কলকাতা, 30 মার্চ: বেশ অনেকদিন কলকাতায় থাকার পর কলকাতা ছাড়লেন অভিনেত্রী আলেকজান্দ্রা টেইলর । বৃহস্পতিবার সকালে তাঁর সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন তিনি। তাতে লেখেন, "বিদেশিনী আর নেই ৷ আজ কলকাতা ছাড়ছি আমার পরবর্তী ছবির শ্যুটিংয়ের জন্য় ৷ তাড়াতাড়ি আবার দেখা হবে কলকাতা ৷ আমি চলে যাচ্ছি কিন্তু চলে যাচ্ছি অসম্পূর্ণ হয়ে ৷ কারণ আমার হৃদয়ের একটা টুকরো এখানেই থেকে যাবে ৷ আমার বাড়ি ৷...ধন্যবাদ আমাকে আপন করে নেওয়ার জন্য় ৷ আবার ফিরে আসব খুব তাড়াতাড়ি ৷"
কোন ছবির শ্য়ুটিংয়ের জন্য় চললেন অভিনেত্রী? এসব জানতেই তাঁর সঙ্গে যোগাযোগ করে ইটিভি ভারত । অভিনেত্রী বলেন, "আমি লন্ডনে যাচ্ছি । 'বাবুসোনা' ছবির শ্য়ুটিংয়ে (Alexandra New Film Babu Sona)। কলকাতাকে খুব মিস করব । তবে, বাংলা ছবিরই কাজে যাচ্ছি । এটা আনন্দের।" অংশুমান প্রত্যুষ পরিচালিত 'ওগো বিদেশিনী' ছবির প্রচারে এসে ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে এর আগেই অভিনেত্রী জানিয়েছিলেন যে তিনি বাংলা সিনেমার নায়িকা হতে চান । 'বাবুসোনা' ছবিতে কেমন চরিত্রে অভিনয় করবেন তিনি সেটাই দেখার ?
Alexandra New Film: কোন ছবির কাজে কলকাতা ছেড়ে উড়ে গেলেন আলেকজান্দ্রা টেইলর? - alexandra taylor jets off for new film shooting
নতুন ছবির শ্যুটিংয়ের জন্য বিদেশে উড়ে গেলেন অভিনেত্রী আলেকজান্দ্রা টেইলর ৷ ছবির নাম 'বাবুসোনা' ৷ ইটিভি ভারতকে জানালেন অভিনেত্রী নিজেই (Alexandra Taylor jets off to London) ৷
কলকাতা, 30 মার্চ: বেশ অনেকদিন কলকাতায় থাকার পর কলকাতা ছাড়লেন অভিনেত্রী আলেকজান্দ্রা টেইলর । বৃহস্পতিবার সকালে তাঁর সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন তিনি। তাতে লেখেন, "বিদেশিনী আর নেই ৷ আজ কলকাতা ছাড়ছি আমার পরবর্তী ছবির শ্যুটিংয়ের জন্য় ৷ তাড়াতাড়ি আবার দেখা হবে কলকাতা ৷ আমি চলে যাচ্ছি কিন্তু চলে যাচ্ছি অসম্পূর্ণ হয়ে ৷ কারণ আমার হৃদয়ের একটা টুকরো এখানেই থেকে যাবে ৷ আমার বাড়ি ৷...ধন্যবাদ আমাকে আপন করে নেওয়ার জন্য় ৷ আবার ফিরে আসব খুব তাড়াতাড়ি ৷"
কোন ছবির শ্য়ুটিংয়ের জন্য় চললেন অভিনেত্রী? এসব জানতেই তাঁর সঙ্গে যোগাযোগ করে ইটিভি ভারত । অভিনেত্রী বলেন, "আমি লন্ডনে যাচ্ছি । 'বাবুসোনা' ছবির শ্য়ুটিংয়ে (Alexandra New Film Babu Sona)। কলকাতাকে খুব মিস করব । তবে, বাংলা ছবিরই কাজে যাচ্ছি । এটা আনন্দের।" অংশুমান প্রত্যুষ পরিচালিত 'ওগো বিদেশিনী' ছবির প্রচারে এসে ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে এর আগেই অভিনেত্রী জানিয়েছিলেন যে তিনি বাংলা সিনেমার নায়িকা হতে চান । 'বাবুসোনা' ছবিতে কেমন চরিত্রে অভিনয় করবেন তিনি সেটাই দেখার ?