ETV Bharat / entertainment

Mission Raniganj vs Thank You for Coming: প্রেক্ষাগৃহে মুখোমুখি অক্ষয়-ভূমি; উইকএন্ডে কার ছবি দেখবেন ?

একই দিনে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত 'মিশন রানিগঞ্জ' ও ভূমি পেড়নেকর অভিনীত 'থ্যাংক ইউ ফর কামিং' ৷ বক্সঅফিস দৌড়ে কে এগিয়ে, কেই বা পিছিয়ে দেখে নেওয়া যাক এক নজরে ৷

Etv Bharat
প্রেক্ষাগৃহে অক্ষয় কুমার-ভূমি পেদনেকর মুখোমুখি
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2023, 5:51 PM IST

হায়দরাবাদ, 6 অক্টোবর: প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত 'মিশন রানিগঞ্জ' ও ভূমি পেড়নেকর অভিনীত 'থ্যাংক ইউ ফর কামিং' ৷ বক্সঅফিসে একসঙ্গে দুটি ছবির মুক্তি মানেই দ্বন্দ্ব অবধারিত ৷ শুধু তাই নয়, একদিন আগেই মুক্তি পেয়ে গিয়েছে রাজবীর দেবও পালোম ধিলন অভিনীত দোনো ৷ ফলে বক্সঅফিসে এখন চলছে হাড্ডাহাড্ডি লড়াই ৷ প্রথম দিনে কেমন হল ছবির ব্যবসা দেখে নেওয়া যাক একনজরে ৷

মিশন রানিগঞ্জ প্রথমদিনের বক্সঅফিস কালেকশন:

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক অনুসারে অক্ষয় কুমারের ছবি মুক্তির প্রথম দিনে ঘরে তুলেছে মাত্র 3.50 কোটি টাকা ৷ তিনু সুরেশ দেশাই পরিচালিত এই ছবির প্রেক্ষাপট আসানসোলের রানিগঞ্জের কয়লাখনিতে দুর্ঘটনা ৷ সত্যঘটনা অবলম্বনে তৈরি এই ছবি প্রথম থেকেই দর্শক মনে উন্মাদনা তৈরি করেছিল ৷ বিশেষ করে, 1989 সালে কয়লাখনি থেকে আটকে যাওয়া শ্রমিকদের যেভাবে উদ্ধার করা হয়েছিল, তা আজও স্মরণীয় ৷ ইঞ্জিনিয়র যশবন্ত সিং গিলের ভূমিকা মনে রেখেছে সেই সকল পরিবার যাদের তিনি বাঁচিয়েছিলেন ৷ ফলে এই ছবি ঘিরে মনের কোণে আলাদা জায়গা তৈরি আগেই হয়ে গিয়েছিল ৷ তবে প্রশ্ন ছিল, চিত্রনাট্য কতটা আটকে রাখতে পারবে দর্শকদের ৷ অক্ষয়ের বিপরীতে ছবিতে দেখা গিয়েছে পরিণীতি চোপড়াকে ৷ আপ নেতা রাঘব চাড্ডাকে বিয়ের পর এই ছবি ছিল পরীর প্রথম মুক্তি ৷ প্রায় 2500 স্ক্রিনে মুক্তি পেয়েছে এই ছবি ৷ বাজেট 120 কোটি টাকা ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

থ্যাংক ইউ ফর কামিং প্রথমদিনের বক্সঅফিস কালেকশন:

আন্তর্জাতিক স্তরে 'থ্যাংক ইউ ফর কামিং' প্রশংসিত হলেও মুক্তির পর এই ছবির ফলাফল খুব একটা সুখের নয় ৷ ছবির গল্প মানুষের ট্যাবু ভাঙাকে নিয়ে হলেও বক্সঅফিসে পিছিয়ে ভূমি পেড়নেকরের থ্যাংক ইউ ফর কামিং ৷ ডোমেস্টিক বক্সঅফিসে এই ছবির প্রথম দিনের কালেকশন 1 কোটি টাকা ৷ বাজেট 40 কোটির ৷ করণ বুলানি এই ছবির হাত ধরে বি-টাউনে পরিচালক হিসাবে পা রেখেছেন ৷ তাই তাঁর রিপোর্ট কার্ড কেমন হবে, তা তো সময়ই বলবে ৷ এই উইকএন্ডে কোন ছবি কাকে টেক্কা দেবে, তা জানতে আরও কিছুটা সময় দিতে হবে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: দোনো ছবির প্রিমিয়ারে চাঁদের হাট, 3 স্টার কিডকে শুভেচ্ছা সলমনের

হায়দরাবাদ, 6 অক্টোবর: প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত 'মিশন রানিগঞ্জ' ও ভূমি পেড়নেকর অভিনীত 'থ্যাংক ইউ ফর কামিং' ৷ বক্সঅফিসে একসঙ্গে দুটি ছবির মুক্তি মানেই দ্বন্দ্ব অবধারিত ৷ শুধু তাই নয়, একদিন আগেই মুক্তি পেয়ে গিয়েছে রাজবীর দেবও পালোম ধিলন অভিনীত দোনো ৷ ফলে বক্সঅফিসে এখন চলছে হাড্ডাহাড্ডি লড়াই ৷ প্রথম দিনে কেমন হল ছবির ব্যবসা দেখে নেওয়া যাক একনজরে ৷

মিশন রানিগঞ্জ প্রথমদিনের বক্সঅফিস কালেকশন:

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক অনুসারে অক্ষয় কুমারের ছবি মুক্তির প্রথম দিনে ঘরে তুলেছে মাত্র 3.50 কোটি টাকা ৷ তিনু সুরেশ দেশাই পরিচালিত এই ছবির প্রেক্ষাপট আসানসোলের রানিগঞ্জের কয়লাখনিতে দুর্ঘটনা ৷ সত্যঘটনা অবলম্বনে তৈরি এই ছবি প্রথম থেকেই দর্শক মনে উন্মাদনা তৈরি করেছিল ৷ বিশেষ করে, 1989 সালে কয়লাখনি থেকে আটকে যাওয়া শ্রমিকদের যেভাবে উদ্ধার করা হয়েছিল, তা আজও স্মরণীয় ৷ ইঞ্জিনিয়র যশবন্ত সিং গিলের ভূমিকা মনে রেখেছে সেই সকল পরিবার যাদের তিনি বাঁচিয়েছিলেন ৷ ফলে এই ছবি ঘিরে মনের কোণে আলাদা জায়গা তৈরি আগেই হয়ে গিয়েছিল ৷ তবে প্রশ্ন ছিল, চিত্রনাট্য কতটা আটকে রাখতে পারবে দর্শকদের ৷ অক্ষয়ের বিপরীতে ছবিতে দেখা গিয়েছে পরিণীতি চোপড়াকে ৷ আপ নেতা রাঘব চাড্ডাকে বিয়ের পর এই ছবি ছিল পরীর প্রথম মুক্তি ৷ প্রায় 2500 স্ক্রিনে মুক্তি পেয়েছে এই ছবি ৷ বাজেট 120 কোটি টাকা ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

থ্যাংক ইউ ফর কামিং প্রথমদিনের বক্সঅফিস কালেকশন:

আন্তর্জাতিক স্তরে 'থ্যাংক ইউ ফর কামিং' প্রশংসিত হলেও মুক্তির পর এই ছবির ফলাফল খুব একটা সুখের নয় ৷ ছবির গল্প মানুষের ট্যাবু ভাঙাকে নিয়ে হলেও বক্সঅফিসে পিছিয়ে ভূমি পেড়নেকরের থ্যাংক ইউ ফর কামিং ৷ ডোমেস্টিক বক্সঅফিসে এই ছবির প্রথম দিনের কালেকশন 1 কোটি টাকা ৷ বাজেট 40 কোটির ৷ করণ বুলানি এই ছবির হাত ধরে বি-টাউনে পরিচালক হিসাবে পা রেখেছেন ৷ তাই তাঁর রিপোর্ট কার্ড কেমন হবে, তা তো সময়ই বলবে ৷ এই উইকএন্ডে কোন ছবি কাকে টেক্কা দেবে, তা জানতে আরও কিছুটা সময় দিতে হবে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: দোনো ছবির প্রিমিয়ারে চাঁদের হাট, 3 স্টার কিডকে শুভেচ্ছা সলমনের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.