ETV Bharat / entertainment

Alia Confirms Child Arrival: কোল আলো করে এসেছে ম্যাজিকাল কন্যা, ঘোষণা আলিয়ার - ম্যাজিকাল কন্যা

কোল আলো করে এসেছে ম্যাজিকাল কন্যা (Magical Girl)৷ সন্তান প্রসবের (Alia Confirms Child Arrival) অব্যবহিত পরেই ইনস্টাগ্রামে পোস্ট করে সুখবরটি নিশ্চিত করেছেন আলিয়া ভাট (Alia Bhatt)৷

Alia Bhatt Confirms Child Arrival, calls her newborn 'magical girl'
কোল আলো করে এসেছে ম্যাজিকাল কন্যা, ঘোষণা আলিয়ার
author img

By

Published : Nov 6, 2022, 2:23 PM IST

মুম্বই, 6 নভেম্বর: খবরটা আগেই আগ্নেয়গিরির লাভা উদগীরণের মতো ছড়িয়ে পড়েছিল ৷ এ বার সেই সুখবর নিশ্চিত করলেন স্বয়ং আলিয়া ভাট (Alia Bhatt)৷ মা হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জানানো হয়েছে, এক ম্যাজিকাল কন্যা (Magical Girl) এসেছে রণবীর ও আলিয়ার কোলে ৷

রবিবার আলিয়ার (Alia Confirms Child Arrival) ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি সিংহ পরিবারের ছবি পোস্ট করা হয়েছে ৷ সেই ছবিতে লেখা রয়েছে, "আর এ বার আমাদের জীবনের সেরা খবর: আমাদের সন্তান এসেছে...কী ম্যাজিকাল সেই মেয়ে ৷ আমরা আনুষ্ঠানিক ভাবে ভালোবাসার বিস্ফোরণের মধ্যে রয়েছি ৷ আমরা আশীর্বাদধন্য বাবা-মা ৷" পোস্টটির শেষে আলিয়া লিখেছেন, "love love love Alia and Ranbir"৷

রবিবার মুম্বইয়ের গিরগাঁও-তে এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছে আলিয়া ভাটকে ৷ আজ সকাল 7.30টা নাগাদ রণবীর কাপুর তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে হাসপাতালে যান ৷ সেই ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় ৷ এই হাসপাতালেই চিকিৎসা হয়েছিল প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের ৷ নিশ্চিত খবর না মিললেও, এই ভিডিয়ো ছড়িয়ে পড়ার পরই জল্পনা তুঙ্গে ওঠে যে, আজই রণলিয়ার জীবনে আসতে চলেছে নয়া অতিথি ৷ সুখবরটা আসে তার কিছু সময় পরই ৷

আরও পড়ুন: Ranbir-Alia Welcome First Child: মা হলেন আলিয়া

গত জুন মাসে আলিয়া ভাট ও রণবীর কাপুর ঘোষণা করেছিলেন যে, তাঁরা খুব শিগগিরই মাতৃত্ব ও পিতৃত্বের সফর শুরু করতে চলেছেন ৷ ইনস্টাগ্রাম প্রোফাইলে যে ছবিটি তাঁরা পোস্ট করেন তাতে দেখা যাচ্ছিল যে, আল্ট্রা সোনোগ্রাফি হচ্ছে আলিয়ার ৷ তাঁর পাশে রয়েছেন হাবি রণবীর ৷ ক্যাপশনে আলিয়া লেখেন, "আমাদের সন্তান...খুব শিগগিরই আসছে ৷"

চলতি বছরেই 14 এপ্রিল বিয়ে হয় রণবীর কাপুর ও আলিয়া ভাট ৷ শুধু ব্যক্তিগত জীবনই নয়, কর্মক্ষেত্রেও এই বছরটা তাঁদের এনে দিয়েছে অনেক কিছু ৷ সম্প্রতি রণলিয়াকে এক ফ্রেমে দেখা গিয়েছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ব্রহ্মাস্ত্রতে ৷ বিশ্বজুড়ে বক্স অফিসে এই ছবি এখনও পর্যন্ত 450 কোটি টাকার ব্যবসা করেছে ৷ এছাড়াও এ বছরই মুক্তি পাওয়া আলিয়ার গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়িতে অভিনয়ের জন্য দর্শকদের প্রশংসা আদায় করে নিয়েছেন আলিয়া ভাট ৷

মুম্বই, 6 নভেম্বর: খবরটা আগেই আগ্নেয়গিরির লাভা উদগীরণের মতো ছড়িয়ে পড়েছিল ৷ এ বার সেই সুখবর নিশ্চিত করলেন স্বয়ং আলিয়া ভাট (Alia Bhatt)৷ মা হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জানানো হয়েছে, এক ম্যাজিকাল কন্যা (Magical Girl) এসেছে রণবীর ও আলিয়ার কোলে ৷

রবিবার আলিয়ার (Alia Confirms Child Arrival) ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি সিংহ পরিবারের ছবি পোস্ট করা হয়েছে ৷ সেই ছবিতে লেখা রয়েছে, "আর এ বার আমাদের জীবনের সেরা খবর: আমাদের সন্তান এসেছে...কী ম্যাজিকাল সেই মেয়ে ৷ আমরা আনুষ্ঠানিক ভাবে ভালোবাসার বিস্ফোরণের মধ্যে রয়েছি ৷ আমরা আশীর্বাদধন্য বাবা-মা ৷" পোস্টটির শেষে আলিয়া লিখেছেন, "love love love Alia and Ranbir"৷

রবিবার মুম্বইয়ের গিরগাঁও-তে এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছে আলিয়া ভাটকে ৷ আজ সকাল 7.30টা নাগাদ রণবীর কাপুর তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে হাসপাতালে যান ৷ সেই ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় ৷ এই হাসপাতালেই চিকিৎসা হয়েছিল প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের ৷ নিশ্চিত খবর না মিললেও, এই ভিডিয়ো ছড়িয়ে পড়ার পরই জল্পনা তুঙ্গে ওঠে যে, আজই রণলিয়ার জীবনে আসতে চলেছে নয়া অতিথি ৷ সুখবরটা আসে তার কিছু সময় পরই ৷

আরও পড়ুন: Ranbir-Alia Welcome First Child: মা হলেন আলিয়া

গত জুন মাসে আলিয়া ভাট ও রণবীর কাপুর ঘোষণা করেছিলেন যে, তাঁরা খুব শিগগিরই মাতৃত্ব ও পিতৃত্বের সফর শুরু করতে চলেছেন ৷ ইনস্টাগ্রাম প্রোফাইলে যে ছবিটি তাঁরা পোস্ট করেন তাতে দেখা যাচ্ছিল যে, আল্ট্রা সোনোগ্রাফি হচ্ছে আলিয়ার ৷ তাঁর পাশে রয়েছেন হাবি রণবীর ৷ ক্যাপশনে আলিয়া লেখেন, "আমাদের সন্তান...খুব শিগগিরই আসছে ৷"

চলতি বছরেই 14 এপ্রিল বিয়ে হয় রণবীর কাপুর ও আলিয়া ভাট ৷ শুধু ব্যক্তিগত জীবনই নয়, কর্মক্ষেত্রেও এই বছরটা তাঁদের এনে দিয়েছে অনেক কিছু ৷ সম্প্রতি রণলিয়াকে এক ফ্রেমে দেখা গিয়েছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ব্রহ্মাস্ত্রতে ৷ বিশ্বজুড়ে বক্স অফিসে এই ছবি এখনও পর্যন্ত 450 কোটি টাকার ব্যবসা করেছে ৷ এছাড়াও এ বছরই মুক্তি পাওয়া আলিয়ার গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়িতে অভিনয়ের জন্য দর্শকদের প্রশংসা আদায় করে নিয়েছেন আলিয়া ভাট ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.