ETV Bharat / entertainment

Alia Bhatt in Mumbai: মেট গালায় ঝড় তুলে দেশে ফিরলেন আলিয়া ভাট - মেট গালায় ঝড় তুলে দেশে ফিরলেন আলিয়া ভাট

মেট গালায় সকলের মনে ঝড় তোলার পর এবার দেশে ফিরলেন আলিয়া ভাট । মুম্বই বিমানবন্দরে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হলেন তিনি ।

Alia Bhatt Comes Back  After Attending MET Gala
মেট গালা সেরে দেশে ফিরলেন আলিয়া
author img

By

Published : May 3, 2023, 11:54 AM IST

Updated : May 3, 2023, 9:37 PM IST

মুম্বই, 3 মে: সম্প্রতি শ্বেত পরীর সাজে মেট গালায় অনুরাগীদের বাকরুদ্ধ করে দিয়েছিলেন মহেশ কন্যা আলিয়া ভাট ৷ অভিনেত্রী এই প্রথমবার সুযোগ পেয়েছিলেন এই বিশেষ ফ্যাশন নাইটে অংশ নেওয়ার ৷ আর অভিষেকেই তাঁর সাজ ঝড় তুলল লাল গালিচায় ৷ বিদেশের মাটি, কঠিন পিচ কিছুই থামাতে পারেনি আলিয়াকে ৷ বরং প্রথমবার মাঠে নেমেই তিনি হাঁকিয়েছেন জবরদস্ত সেঞ্চুরি ৷ আর এবার অনুষ্ঠান সেরে দেশে ফিরলেন নায়িকা ৷ বুধবার পাপারাৎজিদের ক্যামেরার দৌলতে সামনে এল সেই ভিডিয়ো ৷

ভিডিয়োতে আলিয়াকে দেখা গিয়েছে মুম্বই বিমানবন্দর থেকে বেরিয়ে আসতে ৷ এদিন নায়িকার পরনে ছিল কালো রঙের পোশাক ৷ চোখে ছিল স্টাইলিশ সানগ্লাস ৷ গাড়িতে বসে পাপারাৎজিদের উদ্দেশ্য়ে এদিন হাতও নাড়েন নায়িকা ৷ খবর অনুযায়ী, প্রাইভেট বিমানে এদিন ঈশা আম্বানির সঙ্গে দেশে ফেরেন নায়িকা ৷ মুকেশ আম্বানি-কন্য়া ঈশা এবার সকলের নজর কেড়েছিলেন মেট গালায় ৷

বিগেস্ট এই ফ্যাশন ইভেন্টের আত্মপ্রকাশে নেপালি ডিজাইনার প্রবাল গুরুংয়ের তৈরি পোশাকই বেছে নিয়েছিলেন আলিয়া ৷ সাদা ঝলমলে ফ্লোয়ি গাউনে সকলের নজর কেড়েছিলেন পর্দার গঙ্গুবাঈ ৷ পোশাকের সঙ্গে মানানসই ছিল তাঁর মুক্তোর সাজও ৷ আর কয়েকদিনের মধ্য়েই মুক্তি পেতে চলেছে আলিয়ার প্রথম হলিউড প্রজেক্ট 'হার্ট অফ স্টোন' ৷ তার আগে মেট গালাতে বিদেশি অনুরাগীদের অনেকেরই মন জিতে নিলেন এই বলি সুন্দরী ৷

সম্প্রতি, আলিয়া সম্মানিত হয়েছেন ফিল্ম ফেয়ার পুরস্কারেও ৷ গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি ছবিতে আলিয়ার দুরন্ত অভিনয় তাঁকে এনে দিয়েছে এই সম্মান ৷ আগামীতে করণ জোহরের হাত ধরে আবারও বড়পর্দায় ফিরতে চলেছেন আলিয়া ৷ আসন্ন এই ছবিতে তাঁকে জুটি বাঁধতে দেখা যাবে রণবীর সিংয়ের সঙ্গে ৷ ছবির নাম 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ৷ ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী 28 জুলাই ৷

আরও পড়ুন: 'চোখে ঝিলমিল লেগে যাবে...', মেট গালায় নজর কাড়লেন আম্বানি কন্যা

মুম্বই, 3 মে: সম্প্রতি শ্বেত পরীর সাজে মেট গালায় অনুরাগীদের বাকরুদ্ধ করে দিয়েছিলেন মহেশ কন্যা আলিয়া ভাট ৷ অভিনেত্রী এই প্রথমবার সুযোগ পেয়েছিলেন এই বিশেষ ফ্যাশন নাইটে অংশ নেওয়ার ৷ আর অভিষেকেই তাঁর সাজ ঝড় তুলল লাল গালিচায় ৷ বিদেশের মাটি, কঠিন পিচ কিছুই থামাতে পারেনি আলিয়াকে ৷ বরং প্রথমবার মাঠে নেমেই তিনি হাঁকিয়েছেন জবরদস্ত সেঞ্চুরি ৷ আর এবার অনুষ্ঠান সেরে দেশে ফিরলেন নায়িকা ৷ বুধবার পাপারাৎজিদের ক্যামেরার দৌলতে সামনে এল সেই ভিডিয়ো ৷

ভিডিয়োতে আলিয়াকে দেখা গিয়েছে মুম্বই বিমানবন্দর থেকে বেরিয়ে আসতে ৷ এদিন নায়িকার পরনে ছিল কালো রঙের পোশাক ৷ চোখে ছিল স্টাইলিশ সানগ্লাস ৷ গাড়িতে বসে পাপারাৎজিদের উদ্দেশ্য়ে এদিন হাতও নাড়েন নায়িকা ৷ খবর অনুযায়ী, প্রাইভেট বিমানে এদিন ঈশা আম্বানির সঙ্গে দেশে ফেরেন নায়িকা ৷ মুকেশ আম্বানি-কন্য়া ঈশা এবার সকলের নজর কেড়েছিলেন মেট গালায় ৷

বিগেস্ট এই ফ্যাশন ইভেন্টের আত্মপ্রকাশে নেপালি ডিজাইনার প্রবাল গুরুংয়ের তৈরি পোশাকই বেছে নিয়েছিলেন আলিয়া ৷ সাদা ঝলমলে ফ্লোয়ি গাউনে সকলের নজর কেড়েছিলেন পর্দার গঙ্গুবাঈ ৷ পোশাকের সঙ্গে মানানসই ছিল তাঁর মুক্তোর সাজও ৷ আর কয়েকদিনের মধ্য়েই মুক্তি পেতে চলেছে আলিয়ার প্রথম হলিউড প্রজেক্ট 'হার্ট অফ স্টোন' ৷ তার আগে মেট গালাতে বিদেশি অনুরাগীদের অনেকেরই মন জিতে নিলেন এই বলি সুন্দরী ৷

সম্প্রতি, আলিয়া সম্মানিত হয়েছেন ফিল্ম ফেয়ার পুরস্কারেও ৷ গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি ছবিতে আলিয়ার দুরন্ত অভিনয় তাঁকে এনে দিয়েছে এই সম্মান ৷ আগামীতে করণ জোহরের হাত ধরে আবারও বড়পর্দায় ফিরতে চলেছেন আলিয়া ৷ আসন্ন এই ছবিতে তাঁকে জুটি বাঁধতে দেখা যাবে রণবীর সিংয়ের সঙ্গে ৷ ছবির নাম 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ৷ ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী 28 জুলাই ৷

আরও পড়ুন: 'চোখে ঝিলমিল লেগে যাবে...', মেট গালায় নজর কাড়লেন আম্বানি কন্যা

Last Updated : May 3, 2023, 9:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.