ETV Bharat / entertainment

Alia-Ranveer in Kolkata: শাবানার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনে অবাক টোটা, শহরে এসে ঝরঝরে বাংলায় মাতালেন আলিয়া - চূর্ণী গঙ্গোপাধ্যায়

Alia-Ranveer Rock Kolkata in RRKPK New song release event: শাবানা আজমির কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনে অবাক গিয়েছিলেন টোটা রায়চৌধুরী ৷ শহরে রকি অউর রানি কি প্রেম কাহিনির নতুন গান প্রকাশে এসে এ কথা জানালেন তিনি ৷ এ দিন শহরে এসে ঝরঝরে বাংলায় মাতালেন আলিয়া ভাট ৷ চেনা স্টাইলে দেখা গেল রণবীর সিং-কে ৷

Alia-Ranveer in Kolkata
Alia-Ranveer in Kolkata
author img

By

Published : Jul 24, 2023, 7:26 PM IST

Updated : Jul 24, 2023, 8:04 PM IST

শহরে এসে ঝরঝরে বাংলায় মাতালেন আলিয়া

কলকাতা, 24 জুলাই: করণ জোহর পরিচালিত 'রকি অউর রানি কি প্রেম কাহিনি' ছবিটি মুক্তি পেতে চলেছে 28 জুলাই । তবে তার আগেই মহানগরীতে এসে ঝড় তুললেন ফিল্মের দুই মূল কুশীলব আলিয়া ভাট ও রণবীর সিং । ছবির নতুন গান প্রকাশে সোমবার কলকাতায় হাজির হন তাঁরা ৷ সেই অনুষ্ঠানে হাজির ছিলেন টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায় । তাঁরাও এই ছবিতে রয়েছেন দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে । মহানগরীতে এসে ঝরঝরে বাংলা বলে সবার মন জয় করে নেন আলিয়া ভাট ৷

কলকাতায় আসবেন বলে গতকাল থেকেই কয়েকটি লাইন মুখস্থ করে রেখেছিলেন ৷ আর এ দিন মঞ্চে এসে স্পষ্ট উচ্চারণে সেই কথাগুলোই অবলীলায় বলে গেলেন অভিনেত্রী আলিয়া ভাট ৷

বাংলার সাংবাদিকদের মুগ্ধ করে দিয়ে তিনি বললেন, "নমস্কার কলকাতা, কেমন আছো সবাই ? তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য ৷ আমি খুব খুব খুব এক্সাইটেড ৷ আশা করি তোমাদের সবার আমার নতুন গান ঢিনঢোরা খুব ভালো লাগবে ৷"

আলিয়ার মুখে এমন বাংলা শুনে হাততালিতে ভরে ওঠে অনুষ্ঠানস্থল ৷ আলিয়ার এই অধ্যাবশায়ের তারিফ করেন তাঁর সহ-অভিনেতা রণবীর সিং ৷ তিনি এই ছবি প্রসঙ্গে বলেন, "এটা করণ জোহরের সবচেয়ে হিমরাস ফিল্ম ৷ সেটা ট্রেলার দেখেই দর্শকরা বুঝতে পেরেছেন ৷ প্রচুর হাসির রসদ রয়েছে এই ছবিতে ৷"

Alia-Ranveer in Kolkata
নতুন ফিল্মের গান প্রকাশে কলকাতায় আলিয়া ও রণবীর

ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা দুই বাঙালি অভিনেতা টোটা রায়চৌধুরী ও চূর্ণী গঙ্গোপাধ্যায়ও উপস্থিত ছিলেন এ দিনের অনুষ্ঠানে ৷

এই ছবিতে কাজ করা নিয়ে টোটার অভিজ্ঞতা শুনতে চাইলে তিনি বলেন, "আলিয়া আর রণবীর তো অনবদ্য । আর বলব শাবানা আজমি এবং জয়া বচ্চন জি'র কথা । শাবানা আজমিকে আমি রবীন্দ্রসঙ্গীত গাইতে শুনেছি । যেটা সত্যিই অপ্রত্যাশিত ছিল । ওঁর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত আমার খুব ভালো লেগেছে ।"

আরও পড়ুন: আলিয়ার মুখে 'খেলা হবে', মুক্তি পেল 'রকি অউর রানি কি প্রেম কাহিনি'র ট্রেলার

টোটা আরও বলেন, "জয়া'জি কখনও ভীষণ মজা করেছেন, আবার কখনও খুব সিরিয়াস হয়ে গিয়েছেন । সব মিলিয়ে দারুণ এক অভিজ্ঞতা নিয়ে ফিরেছি ।" আলিয়া এবং রণবীরও টোটা ও চূর্ণীর স্নেহে আপ্লুত । এ দিন নিজেদের নতুন গানে কোমরও দোলান আলিয়া ও রণবীর ৷ গোলাপি ও লালের শিফন শাড়িতে মোহময়ী দেখাচ্ছিল আলিয়া ভাটকে ৷ তাঁর সঙ্গে সাদা শার্ট, কালো প্যান্ট ও সানগ্লাসে নিজের চেনা স্টাইলে ধরা দেন রণবীর ৷

Alia-Ranveer in Kolkata
আলিয়া ও রণবীরের সঙ্গে টোটা ও চূর্ণী

করণ জোহরের ফিল্ম মানেই হল, এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট ৷ তাঁর পরিচিত ঢঙেই এ বার তাঁর বাজি 'রকি অউর রানি কি প্রেম কাহিনি'৷ আর এই ছবির সঙ্গে গভীর যোগ রয়েছে বাংলার ৷ যে দু জন গল্পের মুখ্য চরিত্র সেই রকি ও রানির মধ্যে একজন বাঙালি ও একজন পঞ্জাবি পরিবারের ৷ বাঙালি রানির সঙ্গে পঞ্জাবি রকির প্রেম ৷ দুজনকে যদি পরিবার মেনে নেয়, তবেই হবে বিয়ে ৷ তাই ঠিক হয়, আলিয়া ও রণবীর একে-অপরের বাড়িতে থাকবেন তিন মাস করে ৷ বাঙালি পরিবারে এসে খুব ভালো নম্বর পায়নি রকি ৷ কারণ সে রবি ঠাকুরকে জানে না, পড়াশোনাতেও খুব একটা ভালো নয় সে ৷ বিয়েটা কী তাহলে হবে ? কোন দিকে মোড় নেবে গল্প ৷ তা জানতে অপেক্ষা আর কিছুদিনের ৷

এই ছবিতে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ধর্মেন্দ্র, শাবানা আজমি ও জয়া বচ্চন । সঙ্গীত পরিচালনায় প্রীতম । গান লিখেছেন অমিতাভ ভট্টাচার্য । গান গেয়েছেন শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, জোনিতা গান্ধি । আর বিশেষ চমক হল এই ছবিতে গান গেয়েছেন রণবীর সিং স্বয়ং ।

শহরে এসে ঝরঝরে বাংলায় মাতালেন আলিয়া

কলকাতা, 24 জুলাই: করণ জোহর পরিচালিত 'রকি অউর রানি কি প্রেম কাহিনি' ছবিটি মুক্তি পেতে চলেছে 28 জুলাই । তবে তার আগেই মহানগরীতে এসে ঝড় তুললেন ফিল্মের দুই মূল কুশীলব আলিয়া ভাট ও রণবীর সিং । ছবির নতুন গান প্রকাশে সোমবার কলকাতায় হাজির হন তাঁরা ৷ সেই অনুষ্ঠানে হাজির ছিলেন টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায় । তাঁরাও এই ছবিতে রয়েছেন দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে । মহানগরীতে এসে ঝরঝরে বাংলা বলে সবার মন জয় করে নেন আলিয়া ভাট ৷

কলকাতায় আসবেন বলে গতকাল থেকেই কয়েকটি লাইন মুখস্থ করে রেখেছিলেন ৷ আর এ দিন মঞ্চে এসে স্পষ্ট উচ্চারণে সেই কথাগুলোই অবলীলায় বলে গেলেন অভিনেত্রী আলিয়া ভাট ৷

বাংলার সাংবাদিকদের মুগ্ধ করে দিয়ে তিনি বললেন, "নমস্কার কলকাতা, কেমন আছো সবাই ? তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য ৷ আমি খুব খুব খুব এক্সাইটেড ৷ আশা করি তোমাদের সবার আমার নতুন গান ঢিনঢোরা খুব ভালো লাগবে ৷"

আলিয়ার মুখে এমন বাংলা শুনে হাততালিতে ভরে ওঠে অনুষ্ঠানস্থল ৷ আলিয়ার এই অধ্যাবশায়ের তারিফ করেন তাঁর সহ-অভিনেতা রণবীর সিং ৷ তিনি এই ছবি প্রসঙ্গে বলেন, "এটা করণ জোহরের সবচেয়ে হিমরাস ফিল্ম ৷ সেটা ট্রেলার দেখেই দর্শকরা বুঝতে পেরেছেন ৷ প্রচুর হাসির রসদ রয়েছে এই ছবিতে ৷"

Alia-Ranveer in Kolkata
নতুন ফিল্মের গান প্রকাশে কলকাতায় আলিয়া ও রণবীর

ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা দুই বাঙালি অভিনেতা টোটা রায়চৌধুরী ও চূর্ণী গঙ্গোপাধ্যায়ও উপস্থিত ছিলেন এ দিনের অনুষ্ঠানে ৷

এই ছবিতে কাজ করা নিয়ে টোটার অভিজ্ঞতা শুনতে চাইলে তিনি বলেন, "আলিয়া আর রণবীর তো অনবদ্য । আর বলব শাবানা আজমি এবং জয়া বচ্চন জি'র কথা । শাবানা আজমিকে আমি রবীন্দ্রসঙ্গীত গাইতে শুনেছি । যেটা সত্যিই অপ্রত্যাশিত ছিল । ওঁর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত আমার খুব ভালো লেগেছে ।"

আরও পড়ুন: আলিয়ার মুখে 'খেলা হবে', মুক্তি পেল 'রকি অউর রানি কি প্রেম কাহিনি'র ট্রেলার

টোটা আরও বলেন, "জয়া'জি কখনও ভীষণ মজা করেছেন, আবার কখনও খুব সিরিয়াস হয়ে গিয়েছেন । সব মিলিয়ে দারুণ এক অভিজ্ঞতা নিয়ে ফিরেছি ।" আলিয়া এবং রণবীরও টোটা ও চূর্ণীর স্নেহে আপ্লুত । এ দিন নিজেদের নতুন গানে কোমরও দোলান আলিয়া ও রণবীর ৷ গোলাপি ও লালের শিফন শাড়িতে মোহময়ী দেখাচ্ছিল আলিয়া ভাটকে ৷ তাঁর সঙ্গে সাদা শার্ট, কালো প্যান্ট ও সানগ্লাসে নিজের চেনা স্টাইলে ধরা দেন রণবীর ৷

Alia-Ranveer in Kolkata
আলিয়া ও রণবীরের সঙ্গে টোটা ও চূর্ণী

করণ জোহরের ফিল্ম মানেই হল, এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট ৷ তাঁর পরিচিত ঢঙেই এ বার তাঁর বাজি 'রকি অউর রানি কি প্রেম কাহিনি'৷ আর এই ছবির সঙ্গে গভীর যোগ রয়েছে বাংলার ৷ যে দু জন গল্পের মুখ্য চরিত্র সেই রকি ও রানির মধ্যে একজন বাঙালি ও একজন পঞ্জাবি পরিবারের ৷ বাঙালি রানির সঙ্গে পঞ্জাবি রকির প্রেম ৷ দুজনকে যদি পরিবার মেনে নেয়, তবেই হবে বিয়ে ৷ তাই ঠিক হয়, আলিয়া ও রণবীর একে-অপরের বাড়িতে থাকবেন তিন মাস করে ৷ বাঙালি পরিবারে এসে খুব ভালো নম্বর পায়নি রকি ৷ কারণ সে রবি ঠাকুরকে জানে না, পড়াশোনাতেও খুব একটা ভালো নয় সে ৷ বিয়েটা কী তাহলে হবে ? কোন দিকে মোড় নেবে গল্প ৷ তা জানতে অপেক্ষা আর কিছুদিনের ৷

এই ছবিতে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ধর্মেন্দ্র, শাবানা আজমি ও জয়া বচ্চন । সঙ্গীত পরিচালনায় প্রীতম । গান লিখেছেন অমিতাভ ভট্টাচার্য । গান গেয়েছেন শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, জোনিতা গান্ধি । আর বিশেষ চমক হল এই ছবিতে গান গেয়েছেন রণবীর সিং স্বয়ং ।

Last Updated : Jul 24, 2023, 8:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.