ETV Bharat / entertainment

Big B Health Update: 'আমি সুস্থ, ব়্যাম্পে ফিরতে তৈরি', ভক্তদের আশ্বস্ত করলেন বিগ বি - আমি সুস্থ ব়্যাম্পে ফিরতে তৈরি লিখলেন বিগ বি

চোট থেকে পুরোপুরি সেরে উঠলেন বিগ বি ৷ এখন ময়দানে ফেরার জন্য় তৈরি তিনি ৷ নিজেই ভক্তদের এই সুখবর দিলেন বলিউডের শাহেনশা (Amitabh Bachchan Health Update )৷

Big B Health Update
চোট থেকে পুরোপুরি সেরে উঠলেন বিগ বি
author img

By

Published : Mar 20, 2023, 10:22 AM IST

মুম্বই, 20 মার্চ: অবশেষে সুস্থ হলেন অমিতাভ বচ্চন। কয়েকদিন আগেই হায়দরাবাদে শ্যুটিং করতে গিয়ে বেশ বড় ধরনের চোট পেয়েছিলেন বিগ বি ৷ অমিতাভের এই চোটের খবর সামনে আসা মাত্রই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তাঁর ভক্তরা ৷ তবে নিজেই পরে টুইট করে তাঁর শারীরিক অবস্থার কথা জানান অভিনেতা ৷ তিনি জানান, চোট সারিয়ে ময়দানে ফিরতে তাঁর কিছুটা সময় লাগবে ঠিকই তবে তিনি এখন সুস্থতার পথে ৷ এরপর সোমবার এল আরও একটি বড় খবর। শুধু খবর নয়, সুখবর ৷ বিগ বি নিজেই জানালেন, তাঁর চোট পুরোপুরি সেরে গিয়েছে (Amitabh Bachchan Health Update )৷

সোমবার ইনস্টা পোস্টে একটি ছবি শেয়ার করেছেন এই সুপারস্টার ৷ সেখানে তাঁকে দেখা গিয়েছে, চেনা মেজাজে স্টেজে হেঁটে আসতে ৷ ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, 'আমার সুস্থতা কামনা করে আপনারা যে প্রার্থণা করেছেন, শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন সেই সমস্তকিছুর জন্য় আপনাদের ধন্যবাদ ৷ আমি সেরে উঠেছি ৷ আশা খুব তাড়াতাড়ি ব়্যাম্পে ফিরতে পারব ৷'

তাঁর এই পোস্ট সত্যিই সোমবার সকালে মন ভালো করে দিয়েছে ফ্য়ানেদের ৷ কয়েকদিন আগেই তাঁর আসন্ন ছবি 'প্রজেক্ট কে'র একটি অ্যাকশন সিকোয়েন্সের শ্যুটিং করতে গিয়ে চোট পান এই সুপারস্টার ৷ বিগ বি নিজেই জানিয়েছিলেন চোট লেগেছিল তাঁর পাঁজরের কার্টিলেজে ৷ শুধু তাই নয় আঘাত লেগেছিল ডান পাঁজরেও ৷ আঘাতের জেরে পেশি ছিঁড়ে যায় তাঁর ৷ এই সমস্য়া থেকে সেরে উঠতে যে সময় লাগবে তা জানাই ছিল ৷ তবে অবশেষে এল সেই সুখবর ৷

আরও পড়ুন: 'মাধবীলতা'র পর 'মুকুট', শুরুর পথে শ্রাবণীর নতুন টেলিজার্নি

অভিনেতার এই পোস্টের নীচেও ভক্তরা দেশের আইকনকে অন্তরের ভালোবাসা জানাতে ভোলেননি ৷ অভিনেতা তাঁর আগামী প্রজেক্টের জন্য় জুটি বাঁধত চলেছেন প্রভাস এবং দীপিকার সঙ্গে ৷ তাঁদের এই সাই ফাই থ্রিলারটি পর্দায় আসতে চলেছে আগামী বছরের শুরুতেই ৷ এখন জোর কদমে চলেছে এই ছবির শ্য়ুটিং ৷ আগামী দিনে এই ছবি দর্শকদের মন জয় করতে পারে কি না সেটাই এখন দেখার ৷

মুম্বই, 20 মার্চ: অবশেষে সুস্থ হলেন অমিতাভ বচ্চন। কয়েকদিন আগেই হায়দরাবাদে শ্যুটিং করতে গিয়ে বেশ বড় ধরনের চোট পেয়েছিলেন বিগ বি ৷ অমিতাভের এই চোটের খবর সামনে আসা মাত্রই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তাঁর ভক্তরা ৷ তবে নিজেই পরে টুইট করে তাঁর শারীরিক অবস্থার কথা জানান অভিনেতা ৷ তিনি জানান, চোট সারিয়ে ময়দানে ফিরতে তাঁর কিছুটা সময় লাগবে ঠিকই তবে তিনি এখন সুস্থতার পথে ৷ এরপর সোমবার এল আরও একটি বড় খবর। শুধু খবর নয়, সুখবর ৷ বিগ বি নিজেই জানালেন, তাঁর চোট পুরোপুরি সেরে গিয়েছে (Amitabh Bachchan Health Update )৷

সোমবার ইনস্টা পোস্টে একটি ছবি শেয়ার করেছেন এই সুপারস্টার ৷ সেখানে তাঁকে দেখা গিয়েছে, চেনা মেজাজে স্টেজে হেঁটে আসতে ৷ ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, 'আমার সুস্থতা কামনা করে আপনারা যে প্রার্থণা করেছেন, শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন সেই সমস্তকিছুর জন্য় আপনাদের ধন্যবাদ ৷ আমি সেরে উঠেছি ৷ আশা খুব তাড়াতাড়ি ব়্যাম্পে ফিরতে পারব ৷'

তাঁর এই পোস্ট সত্যিই সোমবার সকালে মন ভালো করে দিয়েছে ফ্য়ানেদের ৷ কয়েকদিন আগেই তাঁর আসন্ন ছবি 'প্রজেক্ট কে'র একটি অ্যাকশন সিকোয়েন্সের শ্যুটিং করতে গিয়ে চোট পান এই সুপারস্টার ৷ বিগ বি নিজেই জানিয়েছিলেন চোট লেগেছিল তাঁর পাঁজরের কার্টিলেজে ৷ শুধু তাই নয় আঘাত লেগেছিল ডান পাঁজরেও ৷ আঘাতের জেরে পেশি ছিঁড়ে যায় তাঁর ৷ এই সমস্য়া থেকে সেরে উঠতে যে সময় লাগবে তা জানাই ছিল ৷ তবে অবশেষে এল সেই সুখবর ৷

আরও পড়ুন: 'মাধবীলতা'র পর 'মুকুট', শুরুর পথে শ্রাবণীর নতুন টেলিজার্নি

অভিনেতার এই পোস্টের নীচেও ভক্তরা দেশের আইকনকে অন্তরের ভালোবাসা জানাতে ভোলেননি ৷ অভিনেতা তাঁর আগামী প্রজেক্টের জন্য় জুটি বাঁধত চলেছেন প্রভাস এবং দীপিকার সঙ্গে ৷ তাঁদের এই সাই ফাই থ্রিলারটি পর্দায় আসতে চলেছে আগামী বছরের শুরুতেই ৷ এখন জোর কদমে চলেছে এই ছবির শ্য়ুটিং ৷ আগামী দিনে এই ছবি দর্শকদের মন জয় করতে পারে কি না সেটাই এখন দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.