মুম্বই, 25 অক্টোবর: ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই অভিনন্দন বার্তায় ভাসছেন ভারতীয় বংশদ্ভূত ঋষি সুনাক । ভারত থেকে ইতিমধ্যেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্যান্য় বিশিষ্টজনেরা ৷ তালিকায় রয়েছেন ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তি ৷ ঋষি সম্পর্কে তাঁর জামাতা । এবার এই তালিকায় যোগ হল বলিউডের বিগ বচ্চনের নামও ৷ সোমবার এই খবর আসার পর অমিতাভ তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লেখেন, "জয় ভারত...অবশেষে ব্রিটেন মাতৃভূমি থেকে একজন নতুন প্রধানমন্ত্রী পেল (Amitabh Bachchan on Rishi Sunak )৷"
পোস্টের সঙ্গে নিজের একটি সুন্দর ছবিও শেয়ার করেছেন বিগ বি (Amitabh reacts to Rishi Sunak becoming PM of UK)৷ সোমবার প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন ঋষি ৷ মাস দুয়েক আগে অবশ্য় এই দৌড়ে লিজ ট্রাসের কাছে পরাজিত হন তিনি ৷ বিট্রেনের নয়া প্রধামন্ত্রীর জন্ম 1980 সালে ৷ মানে তাঁর বয়স মাত্র 42 ৷ শুধু ভারতীয় নন, ব্রিটেনের গত দুশো বছরের ইতিহাসে এর আগে কোনও এশিয় প্রধানমন্ত্রী নেই ৷ তাই ঋষির চয়ন নিঃসন্দেহে একটি বড় ঘটনা ৷ এর আগে সোমবার সর্বসম্মতভাবে ব্রিটিশ কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হন ঋষি ৷ সেই পদাধিকার বলেই তিনিই হলেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ৷
আরও পড়ুন: কেমন কাটল ভিক্যাট রণলিয়ার দীপাবলি...দেখুন কিছু ঝলক...
ঋষির জন্ম সাউদাম্পটনে ৷ তাঁর পিতামাতা ভারতীয় বংশোদ্ভূত ৷ একসময় পূর্ব আফ্রিকা থেকে ব্রিটেনে চলে এসেছিল তাঁর পরিবার ৷ ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তির কন্যা অক্ষতা মূর্তির সঙ্গে বিবাহ হয় তাঁর ৷ অন্যদিকে অমিতাভকে আগামীদিনে দেখা যাবে 'উঁচাই' ছবিতে ৷ আবার দীপিকা পাড়ুকোন এবং প্রভাসের সঙ্গেও 'প্রজেক্ট কে' ছবিতে স্ক্রিনশেয়ার করবেন বলিউডের শাহেনশা ৷