ETV Bharat / entertainment

Alexandra New Film: কোন ছবির কাজে কলকাতা ছেড়ে উড়ে গেলেন আলেকজান্দ্রা টেইলর? - alexandra taylor jets off for new film shooting

নতুন ছবির শ্যুটিংয়ের জন্য বিদেশে উড়ে গেলেন অভিনেত্রী আলেকজান্দ্রা টেইলর ৷ ছবির নাম 'বাবুসোনা' ৷ ইটিভি ভারতকে জানালেন অভিনেত্রী নিজেই (Alexandra Taylor jets off to London) ৷

Etv Bharat
নতুন ছবি শ্য়ুটিংয়ের জন্য বিদেশ যাত্রা আলেকজান্দ্রার
author img

By

Published : Mar 30, 2023, 1:04 PM IST

কলকাতা, 30 মার্চ: বেশ অনেকদিন কলকাতায় থাকার পর কলকাতা ছাড়লেন অভিনেত্রী আলেকজান্দ্রা টেইলর । বৃহস্পতিবার সকালে তাঁর সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন তিনি। তাতে লেখেন, "বিদেশিনী আর নেই ৷ আজ কলকাতা ছাড়ছি আমার পরবর্তী ছবির শ্যুটিংয়ের জন্য় ৷ তাড়াতাড়ি আবার দেখা হবে কলকাতা ৷ আমি চলে যাচ্ছি কিন্তু চলে যাচ্ছি অসম্পূর্ণ হয়ে ৷ কারণ আমার হৃদয়ের একটা টুকরো এখানেই থেকে যাবে ৷ আমার বাড়ি ৷...ধন্যবাদ আমাকে আপন করে নেওয়ার জন্য় ৷ আবার ফিরে আসব খুব তাড়াতাড়ি ৷"
কোন ছবির শ্য়ুটিংয়ের জন্য় চললেন অভিনেত্রী? এসব জানতেই তাঁর সঙ্গে যোগাযোগ করে ইটিভি ভারত । অভিনেত্রী বলেন, "আমি লন্ডনে যাচ্ছি । 'বাবুসোনা' ছবির শ্য়ুটিংয়ে (Alexandra New Film Babu Sona)। কলকাতাকে খুব মিস করব । তবে, বাংলা ছবিরই কাজে যাচ্ছি । এটা আনন্দের।" অংশুমান প্রত্যুষ পরিচালিত 'ওগো বিদেশিনী' ছবির প্রচারে এসে ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে এর আগেই অভিনেত্রী জানিয়েছিলেন যে তিনি বাংলা সিনেমার নায়িকা হতে চান । 'বাবুসোনা' ছবিতে কেমন চরিত্রে অভিনয় করবেন তিনি সেটাই দেখার ?

Alexandra Taylor
এর আগে অঙ্কুশ হাজরার ওগো বিদেশিনী ছবিতে কাজ করেছেন আলেকজান্দ্রা
অংশুমান প্রত্যুষ পরিচালিত 'ওগো বিদেশিনী' ছবিতে অঙ্কুশ হাজরার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন আলেকজান্দ্রা টেইলর । সেই ছবির দৌলতে দর্শকের মন কেড়ে নেন আলেকজান্দ্রা । এরপর ঋষভ বসুর সঙ্গে ওড়িয়া মিউজিক ভিডিয়োতে দেখা গিয়েছে আলেক্সান্দ্রাকে । দেবের 'বাঘাযতীন'-ছবিতে অভিনয় করছেন এই বিদেশিনী । ছবির কাজ শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যেই । এবার শুরু হতে চলেছে 'বাবু সোনা' ছবির কাজ ।
Alexandra Taylor
কাজ করেছেন দেবের সঙ্গেও
প্রসঙ্গত, বাংলা ছবিতে কাজ করতে এসে বাংলার সঙ্গে মিলেমিশে গিয়েছেন তিনি । এ বছর বাংলার দোলের মজা লুটেপুটে নিয়েছেন তিনি । ছবির প্রোমোশনে ঘুরে বেড়িয়েছেন কালীঘাট চত্বর সহ কলকাতার বিভিন্ন জায়গা । রপ্ত করেছেন বাংলার সংস্কৃতি । শিখেছেন অল্প অল্প রবীন্দ্র সঙ্গীত । বিদেশিনী এখন এই শহরের অনেকেরই হার্টথ্রব । তিনি কি মন দিয়েছেন কাউকে? আপাতত সেরকম কোনও পাকাপোক্ত খবর নেই। আরও পড়ুন: 'আদিপুরুষ' ছবির পোস্টার শেয়ার করে 'জয় শ্রী রাম' লিখলেন কৃতি, শুরু ট্রলিং

কলকাতা, 30 মার্চ: বেশ অনেকদিন কলকাতায় থাকার পর কলকাতা ছাড়লেন অভিনেত্রী আলেকজান্দ্রা টেইলর । বৃহস্পতিবার সকালে তাঁর সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন তিনি। তাতে লেখেন, "বিদেশিনী আর নেই ৷ আজ কলকাতা ছাড়ছি আমার পরবর্তী ছবির শ্যুটিংয়ের জন্য় ৷ তাড়াতাড়ি আবার দেখা হবে কলকাতা ৷ আমি চলে যাচ্ছি কিন্তু চলে যাচ্ছি অসম্পূর্ণ হয়ে ৷ কারণ আমার হৃদয়ের একটা টুকরো এখানেই থেকে যাবে ৷ আমার বাড়ি ৷...ধন্যবাদ আমাকে আপন করে নেওয়ার জন্য় ৷ আবার ফিরে আসব খুব তাড়াতাড়ি ৷"
কোন ছবির শ্য়ুটিংয়ের জন্য় চললেন অভিনেত্রী? এসব জানতেই তাঁর সঙ্গে যোগাযোগ করে ইটিভি ভারত । অভিনেত্রী বলেন, "আমি লন্ডনে যাচ্ছি । 'বাবুসোনা' ছবির শ্য়ুটিংয়ে (Alexandra New Film Babu Sona)। কলকাতাকে খুব মিস করব । তবে, বাংলা ছবিরই কাজে যাচ্ছি । এটা আনন্দের।" অংশুমান প্রত্যুষ পরিচালিত 'ওগো বিদেশিনী' ছবির প্রচারে এসে ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে এর আগেই অভিনেত্রী জানিয়েছিলেন যে তিনি বাংলা সিনেমার নায়িকা হতে চান । 'বাবুসোনা' ছবিতে কেমন চরিত্রে অভিনয় করবেন তিনি সেটাই দেখার ?

Alexandra Taylor
এর আগে অঙ্কুশ হাজরার ওগো বিদেশিনী ছবিতে কাজ করেছেন আলেকজান্দ্রা
অংশুমান প্রত্যুষ পরিচালিত 'ওগো বিদেশিনী' ছবিতে অঙ্কুশ হাজরার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন আলেকজান্দ্রা টেইলর । সেই ছবির দৌলতে দর্শকের মন কেড়ে নেন আলেকজান্দ্রা । এরপর ঋষভ বসুর সঙ্গে ওড়িয়া মিউজিক ভিডিয়োতে দেখা গিয়েছে আলেক্সান্দ্রাকে । দেবের 'বাঘাযতীন'-ছবিতে অভিনয় করছেন এই বিদেশিনী । ছবির কাজ শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যেই । এবার শুরু হতে চলেছে 'বাবু সোনা' ছবির কাজ ।
Alexandra Taylor
কাজ করেছেন দেবের সঙ্গেও
প্রসঙ্গত, বাংলা ছবিতে কাজ করতে এসে বাংলার সঙ্গে মিলেমিশে গিয়েছেন তিনি । এ বছর বাংলার দোলের মজা লুটেপুটে নিয়েছেন তিনি । ছবির প্রোমোশনে ঘুরে বেড়িয়েছেন কালীঘাট চত্বর সহ কলকাতার বিভিন্ন জায়গা । রপ্ত করেছেন বাংলার সংস্কৃতি । শিখেছেন অল্প অল্প রবীন্দ্র সঙ্গীত । বিদেশিনী এখন এই শহরের অনেকেরই হার্টথ্রব । তিনি কি মন দিয়েছেন কাউকে? আপাতত সেরকম কোনও পাকাপোক্ত খবর নেই। আরও পড়ুন: 'আদিপুরুষ' ছবির পোস্টার শেয়ার করে 'জয় শ্রী রাম' লিখলেন কৃতি, শুরু ট্রলিং
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.