ETV Bharat / entertainment

Alia Birthday Celebration: স্বামী ও মায়ের সঙ্গে জন্মদিন কাটালেন আলিয়া, দেখুন ছবিতে - Alia Birthday Celebration

29টি বসন্ত কাটিয়ে তিরিশে পা দিলেন আলিয়া ৷ ইনস্টাগ্রামে জন্মদিন পালনের বেশকিছু ছবি শেয়ার করলেন নায়িকা (Alia Bhatt Birthday Party Pics)৷

Alia Birthday Celebration
রণবীরের জন্মদিন পালন করলেন আলিয়া
author img

By

Published : Mar 16, 2023, 2:08 PM IST

মুম্বই, 16 মার্চ: বুধবার তিরিশের কোঠায় পা দিলেন বলিউডের ডার্লিং আলিয়া ভাট ৷ এবার সামনে এল তাঁর বার্থডে সেলিব্রেশনের কিছু ঝলক ৷ বৃহস্পতিবার নিজেই বেশ বড়সড় একটি চকোলেট কেকের সঙ্গে ছবি শেয়ার করলেন নায়িকা ৷ এমনিতে তিনি ডায়েট সচেতন। তার উপর মা হয়েছেন সদ্য। কিন্তু মা হিসেবে প্রথম জন্মদিনে ডায়েট এবং অন্য রুটিন ভুলে মেতে উঠলেন পরিবারের সঙ্গে ৷ তাঁকে এদিন দেখা গেল স্বামী রণবীর এবং মা সোনি রাজদানের সঙ্গে (Alia Bhatt Birthday Party Pics)৷

পরিবারের সঙ্গে ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, 'তিরিশ' ৷ এই ছোট্ট একটি শব্দই তাঁর অনুভূতি প্রকাশের জন্য় যথেষ্ট ছিল ৷ কেরিয়ারের শুরুটা মোটেই সহজ ছিল না ৷ বারবার নেপোটিজম নিয়ে নানা কথা শুনতে হয়েছে ৷ তাঁকে নিয়ে মিম এবং হাসি ঠাট্টাও কম হয়নি একটা সময়ে ৷ কিন্তু আলিয়া বুঝিয়ে দিয়েছেন দেওয়ালে পিঠ ঠেকলেও লড়াই ছাড়ার পাত্রী তিনি নন ৷ একের পর এক ছবিতে নিজেকে প্রমাণ করেছেন।

আর গতবছর গঙ্গুবাঈয়ের চরিত্রে দেখার পর তাঁর কড়া সমালোচকরাও স্বীকার করতে বাধ্য হন আলিয়া নিজেকে তৈরি করেছেন একেবারে অন্য অভিনেত্রী রূপে ৷ এরপর ডার্লিংস-এও তাঁর নজর কেড়েছে ৷ শুধু তাই নয়, ইতিমধ্য়েই হলিউডেও পা রেখেছেন রণবীর জায়া ৷ গতবছরটা সত্যিই দারুণ ছিল আলিয়ার জন্য় ৷ তিনি মাও হয়েছেন ওই সময়ে 0৷ অনুরাগীরা নিশ্চয়ই চাইবেন এই বছরটাও এভাবেই কাটাবেন তিনি ৷

আগামীতেও বেশ কয়েকটি কাজ রয়েছে আলিয়ার হাতে ৷ ঠিক যেমন খুব তাড়াতাড়ি তিনি পর্দায় ফিরতে চলেছেন করণ জোহরের ছবির হাত ধরে ৷ 'রকি অউর রানি কি প্রেম কাহিনি' নামের এই ছবিতে তিনি জুটি বাঁধতে চলেছেন রণবীর সিং-এর সঙ্গে ৷ আগামী 28 জুলাই মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ এই ছবিতে নায়িকার লুক থেকে শুরু করে অভিনয় কেমন হবে তা নিয়ে এখন থেকেই আগ্রহের সঞ্চার হয়েছে।

আরও পড়ুন:"মেঘলার মতো মেয়েদের আমি চিনি", বললেন অর্ণব মিদ্যার গল্পের নায়িকা মিথিলা

মুম্বই, 16 মার্চ: বুধবার তিরিশের কোঠায় পা দিলেন বলিউডের ডার্লিং আলিয়া ভাট ৷ এবার সামনে এল তাঁর বার্থডে সেলিব্রেশনের কিছু ঝলক ৷ বৃহস্পতিবার নিজেই বেশ বড়সড় একটি চকোলেট কেকের সঙ্গে ছবি শেয়ার করলেন নায়িকা ৷ এমনিতে তিনি ডায়েট সচেতন। তার উপর মা হয়েছেন সদ্য। কিন্তু মা হিসেবে প্রথম জন্মদিনে ডায়েট এবং অন্য রুটিন ভুলে মেতে উঠলেন পরিবারের সঙ্গে ৷ তাঁকে এদিন দেখা গেল স্বামী রণবীর এবং মা সোনি রাজদানের সঙ্গে (Alia Bhatt Birthday Party Pics)৷

পরিবারের সঙ্গে ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, 'তিরিশ' ৷ এই ছোট্ট একটি শব্দই তাঁর অনুভূতি প্রকাশের জন্য় যথেষ্ট ছিল ৷ কেরিয়ারের শুরুটা মোটেই সহজ ছিল না ৷ বারবার নেপোটিজম নিয়ে নানা কথা শুনতে হয়েছে ৷ তাঁকে নিয়ে মিম এবং হাসি ঠাট্টাও কম হয়নি একটা সময়ে ৷ কিন্তু আলিয়া বুঝিয়ে দিয়েছেন দেওয়ালে পিঠ ঠেকলেও লড়াই ছাড়ার পাত্রী তিনি নন ৷ একের পর এক ছবিতে নিজেকে প্রমাণ করেছেন।

আর গতবছর গঙ্গুবাঈয়ের চরিত্রে দেখার পর তাঁর কড়া সমালোচকরাও স্বীকার করতে বাধ্য হন আলিয়া নিজেকে তৈরি করেছেন একেবারে অন্য অভিনেত্রী রূপে ৷ এরপর ডার্লিংস-এও তাঁর নজর কেড়েছে ৷ শুধু তাই নয়, ইতিমধ্য়েই হলিউডেও পা রেখেছেন রণবীর জায়া ৷ গতবছরটা সত্যিই দারুণ ছিল আলিয়ার জন্য় ৷ তিনি মাও হয়েছেন ওই সময়ে 0৷ অনুরাগীরা নিশ্চয়ই চাইবেন এই বছরটাও এভাবেই কাটাবেন তিনি ৷

আগামীতেও বেশ কয়েকটি কাজ রয়েছে আলিয়ার হাতে ৷ ঠিক যেমন খুব তাড়াতাড়ি তিনি পর্দায় ফিরতে চলেছেন করণ জোহরের ছবির হাত ধরে ৷ 'রকি অউর রানি কি প্রেম কাহিনি' নামের এই ছবিতে তিনি জুটি বাঁধতে চলেছেন রণবীর সিং-এর সঙ্গে ৷ আগামী 28 জুলাই মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ এই ছবিতে নায়িকার লুক থেকে শুরু করে অভিনয় কেমন হবে তা নিয়ে এখন থেকেই আগ্রহের সঞ্চার হয়েছে।

আরও পড়ুন:"মেঘলার মতো মেয়েদের আমি চিনি", বললেন অর্ণব মিদ্যার গল্পের নায়িকা মিথিলা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.