ETV Bharat / entertainment

Allu Arjun: ব্যর্থ হতে বসেছিল নার্স হওয়ার স্বপ্ন, দরিদ্র ছাত্রীর জীবন বদলে দিলেন আল্লু অর্জুন - Allu Arjun

রিল লাইফ নয় এবার রিয়েল লাইফেও মানুষের পাশে এসে দাঁড়াতে দেখা গেল বিখ্য়াত অভিনেতা আল্লু অর্জুন ৷ 'পুষ্পা' স্টার এবার সাহায্য়ের হাত বাড়িয়ে দিলেন এক দরিদ্র ছাত্রীর দিকে (Allu Helps a student to continue her education )৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 11, 2022, 8:59 PM IST

আলাপ্পুঝা, 11 নভেম্বর: রিল লাইফ নয় এবার রিয়েল লাইফেও মানুষের পাশে এসে দাঁড়াতে দেখা গেল বিখ্য়াত অভিনেতা আল্লু অর্জুন ৷ 'পুষ্পা' স্টার এবার সাহায্য়ের হাত বাড়িয়ে দিলেন এক দরিদ্র ছাত্রীর দিকে (Allu Arjun helps a poor Malayali student )৷ আলাপ্পুঝা ডিস্ট্রিক্ট কালেক্টর কৃষ্ণ তেজার কাছে এই ছাত্রীর খবর পান তিনি ৷ তিনি জানতে পারেন মেয়েটি উচ্চমাধ্য়মিক বা প্লাস টু-র পরীক্ষায় 92 শতাংশ নম্বর পেয়েছে কিন্তু দারিদ্রের কারণে তার নার্স হওয়ার স্বপ্ন ব্যর্থ হতে বসেছে ৷ তখনই তার আগামী চার বছরের পড়াশোনার খরচ বহনের আশ্বাস দেন অভিনেতা ৷ এই দক্ষিণী অভিনেতার অনেক গুণ ইতিমধ্য়েই মন ছুঁয়েছে ভক্তদের ৷ যেমন তিনি ক্ষতিকারক পানমশলার বিজ্ঞাপন করেন না, ছবির জন্য় ধূমপান করতে হলেও আদতে ধূমপান করতে পছন্দ করেন না ৷

এবার তাঁর ভক্তদের সামনে এল তাঁর ব্যক্তিত্বের মানবিক দিকটিও (Allu Arjun pitches in to help a bright but poor Malayali student )৷ কালেক্টর কৃষ্ণ তেজাই গোটা ঘটনাটি তুলে ধরেছেন তাঁর ফেসবুক পোস্টের মাধ্য়মে ৷ ফেসবুকে তিনি লেখেন, "কয়েকদিন আগে আলাপ্পুঝা থেকে একজন ছাত্রী উদ্বেগে নিয়ে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। সে প্লাস টু-তে 92 শতাংশ নম্বর পেয়েছিল কিন্তু তার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য টাকা ছিল না। তার বাবা মারা গিয়েছেন। শুধু তাই নয় 2021 সালে কোভিডে এই পরিবারটি ভয়াবহ আর্থিক ক্ষতির মুখে পড়েছিল ৷ মেয়েটির চোখে আশা এবং আত্মবিশ্বাস আমি পড়তে পেরেছিলাম এবং তাকে 'উই ফর অ্যালেপ্পি' প্রকল্পে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছিলাম ।"

Allu Arjun pitches in to help a bright but poor Malayali student to continue her education
দরিদ্র ছাত্রীর দিকে সাহায্য়ের হাত বাড়ালেন আল্লু অর্জুন

আরও পড়ুন: জিম করার সময়ই মৃত্যু 46 বছরের অভিনেতা সিদ্ধান্তের

কৃষ্ণ জানিয়েছেন, ওই ছাত্রীটি জানায় সে নার্স হতে চায় ৷ তিনি তাঁকে কাত্তানাম সেন্ট টমাস নার্সিং কলেজে পড়াশোনার ব্যবস্থাও করে দেন ৷ কিন্তু চার বছরের পড়াশোনার খরচ চালাতে তাঁদের একজন স্পনসর দরকার ছিল ৷ তিনি লেখেন, "আমরা তার চার বছরের পড়াশোনার খরচ দেওয়ার জন্য একটি স্পনসর খুঁজতে চেয়েছিলাম । তার জন্যই আমি বিখ্যাত তারকা আল্লু অর্জুনের সঙ্গে যোগাযোগ করি এবং তিনি সহজেই এক বছরের জন্য নয়, চার বছরের জন্য খরচ বহন করতে সম্মত হন (Allu Helps a student to continue her education )।" অভিনয়ের কথা বলতে হলে, আল্লু অর্জুন এখন ব্যস্ত রয়েছেন তাঁর 'পুষ্পা' ছবির পরবর্তী পর্যায়ের শুটিং নিয়ে ৷

আলাপ্পুঝা, 11 নভেম্বর: রিল লাইফ নয় এবার রিয়েল লাইফেও মানুষের পাশে এসে দাঁড়াতে দেখা গেল বিখ্য়াত অভিনেতা আল্লু অর্জুন ৷ 'পুষ্পা' স্টার এবার সাহায্য়ের হাত বাড়িয়ে দিলেন এক দরিদ্র ছাত্রীর দিকে (Allu Arjun helps a poor Malayali student )৷ আলাপ্পুঝা ডিস্ট্রিক্ট কালেক্টর কৃষ্ণ তেজার কাছে এই ছাত্রীর খবর পান তিনি ৷ তিনি জানতে পারেন মেয়েটি উচ্চমাধ্য়মিক বা প্লাস টু-র পরীক্ষায় 92 শতাংশ নম্বর পেয়েছে কিন্তু দারিদ্রের কারণে তার নার্স হওয়ার স্বপ্ন ব্যর্থ হতে বসেছে ৷ তখনই তার আগামী চার বছরের পড়াশোনার খরচ বহনের আশ্বাস দেন অভিনেতা ৷ এই দক্ষিণী অভিনেতার অনেক গুণ ইতিমধ্য়েই মন ছুঁয়েছে ভক্তদের ৷ যেমন তিনি ক্ষতিকারক পানমশলার বিজ্ঞাপন করেন না, ছবির জন্য় ধূমপান করতে হলেও আদতে ধূমপান করতে পছন্দ করেন না ৷

এবার তাঁর ভক্তদের সামনে এল তাঁর ব্যক্তিত্বের মানবিক দিকটিও (Allu Arjun pitches in to help a bright but poor Malayali student )৷ কালেক্টর কৃষ্ণ তেজাই গোটা ঘটনাটি তুলে ধরেছেন তাঁর ফেসবুক পোস্টের মাধ্য়মে ৷ ফেসবুকে তিনি লেখেন, "কয়েকদিন আগে আলাপ্পুঝা থেকে একজন ছাত্রী উদ্বেগে নিয়ে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। সে প্লাস টু-তে 92 শতাংশ নম্বর পেয়েছিল কিন্তু তার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য টাকা ছিল না। তার বাবা মারা গিয়েছেন। শুধু তাই নয় 2021 সালে কোভিডে এই পরিবারটি ভয়াবহ আর্থিক ক্ষতির মুখে পড়েছিল ৷ মেয়েটির চোখে আশা এবং আত্মবিশ্বাস আমি পড়তে পেরেছিলাম এবং তাকে 'উই ফর অ্যালেপ্পি' প্রকল্পে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছিলাম ।"

Allu Arjun pitches in to help a bright but poor Malayali student to continue her education
দরিদ্র ছাত্রীর দিকে সাহায্য়ের হাত বাড়ালেন আল্লু অর্জুন

আরও পড়ুন: জিম করার সময়ই মৃত্যু 46 বছরের অভিনেতা সিদ্ধান্তের

কৃষ্ণ জানিয়েছেন, ওই ছাত্রীটি জানায় সে নার্স হতে চায় ৷ তিনি তাঁকে কাত্তানাম সেন্ট টমাস নার্সিং কলেজে পড়াশোনার ব্যবস্থাও করে দেন ৷ কিন্তু চার বছরের পড়াশোনার খরচ চালাতে তাঁদের একজন স্পনসর দরকার ছিল ৷ তিনি লেখেন, "আমরা তার চার বছরের পড়াশোনার খরচ দেওয়ার জন্য একটি স্পনসর খুঁজতে চেয়েছিলাম । তার জন্যই আমি বিখ্যাত তারকা আল্লু অর্জুনের সঙ্গে যোগাযোগ করি এবং তিনি সহজেই এক বছরের জন্য নয়, চার বছরের জন্য খরচ বহন করতে সম্মত হন (Allu Helps a student to continue her education )।" অভিনয়ের কথা বলতে হলে, আল্লু অর্জুন এখন ব্যস্ত রয়েছেন তাঁর 'পুষ্পা' ছবির পরবর্তী পর্যায়ের শুটিং নিয়ে ৷

For All Latest Updates

TAGGED:

Allu Arjun
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.