ETV Bharat / entertainment

Allu Arjun on Wedding Anniversary:  বিয়ের এক যুগ ! বাস্তবের শ্রীবল্লিকে শুভেচ্ছা পর্দার পুষ্পার - Allu Arjun on Wedding Anniversary

স্ত্রী স্নেহার সঙ্গে 12 বছর পার করে ফেললেন আল্লু ৷ এবার বিবাহ বার্ষিকীতে স্ত্রীর জন্য প্রেমের বার্তা দিলেন অভিনেতা (Allu Arjun Sneha Reddy 12th wedding anniversary )৷

Allu Arjun on Wedding Anniversary
স্ত্রী স্নেহার সঙ্গে 12 বছর পার করে ফেললেন আল্লু
author img

By

Published : Mar 6, 2023, 1:28 PM IST

Updated : Mar 6, 2023, 6:44 PM IST

হায়দরাবাদ, 6 মার্চ: সোমবার 'পুষ্পা' স্টার আল্লু অর্জুনের বিয়ের এক যুগ পরিপূর্ণ হল ৷ আজকের দিনে 2011 সালে স্ত্রী স্নেহা রেড্ডির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন দক্ষিণ ভারতের সুপারস্টার ৷ দেখতে দেখতে কেটে গিয়েছে 12 বছর ৷ এবার এই বিশেষ দিনে স্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে আবেগঘন বার্তা দিলেন আল্লু ৷

তাঁর ইনস্টা স্টোরিতে স্ত্রীর একটি সুন্দর ছবি শেয়ার করেছেন অভিনেতা ৷ কয়েকদিন আগেই বেড়াতে গিয়েছিলেন ৷ সেই ছবি সোশাল মিডিয়ার টাইমলাইনে শেয়ারও করেছিলেন এই তারকা জুটি ৷ এবার আরও একবার সেই সোনালি স্মৃতিতে ডুব দিলেন অভিনেতা ৷ ছবিটি শেয়ার করে পর্দার পুষ্পরাজ তাঁর বাস্তবের শ্রীবল্লির উদ্দেশ্য়ে লিখেছেন, 'শুভ বিবাহ বার্ষিকী কিউটি' ৷ তাঁর এই লেখার সঙ্গে একটি হার্ট ইমোজিও শেয়ার করেছেন অভিনেতা (Allu Arjun Sneha Reddy 12th wedding anniversary )৷

Allu Arjun on Wedding Anniversary
বিবাহ বার্ষিকীতে স্ত্রীকে প্রেমের বার্তা আল্লুর

তাঁর এই পোস্ট পছন্দ করেছেন নেটিজেনরাও ৷ বেশ কয়েকবছর ধরে প্রেম করার পর অবশেষে 2011 সালে বিয়ের বাঁধনে বাঁধা পড়েন এই জুটি ৷ তাঁদের প্রথম আলাপ হয়েছিল আমেরিকায় ৷ দু'জনেরই ঘনিষ্ঠ এক বন্ধুর বিয়েতে তাঁদের পরিচয় ৷ তারপর ধীরে ধীরে একে অপরকে ভালবেসে ফেলেন তাঁরা ৷ তাঁদের বাস্তবের প্রেমের কাহিনিও বেশ সিনেমার মতো ৷ প্রথমে অবশ্য় দু'জনের বাড়ি থেকেই আপত্তি তৈরি হয়েছিল এই সম্পর্ক নিয়ে ৷ কিন্তু দু'জনের ভালোবাসা তাঁদের আলাদা হতে দেয়নি ৷ আর তাঁদের ঘর আলো করে আছে দুটি সন্তান ৷ সন্তান এবং পরিবারের সঙ্গে সুখে রয়েছেন আল্লুও ৷
আরও পড়ুন: কপাল জোড়ে দুর্ঘটনা এড়িয়েছেন পুত্র আমিন, নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন এআর রহমান

অভিনয়ের কথা বলতে গেলে পর্দার পুষ্পা এখন ব্যস্ত তাঁর পরবর্তী পর্বের শ্যুটিং নিয়ে ৷ এবছরই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে পরিচালক সুকুমারের পুষ্পা সিরিজের পরবর্তী পর্ব 'পুষ্পা: দ্য রুল' ৷ এই ছবির শ্য়ুটিং নিয়েই এখন ব্যস্ত অভিনেতারা ৷ ছবির পরবর্তী পর্ব কবে মুক্তি পাবে তা জানা না গেলেও এটা জানা গিয়েছে যে এপ্রিলে আল্লু অর্জুনের জন্মদিনে একটি বড় চমক নিয়ে হাজির হতে চলেছেন নির্মাতারা ৷

হায়দরাবাদ, 6 মার্চ: সোমবার 'পুষ্পা' স্টার আল্লু অর্জুনের বিয়ের এক যুগ পরিপূর্ণ হল ৷ আজকের দিনে 2011 সালে স্ত্রী স্নেহা রেড্ডির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন দক্ষিণ ভারতের সুপারস্টার ৷ দেখতে দেখতে কেটে গিয়েছে 12 বছর ৷ এবার এই বিশেষ দিনে স্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে আবেগঘন বার্তা দিলেন আল্লু ৷

তাঁর ইনস্টা স্টোরিতে স্ত্রীর একটি সুন্দর ছবি শেয়ার করেছেন অভিনেতা ৷ কয়েকদিন আগেই বেড়াতে গিয়েছিলেন ৷ সেই ছবি সোশাল মিডিয়ার টাইমলাইনে শেয়ারও করেছিলেন এই তারকা জুটি ৷ এবার আরও একবার সেই সোনালি স্মৃতিতে ডুব দিলেন অভিনেতা ৷ ছবিটি শেয়ার করে পর্দার পুষ্পরাজ তাঁর বাস্তবের শ্রীবল্লির উদ্দেশ্য়ে লিখেছেন, 'শুভ বিবাহ বার্ষিকী কিউটি' ৷ তাঁর এই লেখার সঙ্গে একটি হার্ট ইমোজিও শেয়ার করেছেন অভিনেতা (Allu Arjun Sneha Reddy 12th wedding anniversary )৷

Allu Arjun on Wedding Anniversary
বিবাহ বার্ষিকীতে স্ত্রীকে প্রেমের বার্তা আল্লুর

তাঁর এই পোস্ট পছন্দ করেছেন নেটিজেনরাও ৷ বেশ কয়েকবছর ধরে প্রেম করার পর অবশেষে 2011 সালে বিয়ের বাঁধনে বাঁধা পড়েন এই জুটি ৷ তাঁদের প্রথম আলাপ হয়েছিল আমেরিকায় ৷ দু'জনেরই ঘনিষ্ঠ এক বন্ধুর বিয়েতে তাঁদের পরিচয় ৷ তারপর ধীরে ধীরে একে অপরকে ভালবেসে ফেলেন তাঁরা ৷ তাঁদের বাস্তবের প্রেমের কাহিনিও বেশ সিনেমার মতো ৷ প্রথমে অবশ্য় দু'জনের বাড়ি থেকেই আপত্তি তৈরি হয়েছিল এই সম্পর্ক নিয়ে ৷ কিন্তু দু'জনের ভালোবাসা তাঁদের আলাদা হতে দেয়নি ৷ আর তাঁদের ঘর আলো করে আছে দুটি সন্তান ৷ সন্তান এবং পরিবারের সঙ্গে সুখে রয়েছেন আল্লুও ৷
আরও পড়ুন: কপাল জোড়ে দুর্ঘটনা এড়িয়েছেন পুত্র আমিন, নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন এআর রহমান

অভিনয়ের কথা বলতে গেলে পর্দার পুষ্পা এখন ব্যস্ত তাঁর পরবর্তী পর্বের শ্যুটিং নিয়ে ৷ এবছরই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে পরিচালক সুকুমারের পুষ্পা সিরিজের পরবর্তী পর্ব 'পুষ্পা: দ্য রুল' ৷ এই ছবির শ্য়ুটিং নিয়েই এখন ব্যস্ত অভিনেতারা ৷ ছবির পরবর্তী পর্ব কবে মুক্তি পাবে তা জানা না গেলেও এটা জানা গিয়েছে যে এপ্রিলে আল্লু অর্জুনের জন্মদিনে একটি বড় চমক নিয়ে হাজির হতে চলেছেন নির্মাতারা ৷

Last Updated : Mar 6, 2023, 6:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.