ETV Bharat / entertainment

Varsha Priyadarshini: চাকরির নামে প্রতারণা, অভিযোগ দায়ের প্রসেনজিৎ-জিতের নায়িকার বিরুদ্ধে - Varsha Priyadarshini Bengali Films

চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করার অভিযোগ উঠল ওড়িয়া অভিনেত্রী বর্ষা প্রিয়দর্শিনীর বিরুদ্ধে ৷ শুধুমাত্র ওড়িয়া সিনেমা নয় বাংলাতেও একাধিক কাজ করেছেন বর্ষা (Allegation Against Varsha Priyadarshini)৷

Varsha Priyadarshini
চাকরির নামে প্রতারণা, অভিযোগ দায়ের প্রসেনজিৎ জিতের সঙ্গে কাজ করা নায়িকার বিরুদ্ধে
author img

By

Published : Dec 7, 2022, 2:57 PM IST

ভুবনেশ্বর, 7 ডিসেম্বর: চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠল উড়িয়া অভিনেত্রী বর্ষা প্রিয়দর্শিনীর বিরুদ্ধে ৷ অভিনেত্রীর বিরুদ্ধে ইতিমধ্য়েই ভুবনেশ্বর শহিদনগর থানায় একটি মামলাও দায়ের করেছেন এক মহিলা ৷ মহিলার নাম কল্যাণী নায়েক ৷ তিনি সত্য়নগর এলাকার বাসিন্দা ৷ অভিযোগকারীর দাবি, তাঁর কাছে একটি সোনার দোকানে চাকরি দেওয়ার নাম করে প্রায় 30 হাজার টাকা নিয়েছেন অভিনেত্রী(Fraud Allegation Against Varsha Priyadarshini ) ৷

এর আগেও বিভিন্ন ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে (Allegation Against Varsha Priyadarshini) ৷ শুধু তাই নয় তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও চলেছে টানাপোড়েন ৷ নায়িকার বিবাহ-বিচ্ছেদ নিয়েও এই মুহূর্তে রয়েছে বেশ জটিলতা ৷ 38 বছর বয়সি এই নায়িকা শুধুমাত্র উড়িয়া নয়, বাংলাতেও একাধিক কাজ করেছেন ৷ স্বপন সাহার হাত ধরে 2011 সালে শেষবার বাংলা ছবি 'অচেনা প্রেম'-এ অভিনয় করেছিলেন তিনি ৷ এর আগে বাংলায় 'জোর', 'গোলমাল', 'প্রেমের গল্প', 'টক্কর', 'হাসি খুশি ক্লাব', 'টাপুর টুপুর বৃষ্টি পড়ে'-এর মতো একধিক ছবিতে কাজ করেছেন তিনি (Varsha Priyadarshini Bengali Films)৷

আরও পড়ুন: বিচ্ছেদের জল্পনায় জল ঢাললেন হিনা

স্বপন সাহার হাত ধরেই 2008 সালে বাংলা ছবি 'জোর'-এ জিতের সঙ্গে স্ক্রিনশেয়ার করেন বর্ষা ৷ এরপর পরের ছবি 'গোলমাল'-এ প্রসেনজিৎ এবং যিশু সেনগুপ্তর সঙ্গেও কাজ করেন তিনি ৷ এছাড়া কেরিয়ারে উড়িয়া ছবির বিশাল তালিকা তো রয়েছেই ৷ গতবছর শেষবার ওড়িয়া ছবি 'বিজয়িনী'-র হাত ধরে পর্দায় এসেছেন তিনি ৷

ভুবনেশ্বর, 7 ডিসেম্বর: চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠল উড়িয়া অভিনেত্রী বর্ষা প্রিয়দর্শিনীর বিরুদ্ধে ৷ অভিনেত্রীর বিরুদ্ধে ইতিমধ্য়েই ভুবনেশ্বর শহিদনগর থানায় একটি মামলাও দায়ের করেছেন এক মহিলা ৷ মহিলার নাম কল্যাণী নায়েক ৷ তিনি সত্য়নগর এলাকার বাসিন্দা ৷ অভিযোগকারীর দাবি, তাঁর কাছে একটি সোনার দোকানে চাকরি দেওয়ার নাম করে প্রায় 30 হাজার টাকা নিয়েছেন অভিনেত্রী(Fraud Allegation Against Varsha Priyadarshini ) ৷

এর আগেও বিভিন্ন ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে (Allegation Against Varsha Priyadarshini) ৷ শুধু তাই নয় তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও চলেছে টানাপোড়েন ৷ নায়িকার বিবাহ-বিচ্ছেদ নিয়েও এই মুহূর্তে রয়েছে বেশ জটিলতা ৷ 38 বছর বয়সি এই নায়িকা শুধুমাত্র উড়িয়া নয়, বাংলাতেও একাধিক কাজ করেছেন ৷ স্বপন সাহার হাত ধরে 2011 সালে শেষবার বাংলা ছবি 'অচেনা প্রেম'-এ অভিনয় করেছিলেন তিনি ৷ এর আগে বাংলায় 'জোর', 'গোলমাল', 'প্রেমের গল্প', 'টক্কর', 'হাসি খুশি ক্লাব', 'টাপুর টুপুর বৃষ্টি পড়ে'-এর মতো একধিক ছবিতে কাজ করেছেন তিনি (Varsha Priyadarshini Bengali Films)৷

আরও পড়ুন: বিচ্ছেদের জল্পনায় জল ঢাললেন হিনা

স্বপন সাহার হাত ধরেই 2008 সালে বাংলা ছবি 'জোর'-এ জিতের সঙ্গে স্ক্রিনশেয়ার করেন বর্ষা ৷ এরপর পরের ছবি 'গোলমাল'-এ প্রসেনজিৎ এবং যিশু সেনগুপ্তর সঙ্গেও কাজ করেন তিনি ৷ এছাড়া কেরিয়ারে উড়িয়া ছবির বিশাল তালিকা তো রয়েছেই ৷ গতবছর শেষবার ওড়িয়া ছবি 'বিজয়িনী'-র হাত ধরে পর্দায় এসেছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.