ETV Bharat / entertainment

Ambani Gift to Ram Charans Daughter: নামকরণ উপলক্ষ্যে রাম চরণ কন্যাকে সোনার দোলনা উপহার আম্বানির - ambani gifts Ram Charans child a golden cradle

রাম চরণের কন্যাকে কয়েক লক্ষ টাকার সোনার দোলনা উপহার দিল আম্বানি পরিবার ৷ এমনটাই বলছে বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট ৷

Ambani Gift to Ram Charans Child
রাম চরণের মেয়েকে সোনার দোলনা উপহার দিল আম্বানি পরিবার
author img

By

Published : Jun 30, 2023, 4:58 PM IST

হায়দরাবাদ, 30 জুন: বিয়ের প্রায় 11 বছর বাদে গত 20 জুন প্রথম সন্তানের মুখ দেখেছেন দক্ষিণী সুপারস্টার রাম চরণ ও উপাসনা কামিনেনি ৷ শুক্রবার ছিল তাঁদের মেয়ের নামকরণ অনুষ্ঠান ৷ পরিবারের সদস্যরা তো বটেই, অভিনেতা-অভিনেত্রী থেকে অনুরাগীরা সকলে ইতিমধ্য়েই শুভেচ্ছা জানিয়েছেন এই তারকা জুটিকে ৷ মেগাস্টার চিরঞ্জীবীর পরিবারে এই নতুন সদস্যের আগমনে খুশি সকলেই ৷ আর এবার বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে সামনে এল এক নয়া তথ্য ৷ জানা গিয়েছে রাম চরণের কন্যার জন্য় এই বিশেষ দিনে নাকি দারুণ একটি উপহার দিয়েছেন মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি ৷

বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টের দাবি অনুযায়ী, রাম চরণের কন্য়াকে নামকরণ অনুষ্ঠানে একটি সোনার দোলনা উপহার দেওয়া হয়েছে আম্বানি পরিবারের তরফে ৷ আর সেই দোলনাটির মূল্য নাকি কয়েক লক্ষেরও বেশি ৷ শুক্রবার রীতি মেনে পালিত হয়েছে এই অনুষ্ঠান ৷ এর আগে তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে বাড়ির সাজসজ্জার কিছু ছবিও শেয়ার করেছিলেন উপাসনা ৷ পুরো পরিবার উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে ৷

2012 সালের 14 জুন মালাবদল করেন উপাসনা ও রাম চরণ ৷ গতবছর ডিসেম্বরে তাঁর মাতৃত্বের কথা ঘোষণা করেছিলেন উপাসনা ৷ এরপর গত জুন মাসে হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে প্রথম কন্যা সন্তানের জন্ম দেন তিনি ৷ কন্যার মুখ এখনও সামনে আসেনি ঠিকই কিন্তু শোনা গিয়েছে, শুক্রবারের এই অনুষ্ঠানের পর হয়তো তার নাম সামনে আনতে পারেন রামচরণ ৷

আরও পড়ুন: মেয়ের নামকরণ অনুষ্ঠান, ফুল মালায় সাজল রাম চরণের বাড়ি

অভিনয়ের কথা বলতে গেলে, আগামীতে বলিউড সুন্দরী কিয়ারা আদবানির সঙ্গে স্ক্রিনশেয়ার করতে চলেছেন অভিনেতা ৷ শঙ্কর পরিচালিত তাঁর এই নতুন ছবির নাম 'গেমচেঞ্জার' ৷ এই অ্যাকশন ছবিতে আগামীতে তামিল, তেলেগু ছাড়াও মুক্তি পেতে চলেছে হিন্দি ভাষাতেও ৷ অর্থাৎ এবার আরও একটি প্যান ইন্ডিয়া ছবি নিয়ে আগামীতে পর্দায় ফিরবেন অভিনেতা ৷ ছবিতে রাম চরণ-কিয়ারা ছাড়াও রয়েছেন এসজে সূর্য, জয়রাম, অঞ্জলি এবং শ্রীকান্ত ৷ যদিও 'গেমচেঞ্জার' ছবির মুক্তির তারিখ এখনও সামনে আসেনি ৷

হায়দরাবাদ, 30 জুন: বিয়ের প্রায় 11 বছর বাদে গত 20 জুন প্রথম সন্তানের মুখ দেখেছেন দক্ষিণী সুপারস্টার রাম চরণ ও উপাসনা কামিনেনি ৷ শুক্রবার ছিল তাঁদের মেয়ের নামকরণ অনুষ্ঠান ৷ পরিবারের সদস্যরা তো বটেই, অভিনেতা-অভিনেত্রী থেকে অনুরাগীরা সকলে ইতিমধ্য়েই শুভেচ্ছা জানিয়েছেন এই তারকা জুটিকে ৷ মেগাস্টার চিরঞ্জীবীর পরিবারে এই নতুন সদস্যের আগমনে খুশি সকলেই ৷ আর এবার বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে সামনে এল এক নয়া তথ্য ৷ জানা গিয়েছে রাম চরণের কন্যার জন্য় এই বিশেষ দিনে নাকি দারুণ একটি উপহার দিয়েছেন মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি ৷

বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টের দাবি অনুযায়ী, রাম চরণের কন্য়াকে নামকরণ অনুষ্ঠানে একটি সোনার দোলনা উপহার দেওয়া হয়েছে আম্বানি পরিবারের তরফে ৷ আর সেই দোলনাটির মূল্য নাকি কয়েক লক্ষেরও বেশি ৷ শুক্রবার রীতি মেনে পালিত হয়েছে এই অনুষ্ঠান ৷ এর আগে তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে বাড়ির সাজসজ্জার কিছু ছবিও শেয়ার করেছিলেন উপাসনা ৷ পুরো পরিবার উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে ৷

2012 সালের 14 জুন মালাবদল করেন উপাসনা ও রাম চরণ ৷ গতবছর ডিসেম্বরে তাঁর মাতৃত্বের কথা ঘোষণা করেছিলেন উপাসনা ৷ এরপর গত জুন মাসে হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে প্রথম কন্যা সন্তানের জন্ম দেন তিনি ৷ কন্যার মুখ এখনও সামনে আসেনি ঠিকই কিন্তু শোনা গিয়েছে, শুক্রবারের এই অনুষ্ঠানের পর হয়তো তার নাম সামনে আনতে পারেন রামচরণ ৷

আরও পড়ুন: মেয়ের নামকরণ অনুষ্ঠান, ফুল মালায় সাজল রাম চরণের বাড়ি

অভিনয়ের কথা বলতে গেলে, আগামীতে বলিউড সুন্দরী কিয়ারা আদবানির সঙ্গে স্ক্রিনশেয়ার করতে চলেছেন অভিনেতা ৷ শঙ্কর পরিচালিত তাঁর এই নতুন ছবির নাম 'গেমচেঞ্জার' ৷ এই অ্যাকশন ছবিতে আগামীতে তামিল, তেলেগু ছাড়াও মুক্তি পেতে চলেছে হিন্দি ভাষাতেও ৷ অর্থাৎ এবার আরও একটি প্যান ইন্ডিয়া ছবি নিয়ে আগামীতে পর্দায় ফিরবেন অভিনেতা ৷ ছবিতে রাম চরণ-কিয়ারা ছাড়াও রয়েছেন এসজে সূর্য, জয়রাম, অঞ্জলি এবং শ্রীকান্ত ৷ যদিও 'গেমচেঞ্জার' ছবির মুক্তির তারিখ এখনও সামনে আসেনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.