ETV Bharat / entertainment

Alia Leaves for Met Gala: মেট গালার উদ্দেশ্যে উড়ান আলিয়ার, সাজের দাম শুনলে চোখ উঠবে কপালে - ঝলমলে পোশাকে মেট গালার উদ্দেশ্যে উড়ান আলিয়ার

আট লাখি সাজে সেজে মেট গালায় অভিষেকের জন্য় রওনা দিলেন আলিয়া ভাট । মেট গালায় তাঁর সঙ্গে থাকবেন প্রিয়াঙ্কা-ক্যাটরিনারাও ।

Alia Bhatt Met Gala debut
আট লাখি সাজে সেজে মেট গালার উদ্দেশ্যে উড়ান আলিয়ার
author img

By

Published : Apr 29, 2023, 9:42 PM IST

হায়দরাবাদ, 29 এপ্রিল: বলি সুন্দরী আলিয়া ভাট খুব তাড়াতাড়ি মেট গালায় অভিষেক করতে চলেছেন । গাল গ্যাডোট এবং অন্য়ান্য় হলিউড অভিনেত্রীদের সঙ্গে এই ফ্যাশন গালায় দেখা যাবে তাঁকে । আমেরিকার সবচেয়ে বড় এই ফ্যাশন সন্ধ্যায় এবার দুনিয়াব্যাপী অনুরাগীদের মন ভোলাবেন রণবীর-পত্নী । সম্প্রতি ফিল্মফেয়ার জিতে নেওয়া এই অভিনেত্রীকে সেই কারণেই শনিবার সকালে দেখা গেল এয়ারপোর্টে ।

আলিয়াকে এদিন দেখা গেল সাদা ট্যাঙ্ক টপ আর ডেনিমে । একইসঙ্গে তাঁর গায়ে ছিল একটি গুচি বম্বার রঙিন জ্য়াকেটও । ছোট্ট বাঁশের হ্য়ান্ডেল লাগানো ছোট ব্যাগও ছিল আলিয়ার সঙ্গেই । আর নায়িকার পায়ে ছিল সাদা স্নিকার্স । তাঁর এই এয়ারপোর্ট লুক দেখে রীতিমতো মুগ্ধ অনুরাগীরা । খবর অনুযায়ী, তাঁর পোশাকের মূল্য বেশ কয়েক লাখ টাকা ।

এদিন যে মাল্টি কালার উল বম্বার জ্য়াকেটটি ছিল আলিয়ার পরণে শুধু তার দামই 3,67,855 টাকা । এই জ্যাকেটটি এসেছে অ্য়াডিডাস এক্স গুচি জিজি-এর কালেকশন থেকে । অন্যদিকে সঙ্গের ছোট্ট ব্যাগটি দেখতে একেবারে সাধারণ তবে তার মূল্য মোটেই সাধারণ নয় । এটি হল গুচি বাম্বুর 1947-এর স্পেশাল কালেকশন । যার দাম 3,67,855 টাকা । আর তাঁর স্নিকারের দামটুুকুই শুধু যদি ধরে নেওয়া হয় তাহলে তাঁর পরনে এদিন যে সাজ পোশাক ছিল তার দাম 8 লক্ষেরও বেশি । কারণ এর মধ্যে টপ এবং ডেনিম জিন্সের দামটিও ধরা হয়নি ।

মেট গালায় অভিষেকের জন্য় অবশ্য় আলিয়া সাজবেন প্রবাল গুরুংয়ের তৈরি পোশাকে । আলিয়ার সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া এবং ক্যাটরিনা কাইফও এই গালায় হাজির হতে চলেছেন । আগামীতে এই তিন কন্যেকে দেখা যাবে একটি বলিউড ছবিতেও । ফরহান আখতার পরিচালিত 'জি লে জারা' ছবিতে একসঙ্গে স্ক্রিনশেয়ার করবেন তাঁরা ।

আরও পড়ুন: সীতা নবমীতে সামনে এল জানকী রূপী কৃতির নতুন পোস্টার

হায়দরাবাদ, 29 এপ্রিল: বলি সুন্দরী আলিয়া ভাট খুব তাড়াতাড়ি মেট গালায় অভিষেক করতে চলেছেন । গাল গ্যাডোট এবং অন্য়ান্য় হলিউড অভিনেত্রীদের সঙ্গে এই ফ্যাশন গালায় দেখা যাবে তাঁকে । আমেরিকার সবচেয়ে বড় এই ফ্যাশন সন্ধ্যায় এবার দুনিয়াব্যাপী অনুরাগীদের মন ভোলাবেন রণবীর-পত্নী । সম্প্রতি ফিল্মফেয়ার জিতে নেওয়া এই অভিনেত্রীকে সেই কারণেই শনিবার সকালে দেখা গেল এয়ারপোর্টে ।

আলিয়াকে এদিন দেখা গেল সাদা ট্যাঙ্ক টপ আর ডেনিমে । একইসঙ্গে তাঁর গায়ে ছিল একটি গুচি বম্বার রঙিন জ্য়াকেটও । ছোট্ট বাঁশের হ্য়ান্ডেল লাগানো ছোট ব্যাগও ছিল আলিয়ার সঙ্গেই । আর নায়িকার পায়ে ছিল সাদা স্নিকার্স । তাঁর এই এয়ারপোর্ট লুক দেখে রীতিমতো মুগ্ধ অনুরাগীরা । খবর অনুযায়ী, তাঁর পোশাকের মূল্য বেশ কয়েক লাখ টাকা ।

এদিন যে মাল্টি কালার উল বম্বার জ্য়াকেটটি ছিল আলিয়ার পরণে শুধু তার দামই 3,67,855 টাকা । এই জ্যাকেটটি এসেছে অ্য়াডিডাস এক্স গুচি জিজি-এর কালেকশন থেকে । অন্যদিকে সঙ্গের ছোট্ট ব্যাগটি দেখতে একেবারে সাধারণ তবে তার মূল্য মোটেই সাধারণ নয় । এটি হল গুচি বাম্বুর 1947-এর স্পেশাল কালেকশন । যার দাম 3,67,855 টাকা । আর তাঁর স্নিকারের দামটুুকুই শুধু যদি ধরে নেওয়া হয় তাহলে তাঁর পরনে এদিন যে সাজ পোশাক ছিল তার দাম 8 লক্ষেরও বেশি । কারণ এর মধ্যে টপ এবং ডেনিম জিন্সের দামটিও ধরা হয়নি ।

মেট গালায় অভিষেকের জন্য় অবশ্য় আলিয়া সাজবেন প্রবাল গুরুংয়ের তৈরি পোশাকে । আলিয়ার সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া এবং ক্যাটরিনা কাইফও এই গালায় হাজির হতে চলেছেন । আগামীতে এই তিন কন্যেকে দেখা যাবে একটি বলিউড ছবিতেও । ফরহান আখতার পরিচালিত 'জি লে জারা' ছবিতে একসঙ্গে স্ক্রিনশেয়ার করবেন তাঁরা ।

আরও পড়ুন: সীতা নবমীতে সামনে এল জানকী রূপী কৃতির নতুন পোস্টার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.