নিউইয়র্ক, 11 সেপ্টেম্বর: এতদিন বিশ্ব উদ্ধারে ব্যস্ত ছিলেন ক্যাপ্টেন আমেরিকা ৷ অবশেষে 2019 সালে অ্যাভেঞ্জার্সদের সঙ্গে নিয়ে গেম ওভার করেন থ্যানোসের ৷ এবার ক্যাপ্টেন আমেরিকা শুরু করেছেন নতুন এক মিশন ৷ এই মিশনে তাঁর সঙ্গী আলবা বাপতিস্তা ৷ তাহলে খোলসা করেই বলা যাক ৷ 42 বছর বয়সে খানিকটা গোপনেই বিয়ে সেরে ফেললেন 'ক্যাপ্টেন আমেরিকা' অর্থাৎ, অভিনেতা ক্রিস ইভান্স ৷ পাত্রী ক্রিসের থেকে 16 বছরের ছোট পর্তুগিজ অভিনেত্রী আলবা বাপতিস্তা ৷ বস্টনের ম্যাসাচুসেটসে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে সপ্তাহ শেষে বিয়ে সেরে নিলেন দুই তারকা ৷
সূত্রের খবর, শনিবার এই বিয়ে সম্পন্ন হয়েছে ৷ তবে দুই তারকা এখনও অফিসিয়ালি কিছু জানাননি ৷ ইতিমধ্যেই ক্রিস-আলবার বিয়ে নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে ৷ জানা গিয়েছে, বিয়েতে যাঁরা আমন্ত্রিত ছিলেন তাঁদের ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা করা হয়েছিল ৷ পাশাপাশি ছবি যাতে ইন্টারনেটে ছড়িয়ে না-পড়ে, সেকারণে একটি চুক্তিপত্রেও সই করানো হয়েছিল আমন্ত্রিত অতিথিদের ৷ অতিথি তালিকায় ছিলেন ক্রিস ও আলবার পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাভেঞ্জার্স সিরিজে ক্রিসের কো-স্টার রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস হেমসওয়ার্থ ও জেরেমি রেনার, এমিলি ব্লান্ট ৷
-
Chris Evans and girlfriend Alba Baptiste scare each other in hilarious set of videos. ❤️ pic.twitter.com/EVfGkUEwjT
— Pop Crave (@PopCrave) January 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Chris Evans and girlfriend Alba Baptiste scare each other in hilarious set of videos. ❤️ pic.twitter.com/EVfGkUEwjT
— Pop Crave (@PopCrave) January 6, 2023Chris Evans and girlfriend Alba Baptiste scare each other in hilarious set of videos. ❤️ pic.twitter.com/EVfGkUEwjT
— Pop Crave (@PopCrave) January 6, 2023
আরও পড়ুন: মহিলাদের শ্লীলতাহানি, পদদলিত অনুরাগীরা! রহমানের কনসার্টে চূড়ান্ত বিশৃঙ্খলা
অভিনেতা ক্রিস ও বাপসিস্তা প্রথম একসঙ্গে কাজ করেন 'মিসেস হ্যারিস গোজ টু প্যারিস' ৷ ছবিটি মুক্তি পায় 2022 সালে ৷ তার আগেই থেকেই এই দুই তারকার রোম্যান্সের গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল ৷ 2021 সালের নভেম্বর থেকে তাঁদের সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয় ৷ এরপর সামাজিক মাধ্যমে তাঁদের একের পর এক ভিডিয়ো প্রকাশ্যে আসতে থাকে ৷ মজাদার সেই ভিডিয়ো ভাইরাল হয় নিমেষে ৷ তারপরেই অনুরাগীরা মনে করতে থাকেন, এই দুই তারকা হয়তো সেরে ফেলেছেন এনগেজমেন্ট ৷ তবে আচমকা বিয়ের খবর সামনে আসায়, অবাক হয়েছেন ফ্যানেরা ৷
(পিটিআই)