ETV Bharat / entertainment

Prithviraj Film : করণি সেনার রোষ, নাম পরিবর্তন হচ্ছে অক্ষয়ের 'পৃথ্বীরাজ'-এর - Akshay Kumar New Film Prithviraj Name Change

বদলাচ্ছে অক্ষয়ের নতুন ছবি 'পৃথ্বীরাজ'-এর নাম ৷ করনি সেনার জনস্বার্থ মামলার ভিত্তিতে এবার এই ছবির নাম হতে চলেছে 'সম্রাট পৃথ্বীরাজ' (Akshay Kumar New Film Prithviraj Name Change)৷

Akshay Kumar New Film
করনি সেনার চাপে নাম পরিবর্তন অক্ষয়ের 'পৃথ্বীরাজ'-এর
author img

By

Published : May 28, 2022, 11:22 AM IST

মুম্বই, 28 মে : বলিউডের খিলাড়ি কুমার অক্ষয়ের আগামি ছবি 'পৃথ্বীরাজ' প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 3 জুন ৷ তার আগে এবার ফের একটি নতুন খবর এল এই ছবিকে ঘিরে ৷ যশরাজ ফিল্মসের তরফে জারি করা একটি সাম্প্রতিক চিঠিতে জানানো হয়েছে নাম বদল হচ্ছে এই ঐতিহাসিক পটবয়লারটির ৷ 'পৃথ্বীরাজ'-এর পরিবর্তে এবার এই ছবির নাম হতে চলেছে 'সম্রাট পৃথ্বীরাজ' (Akshay Kumar New Film Prithviraj Name Change) ৷ কিন্তু হঠাৎ কেন এই নাম বদল ? আসলে ট্রেলার সামনে আসতে না আসতেই এই ছবি নিয়ে মামলা করে রাজস্থানের শ্রী রাজপুত করণি সেনা ৷ সেই জনস্বার্থ মামলার ভিত্তিতেই এই পদক্ষেপ নিল যশরাজ ফিল্মস ৷

চিঠিতে লেখা হয়েছে, "চলচ্চিত্রের বর্তমান শিরোনাম সম্পর্কে আপনাদের যে অভিযোগ তা নিয়ে আমাদের সতর্ক করার জন্য আমরা আন্তরিকভাবে আপনাদের প্রশংসা করছি ৷ একইসঙ্গে আপনাদের আশ্বস্ত করছি যে আমাদের কোনও ব্যক্তির অনুভূতিতে আঘাত করার ইচ্ছা নেই ৷ প্রয়াত মহারাজা এবং যোদ্ধা পৃথ্বীরাজ চৌহানকেও অসম্মান করার চেষ্টা করিনি আমরা । আসলে, আমরা এই চলচ্চিত্রের মাধ্যমে তাঁর সাহসিকতা, অর্জন এবং আমাদের দেশের ইতিহাসে তাঁর অবদানকে উদযাপন করতে চাই ।"

চিঠিতে আরও বলা হয়েছে, "আমাদের মধ্যে একাধিক রাউন্ডের আলোচনার পর সব অভিযোগের শান্তিপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণভাবে সমাধান করার জন্য, আমরা চলচ্চিত্রটির শিরোনাম পরিবর্তন করে 'সম্রাট পৃথ্বীরাজ' করতে চলেছি ।" রাজপুত করনি সেনার অভিযোগের ভিত্তিতে এই প্রথমবার নাম কোনও ছবির পরিবর্তন হল তা নয় ৷ এর আগেও সঞ্জয় লীলা বনশালির 'পদ্মাবতী' ছবির নাম বদলে 'পদ্মাবত' করতে হয়েছিল এই সেনার অভিযোগের ভিত্তিতেই ৷

Akshay Kumar New Film
বদলাচ্ছে অক্ষয়ের নতুন ছবি 'পৃথ্বীরাজ'-এর নাম

আরও পড়ুন : আর এক পায়ে লাফিয়ে যেতে হবে না স্কুলে, সোনুর থেকে পা পেল ছোট্ট সীমা

এই ছবিতে প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লারের সঙ্গে জুটি বেঁধেছেন অক্ষয় ৷ 2017 সালের বিশ্বসুন্দরীর খেতাব জেতা মানুষীর বলিউডে অভিষেক ঘটছে এই ছবির হাত ধরেই ৷ জানা গিয়েছে ছবিটির পিছনে রয়েছে পরিচালক ডঃ চন্দ্রপ্রকাশ ত্রিবেদীর 18 বছরের রিসার্চ ৷ সঞ্জয় দত্ত এবং সোনু সুদও এই ছবিতে অভিনয় করতে চলেছেন বিশেষ বিশেষ চরিত্রে ৷

মুম্বই, 28 মে : বলিউডের খিলাড়ি কুমার অক্ষয়ের আগামি ছবি 'পৃথ্বীরাজ' প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 3 জুন ৷ তার আগে এবার ফের একটি নতুন খবর এল এই ছবিকে ঘিরে ৷ যশরাজ ফিল্মসের তরফে জারি করা একটি সাম্প্রতিক চিঠিতে জানানো হয়েছে নাম বদল হচ্ছে এই ঐতিহাসিক পটবয়লারটির ৷ 'পৃথ্বীরাজ'-এর পরিবর্তে এবার এই ছবির নাম হতে চলেছে 'সম্রাট পৃথ্বীরাজ' (Akshay Kumar New Film Prithviraj Name Change) ৷ কিন্তু হঠাৎ কেন এই নাম বদল ? আসলে ট্রেলার সামনে আসতে না আসতেই এই ছবি নিয়ে মামলা করে রাজস্থানের শ্রী রাজপুত করণি সেনা ৷ সেই জনস্বার্থ মামলার ভিত্তিতেই এই পদক্ষেপ নিল যশরাজ ফিল্মস ৷

চিঠিতে লেখা হয়েছে, "চলচ্চিত্রের বর্তমান শিরোনাম সম্পর্কে আপনাদের যে অভিযোগ তা নিয়ে আমাদের সতর্ক করার জন্য আমরা আন্তরিকভাবে আপনাদের প্রশংসা করছি ৷ একইসঙ্গে আপনাদের আশ্বস্ত করছি যে আমাদের কোনও ব্যক্তির অনুভূতিতে আঘাত করার ইচ্ছা নেই ৷ প্রয়াত মহারাজা এবং যোদ্ধা পৃথ্বীরাজ চৌহানকেও অসম্মান করার চেষ্টা করিনি আমরা । আসলে, আমরা এই চলচ্চিত্রের মাধ্যমে তাঁর সাহসিকতা, অর্জন এবং আমাদের দেশের ইতিহাসে তাঁর অবদানকে উদযাপন করতে চাই ।"

চিঠিতে আরও বলা হয়েছে, "আমাদের মধ্যে একাধিক রাউন্ডের আলোচনার পর সব অভিযোগের শান্তিপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণভাবে সমাধান করার জন্য, আমরা চলচ্চিত্রটির শিরোনাম পরিবর্তন করে 'সম্রাট পৃথ্বীরাজ' করতে চলেছি ।" রাজপুত করনি সেনার অভিযোগের ভিত্তিতে এই প্রথমবার নাম কোনও ছবির পরিবর্তন হল তা নয় ৷ এর আগেও সঞ্জয় লীলা বনশালির 'পদ্মাবতী' ছবির নাম বদলে 'পদ্মাবত' করতে হয়েছিল এই সেনার অভিযোগের ভিত্তিতেই ৷

Akshay Kumar New Film
বদলাচ্ছে অক্ষয়ের নতুন ছবি 'পৃথ্বীরাজ'-এর নাম

আরও পড়ুন : আর এক পায়ে লাফিয়ে যেতে হবে না স্কুলে, সোনুর থেকে পা পেল ছোট্ট সীমা

এই ছবিতে প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লারের সঙ্গে জুটি বেঁধেছেন অক্ষয় ৷ 2017 সালের বিশ্বসুন্দরীর খেতাব জেতা মানুষীর বলিউডে অভিষেক ঘটছে এই ছবির হাত ধরেই ৷ জানা গিয়েছে ছবিটির পিছনে রয়েছে পরিচালক ডঃ চন্দ্রপ্রকাশ ত্রিবেদীর 18 বছরের রিসার্চ ৷ সঞ্জয় দত্ত এবং সোনু সুদও এই ছবিতে অভিনয় করতে চলেছেন বিশেষ বিশেষ চরিত্রে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.