ETV Bharat / entertainment

Akshay and Raveena: 'আবার বছর কুড়ি পরে...', জুটি বাঁধছেন রবিনা-অক্ষয়? - Akshay Raveena to share screen after 20 years

প্রায় 20 বছর বাদে আবার পর্দায় জুটি বাঁধতে পারেন অক্ষয় কুমার ও রবিনা ট্যান্ডন ৷ এই অসম্ভবকে সম্ভব করতে পারে 'ওয়েলকাম 3' ছবি ৷

Akshay and Raveena
আবার জুটি বাঁধতে পারেন অক্ষয় রবিনা
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2023, 7:39 PM IST

হায়দরাবাদ, 23 অগস্ট: বলিউডের তারকা জুটি রবিনা ট্যান্ডন এবং অক্ষয় কুমারকে আজও ভুলতে পারেননি সিনে অনুরাগীরা ৷ নয়ের দশকের সাড়া জাগানো জুটি সম্পর্কে জড়িয়েছিলেন বলেও শোনা যায় ৷ কিন্তু পরে অবশ্য দু'জনের পথ আলাদা হয়ে যায় ৷ তারপর কেটে গিয়েছে 20 বছর ৷ একসঙ্গে আর কাজ করতে দেখা যায়নি রবিনা-অক্ষয়কে ৷ তবে শোনা যাচ্ছে 'ওয়েলকাম' ছবির নতুন পর্বে ফের জুটি বাঁধতে পারেন তাঁরা ৷

অক্ষয়-রবিনা একসময় 'খিলাড়িয়োঁ কে খিলাড়ি', 'বারুদ', 'কিমত'-এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন ৷ দু'জনকে শেষবার একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল 'পুলিশ ফোর্স: অ্যান ইনসাইড স্টোরি' ছবিতে ৷ তারপর প্রায় 20 বছর আর কোনও ছবিতে তাঁদের জুটি হিসাবে দেখা যায়নি ৷ বিভিন্ন সংবাদ মাধ্য়মের খবর বলছে, অক্ষয়-রবিনা আবার জুটি বাঁধতে চলেছেন 'ওয়েলকাম 3' ছবির হাত ধরে ৷

অনেকেই বলছেন এই ছবির নাম নাকি হতে চলেছে 'ওয়েলকাম টু জঙ্গল' ৷ এই রোম্য়ান্টিক কমেডির প্রস্তুতি পর্বও শুরু হয়ে গিয়েছে ৷ অনেক সংবাদ মাধ্য়মে এও দাবি করা হয়েছে মজনু ভাই -উদয় ভাই চরিত্রে এবার নাকি আর নানা পাটেকর এবং অনিল কাপুরকে দেখা যাবে না ৷ তার বদলে দেখা যাবে সঞ্জয় দত্ত এবং আরশাদ ওয়ারসিকে ৷ যদিও এই নিয়ে কোনও সঠিক তথ্য এখনও সামনে আসেনি ৷

আরও পড়ুন: আইফেল টাওয়ারের সামনে আইসিসি বিশ্বকাপের ট্রফি উন্মোচন ঊর্বশীর

তবে সিক্যুয়াল ছবিই যে তাঁর জন্য় ঘুরে দাঁড়ানোর পথ হতে পারে তা ভালোই বুঝে গিয়েছেন অক্ষয় কুমার ৷ তাঁর শেষ ছবি 'ও মাই গড 2' হলে বেশ সাফল্য পেয়েছে ৷ ইতিমধ্যেই 100 কোটি ছাড়িয়েছে এই ছবির আয় ৷ আর তাই 'ওয়েলকাম 3' ছবি নিয়েও উৎসাহ তুঙ্গে ফ্যানেদের মধ্যে ৷ কবে মুক্তি পেতে পারে এই ছবি? সূত্রের খবর বলছে, সবকিছু ঠিক থাকলে আগামী বছর ক্রিসমাস নাগাদ মুক্তি পেতে পারে এই ছবি ৷

হায়দরাবাদ, 23 অগস্ট: বলিউডের তারকা জুটি রবিনা ট্যান্ডন এবং অক্ষয় কুমারকে আজও ভুলতে পারেননি সিনে অনুরাগীরা ৷ নয়ের দশকের সাড়া জাগানো জুটি সম্পর্কে জড়িয়েছিলেন বলেও শোনা যায় ৷ কিন্তু পরে অবশ্য দু'জনের পথ আলাদা হয়ে যায় ৷ তারপর কেটে গিয়েছে 20 বছর ৷ একসঙ্গে আর কাজ করতে দেখা যায়নি রবিনা-অক্ষয়কে ৷ তবে শোনা যাচ্ছে 'ওয়েলকাম' ছবির নতুন পর্বে ফের জুটি বাঁধতে পারেন তাঁরা ৷

অক্ষয়-রবিনা একসময় 'খিলাড়িয়োঁ কে খিলাড়ি', 'বারুদ', 'কিমত'-এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন ৷ দু'জনকে শেষবার একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল 'পুলিশ ফোর্স: অ্যান ইনসাইড স্টোরি' ছবিতে ৷ তারপর প্রায় 20 বছর আর কোনও ছবিতে তাঁদের জুটি হিসাবে দেখা যায়নি ৷ বিভিন্ন সংবাদ মাধ্য়মের খবর বলছে, অক্ষয়-রবিনা আবার জুটি বাঁধতে চলেছেন 'ওয়েলকাম 3' ছবির হাত ধরে ৷

অনেকেই বলছেন এই ছবির নাম নাকি হতে চলেছে 'ওয়েলকাম টু জঙ্গল' ৷ এই রোম্য়ান্টিক কমেডির প্রস্তুতি পর্বও শুরু হয়ে গিয়েছে ৷ অনেক সংবাদ মাধ্য়মে এও দাবি করা হয়েছে মজনু ভাই -উদয় ভাই চরিত্রে এবার নাকি আর নানা পাটেকর এবং অনিল কাপুরকে দেখা যাবে না ৷ তার বদলে দেখা যাবে সঞ্জয় দত্ত এবং আরশাদ ওয়ারসিকে ৷ যদিও এই নিয়ে কোনও সঠিক তথ্য এখনও সামনে আসেনি ৷

আরও পড়ুন: আইফেল টাওয়ারের সামনে আইসিসি বিশ্বকাপের ট্রফি উন্মোচন ঊর্বশীর

তবে সিক্যুয়াল ছবিই যে তাঁর জন্য় ঘুরে দাঁড়ানোর পথ হতে পারে তা ভালোই বুঝে গিয়েছেন অক্ষয় কুমার ৷ তাঁর শেষ ছবি 'ও মাই গড 2' হলে বেশ সাফল্য পেয়েছে ৷ ইতিমধ্যেই 100 কোটি ছাড়িয়েছে এই ছবির আয় ৷ আর তাই 'ওয়েলকাম 3' ছবি নিয়েও উৎসাহ তুঙ্গে ফ্যানেদের মধ্যে ৷ কবে মুক্তি পেতে পারে এই ছবি? সূত্রের খবর বলছে, সবকিছু ঠিক থাকলে আগামী বছর ক্রিসমাস নাগাদ মুক্তি পেতে পারে এই ছবি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.