ETV Bharat / entertainment

Alia Bhatt : কাপুর পরিবারে আসছে নতুন সদস্য, সন্তানসম্ভবা আলিয়া !

সোমবার মহেশ-ভাট কন্যা নিজেই ইনস্টা পোস্টে ফ্যানেদের জানিয়েছেন, 'খুব শীঘ্রই কোল আলো করে আসছে আমাদের সন্তান (Alia Bhatt announces her pregnancy through social media post) ৷

Alia bhatt 'Our Baby Coming Soon' post will surprise to her fans
বড় সুখবর দিতে চলেছেন রণলিয়া জুটি, কাপুর পরিবারে আসছে নতুন সদস্য
author img

By

Published : Jun 27, 2022, 11:34 AM IST

Updated : Jun 27, 2022, 12:46 PM IST

মুম্বই, 27 জুন : সোমবার সকাল সকাল অনুরাগীদের সুখবর শোনালেন 'রণলিয়া' জুটি ৷ কাপুর পরিবারে আসছে নয়া সদস্য ৷ মা হতে চলেছেন অভিনেত্রী আলিয়া ভাট । সোমবার মহেশ-ভাট কন্যা নিজেই ইনস্টা পোস্টে ফ্যানেদের জানিয়েছেন, 'খুব শীঘ্রই কোল আলো করে আসছে আমাদের সন্তান' (Alia Bhatt announces her pregnancy through social media post) ৷

তাঁর এই পোস্টের সঙ্গে দু'টি ছবিও শেয়ার করেছেন আলিয়া ৷ প্রথম ছবিতে দেখা যায় আলিয়া রয়েছেন কোনও হাসপাতালে, চলছে আল্ট্রাসোনোগ্রাফি ৷ আর দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে একটি সিংহের পরিবারকে ৷ সিংহ, সিংহী আর তাদের ছোট্ট শাবকের একটি ছবি শেয়ার করে ফ্য়ানেদের হ্যাপি ফ্যামিলির ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী ৷ ননদ ঋদ্ধিমা কাপুর, বলিউড সেলিব্রিটি রাকুলপ্রীত সিং, মৌনি রায়, করণ জোহর থেকে শুরু ডায়না পেন্টি পর্যন্ত ইতিমধ্যেই প্রচুর বি-টাউন সেলিব্রিটি শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে ৷

আরও পড়ুন : বলিউডে 30 বছর, সেলিব্রেশনে ফ্যানেদেরই শরণে আবেগী শাহরুখ

হাসপাতালে আলিয়ার সঙ্গী ছিলেন বেটার-হাফ রণবীর । অভিনেত্রীর পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে তাঁকেও । গত 14 এপ্রিল বিবাহবন্ধনে বাঁধা পড়েন রণবীর কাপুর এবং আলিয়া ভাট ৷ বিয়ের মাত্র আড়াই মাসের মধ্যেই ভক্তদের সুখবর শোনালেন তারকা দম্পতি ৷ আগামিতে আলিয়া এবং রণবীরকে একসঙ্গে পর্দায় দেখা যাবে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্র' ছবিতে ৷

মুম্বই, 27 জুন : সোমবার সকাল সকাল অনুরাগীদের সুখবর শোনালেন 'রণলিয়া' জুটি ৷ কাপুর পরিবারে আসছে নয়া সদস্য ৷ মা হতে চলেছেন অভিনেত্রী আলিয়া ভাট । সোমবার মহেশ-ভাট কন্যা নিজেই ইনস্টা পোস্টে ফ্যানেদের জানিয়েছেন, 'খুব শীঘ্রই কোল আলো করে আসছে আমাদের সন্তান' (Alia Bhatt announces her pregnancy through social media post) ৷

তাঁর এই পোস্টের সঙ্গে দু'টি ছবিও শেয়ার করেছেন আলিয়া ৷ প্রথম ছবিতে দেখা যায় আলিয়া রয়েছেন কোনও হাসপাতালে, চলছে আল্ট্রাসোনোগ্রাফি ৷ আর দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে একটি সিংহের পরিবারকে ৷ সিংহ, সিংহী আর তাদের ছোট্ট শাবকের একটি ছবি শেয়ার করে ফ্য়ানেদের হ্যাপি ফ্যামিলির ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী ৷ ননদ ঋদ্ধিমা কাপুর, বলিউড সেলিব্রিটি রাকুলপ্রীত সিং, মৌনি রায়, করণ জোহর থেকে শুরু ডায়না পেন্টি পর্যন্ত ইতিমধ্যেই প্রচুর বি-টাউন সেলিব্রিটি শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে ৷

আরও পড়ুন : বলিউডে 30 বছর, সেলিব্রেশনে ফ্যানেদেরই শরণে আবেগী শাহরুখ

হাসপাতালে আলিয়ার সঙ্গী ছিলেন বেটার-হাফ রণবীর । অভিনেত্রীর পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে তাঁকেও । গত 14 এপ্রিল বিবাহবন্ধনে বাঁধা পড়েন রণবীর কাপুর এবং আলিয়া ভাট ৷ বিয়ের মাত্র আড়াই মাসের মধ্যেই ভক্তদের সুখবর শোনালেন তারকা দম্পতি ৷ আগামিতে আলিয়া এবং রণবীরকে একসঙ্গে পর্দায় দেখা যাবে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্র' ছবিতে ৷

Last Updated : Jun 27, 2022, 12:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.