ETV Bharat / entertainment

Alia Bhatt Announces Jigra: করণ জোহরের সঙ্গে প্রযোজনায় আলিয়া, আসছে 'জিগরা' - করণ জোহরের হাত ধরেই অভিনয়ে অভিষেক

Alia Bhatt New Movie: এর আগে করণ জোহরের হাত ধরেই অভিনয়ে অভিষেক করেছিলেন তিনি ৷ এবার প্রযোজক হিসাবেও তিনি হাত মেলালেন করণের সঙ্গে ৷ ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী বছর 27 সেপ্টেম্বর ৷ ছবির নাম 'জিগরা' ৷

Alia Bhatt Announces Jigra
ধর্ম প্রোডাকশনের সঙ্গে প্রযোজনায় আলিয়া
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2023, 3:36 PM IST

হায়দরাবাদ, 26 সেপ্টেম্বর: বক্স অফিসে বিপুল সাফল্য পেয়েছে 'রকি অর রানি কি প্রেম কাহানি' ৷ রণবীর সিং-আলিয়া ভাট জুটির এই ছবি রীতিমতো মন কেড়েছিল সিনেপ্রেমীদের ৷ একইসঙ্গে করণ জোহরও আবার ফিরছেন নিজস্ব ফর্মে ৷ আর এবার তাঁর নতুন ছবির ঘোষণা করলেন বলিউডের এই হট ডিভা ৷

এবারও ধর্মা প্রোডাকশনেরই হাত ধরছেন তিনি ৷ কিন্তু তাঁর এই ছবির পরিচালনা করণ জোহর করছেন না ৷ আলিয়া জানিয়েছেন প্রতিভাবান পরিচালক ভাসান বালার হাতেই রয়েছে এই ছবির দায়িত্ব ৷ ছবির নাম এবং একটি মোশন পোস্টার মঙ্গলবার ইনস্টায় শেয়ার করেছেন নায়িকা ৷ আলিয়ার এই নতুন প্রজেক্টের নাম জিগরা ৷ পোস্টারে দেখা গিয়েছে আলিয়ার পিঠে ব্যাগ আর পরণে রয়েছে টপ এবং ট্রাউজার ৷ এই ছবিতে শুধু যে অভিনেত্রীর ভূমিকায় দেখা যাবে আলিয়াকে তা নয় ৷ পোস্টারের ক্যাপশনে সে কথাই জানিয়েছেন অভিনেত্রী ৷

তিনি লিখেছেন, "আসছে জিগরা ৷ পরিচালনার দায়িত্বে রয়েছেন ভীষণ প্রতিভাবান ভাসন বালা ৷ আর ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছে ধর্মা প্রোডাকশন এবং ইটারনাল সানসাইন প্রোডাকশন ৷ একসময় ধর্মা প্রোডাকশনের হাত ধরেই অভিষেক করেছিলাম ছবিতে ৷ আর আজ তাদের সঙ্গেই যৌথভাবে ছবি প্রযোজনা করছি ৷ একদিক দেখতে গেলে হয়তো একটা বৃত্ত পূর্ণতা পেল ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: ফের হাজার কোটির শৃঙ্গ জয়, প্রথমে পাঠান পরে জওয়ান; বলিউডে রাজত্ব কিং খানের

আলিয়া জানিয়েছেন, প্রতিটা দিন তাঁর কাছে নতুুন নতুন চ্যালেঞ্জ তৈরি করে ৷ ঠিক যেমন আজ তিনি উত্তেজিত আবার তাঁর একটু ভয়ও করছে ৷ যদিও প্রযোজক হিসেবে এর আগেই কাজ করেছেন তিনি ৷ 'ডার্লিংস' ছবির হাত ধরে প্রথমবার প্রযোজনায় পা রাখেন তিনি ৷ আলিয়ার 'জিগরা' কবে মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে ৷ আলিয়া জানান আগামী বছর 27 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি ৷

হায়দরাবাদ, 26 সেপ্টেম্বর: বক্স অফিসে বিপুল সাফল্য পেয়েছে 'রকি অর রানি কি প্রেম কাহানি' ৷ রণবীর সিং-আলিয়া ভাট জুটির এই ছবি রীতিমতো মন কেড়েছিল সিনেপ্রেমীদের ৷ একইসঙ্গে করণ জোহরও আবার ফিরছেন নিজস্ব ফর্মে ৷ আর এবার তাঁর নতুন ছবির ঘোষণা করলেন বলিউডের এই হট ডিভা ৷

এবারও ধর্মা প্রোডাকশনেরই হাত ধরছেন তিনি ৷ কিন্তু তাঁর এই ছবির পরিচালনা করণ জোহর করছেন না ৷ আলিয়া জানিয়েছেন প্রতিভাবান পরিচালক ভাসান বালার হাতেই রয়েছে এই ছবির দায়িত্ব ৷ ছবির নাম এবং একটি মোশন পোস্টার মঙ্গলবার ইনস্টায় শেয়ার করেছেন নায়িকা ৷ আলিয়ার এই নতুন প্রজেক্টের নাম জিগরা ৷ পোস্টারে দেখা গিয়েছে আলিয়ার পিঠে ব্যাগ আর পরণে রয়েছে টপ এবং ট্রাউজার ৷ এই ছবিতে শুধু যে অভিনেত্রীর ভূমিকায় দেখা যাবে আলিয়াকে তা নয় ৷ পোস্টারের ক্যাপশনে সে কথাই জানিয়েছেন অভিনেত্রী ৷

তিনি লিখেছেন, "আসছে জিগরা ৷ পরিচালনার দায়িত্বে রয়েছেন ভীষণ প্রতিভাবান ভাসন বালা ৷ আর ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছে ধর্মা প্রোডাকশন এবং ইটারনাল সানসাইন প্রোডাকশন ৷ একসময় ধর্মা প্রোডাকশনের হাত ধরেই অভিষেক করেছিলাম ছবিতে ৷ আর আজ তাদের সঙ্গেই যৌথভাবে ছবি প্রযোজনা করছি ৷ একদিক দেখতে গেলে হয়তো একটা বৃত্ত পূর্ণতা পেল ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: ফের হাজার কোটির শৃঙ্গ জয়, প্রথমে পাঠান পরে জওয়ান; বলিউডে রাজত্ব কিং খানের

আলিয়া জানিয়েছেন, প্রতিটা দিন তাঁর কাছে নতুুন নতুন চ্যালেঞ্জ তৈরি করে ৷ ঠিক যেমন আজ তিনি উত্তেজিত আবার তাঁর একটু ভয়ও করছে ৷ যদিও প্রযোজক হিসেবে এর আগেই কাজ করেছেন তিনি ৷ 'ডার্লিংস' ছবির হাত ধরে প্রথমবার প্রযোজনায় পা রাখেন তিনি ৷ আলিয়ার 'জিগরা' কবে মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে ৷ আলিয়া জানান আগামী বছর 27 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.