ETV Bharat / entertainment

Bade Miyan Chote Miyan: ঈদে পর্দায় আসছে টাইগার-অক্ষয়ের 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ' - will bade miyan chote miyan release in Eid 2024

আগামী বছর ঈদে পর্দায় আসছে টাইগার-অক্ষয়ের 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ' ৷ জানিয়ে দিলেন অক্ষয় ৷

Bade Miyan Chote Miyan Release Date
ঈদে আসছে বড়ে মিঞা ছোটে মিঞা
author img

By

Published : May 5, 2023, 7:57 PM IST

হায়দরাবাদ, 5 মে: পর্দায় একসঙ্গে টাইগার শ্রফ এবং অক্ষয় কুমার ৷ 'অ্যাকশন এন্টারটেইনার' অনুরাগীদের জন্য এর চেয়ে পয়সাওসুল কাহিনি আর কিই বা হতে পারে ৷ ঠিক এটাই ঘটতে চলেছে আলি আব্বাস পরিচালিত 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ' ছবিতে ৷ 'সুলতান' এবং 'ভারত'-এর পর 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ' হল আলি আব্বাসের তৃতীয় ছবি যা আগামী বছর ঈদে মুক্তি পেতে চলেছে ৷ শুক্রবার এমনটাই ঘোষণা করলেন অক্ষয় কুমার ৷

শুক্রবার তাঁর এবং টাইগারের একটি ছবি শেয়ার করে অক্ষয় লেখেন, "আগামী বছর ঈদে আপনাদের সঙ্গে প্রেক্ষাগৃহে দেখা হবে ৷" ছবিতে অ্যান্টাগনিস্ট হিসাবে দেখা যাবে দক্ষিণী স্টার পৃথ্বীরাজ সুকুমারণ ৷ এর আগে সলমনের 'সুলতান' পর্দায় এসেছিল ঈদে ৷ সেই ছবিকে দর্শক ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন ৷ যদিও এবারও 'কিসি কা ভাই কিসি কি জান' ঈদ উপলক্ষেই 21 এপ্রিল মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে ৷ কিন্তু সেই ছবি আবার ততখানি ভালো আয় করতে পারেনি ৷ এবার আলি আব্বাসের এই নতুন ছবি 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ' কেমন সাফল্য় পায় সেটাই দেখার ৷

এই ছবিকে ভারতের অন্যতম সেরা একটি অ্যাকশন ছবি হিসাবেই তুলে ধরার পরিকল্পনা করেছে জ্যাকি এবং বাসু ভগনানির পূজা এন্টারটেইনমেন্ট ৷ আর তাই এই ছবিতে হাত মিলিয়েছেন ভারতীয় সিনেমার দুই বিখ্য়াত অ্যাকশন হিরো অক্ষয় এবং টাইগার ৷ একসঙ্গে প্রথমবার স্ক্রিনশেয়ার করতে চলেছেন তাঁরা ৷ ইউরোপ এবং সংযুক্ত আরব আমিরশাহীর বিভিন্ন জাায়গায় এই ছবির শ্যুটিং করেছেন নির্মাতারা ৷ রিপোর্ট বলছে খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে শ্য়ুটিং পর্ব ৷

ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে চলেছেন সোনাক্ষী সিনহা, মানুষী চিল্লার এবং আলায়া এফ । 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ' ছবিতে অ্যাকশন সিকোয়েন্সের গুরুত্বের কথা মাথায় রেখে পশ্চিমি অ্যাকশন ডিরেক্টরের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে ৷ তাঁদের নির্দেশেই চলছে ছবির অ্যাকশন সিকোয়েন্সগুলির শ্যুটিং ৷

আরও পড়ুন: সুদীপ্তা সৌম্যর বিয়ে, বউভাত ও গ্র‍্যান্ড রিসেপশনে অন্দরের ছবি

হায়দরাবাদ, 5 মে: পর্দায় একসঙ্গে টাইগার শ্রফ এবং অক্ষয় কুমার ৷ 'অ্যাকশন এন্টারটেইনার' অনুরাগীদের জন্য এর চেয়ে পয়সাওসুল কাহিনি আর কিই বা হতে পারে ৷ ঠিক এটাই ঘটতে চলেছে আলি আব্বাস পরিচালিত 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ' ছবিতে ৷ 'সুলতান' এবং 'ভারত'-এর পর 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ' হল আলি আব্বাসের তৃতীয় ছবি যা আগামী বছর ঈদে মুক্তি পেতে চলেছে ৷ শুক্রবার এমনটাই ঘোষণা করলেন অক্ষয় কুমার ৷

শুক্রবার তাঁর এবং টাইগারের একটি ছবি শেয়ার করে অক্ষয় লেখেন, "আগামী বছর ঈদে আপনাদের সঙ্গে প্রেক্ষাগৃহে দেখা হবে ৷" ছবিতে অ্যান্টাগনিস্ট হিসাবে দেখা যাবে দক্ষিণী স্টার পৃথ্বীরাজ সুকুমারণ ৷ এর আগে সলমনের 'সুলতান' পর্দায় এসেছিল ঈদে ৷ সেই ছবিকে দর্শক ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন ৷ যদিও এবারও 'কিসি কা ভাই কিসি কি জান' ঈদ উপলক্ষেই 21 এপ্রিল মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে ৷ কিন্তু সেই ছবি আবার ততখানি ভালো আয় করতে পারেনি ৷ এবার আলি আব্বাসের এই নতুন ছবি 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ' কেমন সাফল্য় পায় সেটাই দেখার ৷

এই ছবিকে ভারতের অন্যতম সেরা একটি অ্যাকশন ছবি হিসাবেই তুলে ধরার পরিকল্পনা করেছে জ্যাকি এবং বাসু ভগনানির পূজা এন্টারটেইনমেন্ট ৷ আর তাই এই ছবিতে হাত মিলিয়েছেন ভারতীয় সিনেমার দুই বিখ্য়াত অ্যাকশন হিরো অক্ষয় এবং টাইগার ৷ একসঙ্গে প্রথমবার স্ক্রিনশেয়ার করতে চলেছেন তাঁরা ৷ ইউরোপ এবং সংযুক্ত আরব আমিরশাহীর বিভিন্ন জাায়গায় এই ছবির শ্যুটিং করেছেন নির্মাতারা ৷ রিপোর্ট বলছে খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে শ্য়ুটিং পর্ব ৷

ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে চলেছেন সোনাক্ষী সিনহা, মানুষী চিল্লার এবং আলায়া এফ । 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ' ছবিতে অ্যাকশন সিকোয়েন্সের গুরুত্বের কথা মাথায় রেখে পশ্চিমি অ্যাকশন ডিরেক্টরের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে ৷ তাঁদের নির্দেশেই চলছে ছবির অ্যাকশন সিকোয়েন্সগুলির শ্যুটিং ৷

আরও পড়ুন: সুদীপ্তা সৌম্যর বিয়ে, বউভাত ও গ্র‍্যান্ড রিসেপশনে অন্দরের ছবি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.