25 সেপ্টেম্বর: তিনি বাংলার জামাই ৷ তাই বাংলার প্রতি একটু আলাদা আবেগ তাঁর আছে ৷ বাংলা ছবির প্রতিও তাঁর টান মোটেই কম নয় ৷ এর আগেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবির জন্য তাঁকে শুভেচ্ছো জানিয়েছিলেন অমিতাভ বচ্চন ৷ আর এবারও 'দশম অবতার' ছবির ট্রেলার দেখার পর অনুজ অভিনেতাকে শুভেচ্ছা জানাতে ভুললেন না বলিউডের শাহেনশা ৷ সোমবার সকালে তাঁর টুইটে উঠে এল সেই কথাই ৷

রবিবার মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি 'দশম অবতার'-এর ট্রেলার ৷ 'বাইশে শ্রাবণ' এবং 'ভিঞ্চিদা' ছবির এই প্রিক্যুয়াল সবদিক থেকেই বিশেষ হতে চলেছে৷ কারণ ইন্সপেক্টর পোদ্দার এবং প্রবীর রায়চৌধুরী এবার একসঙ্গে ৷ আর ছবিতে সিরিয়াল কিলারের ভূমিকায় যিশু সেনগুপ্ত ৷ বোঝাই যায় ঠিক কতখানি জমজমাট হতে চলেছে গল্প ৷ গল্পের সিরিয়াল কিলার নাকি নিজেকে বিষ্ণুর 'দশম অবতার' মনে করে ৷ আর তাই সে ব্যস্ত সমাজের জঞ্জাল সাফ করতে ৷ সেই কারণেই একের পর এক খুন ৷ প্রসেনজিৎ এবং অনির্বাণ কি পারবেন রহস্যের জট ছাড়াতে ? উত্তর দেবে সময় ৷

ছবির ট্রেলার দেখে কিন্ত বেশ খুশি নেটিজেনরা ৷ খুশি বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনও ৷ টুইটে এদিন তিনি লেখেন, "বুম্বা সবসময়ের মতো এবারও তোমায় শুভেচ্ছা জানালাম ৷ পুজোয় আসছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি দশম অবতার ৷" এর আগেও প্রসেনজিতের 'আয় খুকু আয়' ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পরেও তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন বিগ বি ৷ লিখেছিলেন, "অল দ্য বেস্ট বুম্বা ৷"

আরও পড়ুন: এক যুগ পর খুনের কিনার করতে হাজির প্রবীর রায়চৌধুরী, 'দশম অবতার'কে ঘিরে ঘণীভূত রহস্য

ছবির ট্রেলারেই বোঝা গিয়েছে এবারও সংলাপ এই ছবির অন্যতম আকর্ষণের কারণ হতে চলেছে ৷ পুজোয় এবার একসঙ্গে মুক্তি পেতে চলেছে অনেকগুলি ছবি ৷ দেবের 'বাঘা যতীন', আবির-মিমির 'রক্তবীজ' এবং কোয়েলের 'জঙ্গলে মিতিন মাসি'র মতো ছবির পাশে কতটা লড়াই করতে পারে প্রসেনজিতের 'দশম অবতার' সেটাই এখন দেখার ৷

Last Updated : Sep 25, 2023, 12:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.