ETV Bharat / entertainment

Alia Bhatt in Kashmir: শ্যুটিং করতে উপত্যকায়, আলিয়া যেন কাশ্মীর কি কলি - Alia Bhatt New Film RRKPK

'রকি অউর রানি কি প্রেম কাহানি'-র শ্য়ুটিংয়ের জন্য় এখন কাশ্মীরে রয়েছেন আলিয়া ৷ নেটপাড়ায় ভাইরাল হল তাঁর শ্যুটিংয়ের কিছু দৃশ্য়(Alia Bhatt New Film RRKPK ) ৷

Alia Bhatt in Kashmir
রকি অউর রানি কি প্রেম কাহানির শ্য়ুটিংয়ের জন্য কাশ্মীরে আলিয়া
author img

By

Published : Mar 4, 2023, 10:43 AM IST

Updated : Mar 4, 2023, 2:32 PM IST

কাশ্মীর, 4 মার্চ: অভিনেত্রী আলিয়া ভাট এখন ব্যস্ত তাঁর আসন্ন ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'-র শ্য়ুটিং নিয়ে ৷ করণ জোহর পরিচালিত এই ছবির শ্যুটিংয়ের জন্য় আপাতত কাশ্মীরে রয়েছেন পর্দার গাঙ্গুবাঈ ৷ সূত্রের খবর অনুযায়ী ছবির একটি গানের জন্য় কাশ্মীরকে বেছে নিয়েছেন নির্মাতারা ৷ যদিও এ ব্যাপারে কোনও সঠিক খবর এখনও সামনে আসেনি ৷ কিন্তু সোশাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে কিছু ছবি যা দেখে অনেকেই এই ধারণা করেছেন (Alia Bhatt New Film RRKPK)৷

নেটপাড়ায় ভাইরাল ছবিতে আলিয়াকে দেখা গিয়েছে লাল টার্টেল নেক সোয়েটার আর ম্যাচিং ব্লেজারে ৷ আলিয়াকে একটি গাড়ির ভিতরেও দেখা গিয়েছে ৷ ছবির একটি রোম্যান্টিক গান এই পাহাড়ি উপত্যকায় শ্যুট করা হতে পারে বলেই খবর ৷ আলিয়ার এই ছবি নিয়ে বহুদিন ধরেই অপেক্ষার দিন গুনছেন ভক্তরা ৷

এই ছবিতে আলিয়া জুটি বাঁধতে চলেছেন রণবীর সিংহের সঙ্গে ৷ ছবিতে আরও রয়েছেন ধর্মেন্দ্র, শাবানা আজমি, জয়া বচ্চনের মতো অভিনেতা অভিনেত্রীরা ৷ রণবীর-আলিয়া এই নিয়ে করণের ছবিতে দ্বিতীয়বার জুটি বাঁধতে চলেছেন ৷ এর আগে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবিতে ৷ 2016 সালে মুক্তি পেয়েছিল এই ছবিটি ৷

Alia Bhatt in Kashmir
করণের ছবির শ্য়ুটিংয়ের জন্য় এখন কাশ্মীরে রয়েছেন আলিয়া

কিছুদিন আগেই একটি মিষ্টি বার্তা দিয়ে ছবির নতুন তারিখ ঘোষণা করেছিলেন করণ ৷ তিনি লিখেছিলেন, "কেউ কেউ বলেন সবুরে মেওয়া ফলে ৷ সুতরাং এই অসাধারণ গল্পটির মিষ্টত্ব আরও বাড়িয়ে দিতে আমরা আসছি অনেকটা ভালোবাসা সঙ্গে নিয়ে ৷ রকি আর রানির পরিবার তৈরি, এবার দেখুন এদের দুরন্ত ভালোবাসার গল্প ৷ রকি অউর রানি কি প্রেম কাহানি পর্দায় আসছে আগামী 28 জুলাই ৷" যদিও প্রথমে এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল এবছর ভ্যালেন্টাইন ডে-তে ৷ তবে শেষমেশষ তা সম্ভব হয়নি ৷

আরও পড়ুন: অ্যারেঞ্জড ম্যারেজ মানেই অতীতের বিষয়, তা নয়; নতুন ছবি নিয়ে মত শাবানার

কাশ্মীর, 4 মার্চ: অভিনেত্রী আলিয়া ভাট এখন ব্যস্ত তাঁর আসন্ন ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'-র শ্য়ুটিং নিয়ে ৷ করণ জোহর পরিচালিত এই ছবির শ্যুটিংয়ের জন্য় আপাতত কাশ্মীরে রয়েছেন পর্দার গাঙ্গুবাঈ ৷ সূত্রের খবর অনুযায়ী ছবির একটি গানের জন্য় কাশ্মীরকে বেছে নিয়েছেন নির্মাতারা ৷ যদিও এ ব্যাপারে কোনও সঠিক খবর এখনও সামনে আসেনি ৷ কিন্তু সোশাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে কিছু ছবি যা দেখে অনেকেই এই ধারণা করেছেন (Alia Bhatt New Film RRKPK)৷

নেটপাড়ায় ভাইরাল ছবিতে আলিয়াকে দেখা গিয়েছে লাল টার্টেল নেক সোয়েটার আর ম্যাচিং ব্লেজারে ৷ আলিয়াকে একটি গাড়ির ভিতরেও দেখা গিয়েছে ৷ ছবির একটি রোম্যান্টিক গান এই পাহাড়ি উপত্যকায় শ্যুট করা হতে পারে বলেই খবর ৷ আলিয়ার এই ছবি নিয়ে বহুদিন ধরেই অপেক্ষার দিন গুনছেন ভক্তরা ৷

এই ছবিতে আলিয়া জুটি বাঁধতে চলেছেন রণবীর সিংহের সঙ্গে ৷ ছবিতে আরও রয়েছেন ধর্মেন্দ্র, শাবানা আজমি, জয়া বচ্চনের মতো অভিনেতা অভিনেত্রীরা ৷ রণবীর-আলিয়া এই নিয়ে করণের ছবিতে দ্বিতীয়বার জুটি বাঁধতে চলেছেন ৷ এর আগে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবিতে ৷ 2016 সালে মুক্তি পেয়েছিল এই ছবিটি ৷

Alia Bhatt in Kashmir
করণের ছবির শ্য়ুটিংয়ের জন্য় এখন কাশ্মীরে রয়েছেন আলিয়া

কিছুদিন আগেই একটি মিষ্টি বার্তা দিয়ে ছবির নতুন তারিখ ঘোষণা করেছিলেন করণ ৷ তিনি লিখেছিলেন, "কেউ কেউ বলেন সবুরে মেওয়া ফলে ৷ সুতরাং এই অসাধারণ গল্পটির মিষ্টত্ব আরও বাড়িয়ে দিতে আমরা আসছি অনেকটা ভালোবাসা সঙ্গে নিয়ে ৷ রকি আর রানির পরিবার তৈরি, এবার দেখুন এদের দুরন্ত ভালোবাসার গল্প ৷ রকি অউর রানি কি প্রেম কাহানি পর্দায় আসছে আগামী 28 জুলাই ৷" যদিও প্রথমে এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল এবছর ভ্যালেন্টাইন ডে-তে ৷ তবে শেষমেশষ তা সম্ভব হয়নি ৷

আরও পড়ুন: অ্যারেঞ্জড ম্যারেজ মানেই অতীতের বিষয়, তা নয়; নতুন ছবি নিয়ে মত শাবানার

Last Updated : Mar 4, 2023, 2:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.