ETV Bharat / entertainment

Mission Raniganj Heads to Oscars: স্বাধীন এন্ট্রি হিসেবে অস্কারের দৌড়ে অক্ষয়ের মিশন রানিগঞ্জ - Mission Raniganj Oscars independent entry

Akshay Kumar Mission Raniganj: অক্ষয় কুমারের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউকে স্বাধীন এন্ট্রি হিসাবে অস্কারে পাঠানো হল ৷ ছবিটি বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ৷

Mission Raniganj Heads to Oscars
অস্কারের দৌড়ে অক্ষয়ের মিশন রানিগঞ্জ
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 13, 2023, 7:05 PM IST

হায়দরাবাদ, 13 অক্টোবর: সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের চলচ্চিত্র মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ ৷ বঙ্গভূমের প্রেক্ষাপটে তৈরি এই ছবি বক্স অফিসে সে রকম সাড়া ফেলতে না পারলেও দর্শকদের মন জয় করে নিয়েছে ৷ ইতিবাচক পর্যালোচনা পেয়েছে এই ফিল্ম ৷ আর এ বার স্বাধীন ছবি হিসেবে অস্কারের দৌড়ে চলে গেল মিশন রানিগঞ্জ ৷

অ্যাকাডেমি যে কোনও দেশকে দুটি পদ্ধতিতে অস্কারে অ-ইংরেজি চলচ্চিত্র জমা দেওয়ার অনুমতি দেয় । প্রথম পদ্ধতি হল অফিসিয়াল এন্ট্রি, যা অ্যাকাডেমি কর্তৃক নির্ধারিত একটি সংস্থা দ্বারা নির্বাচিত হয় । আমাদের দেশে এটা হল ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া । অপর পদ্ধতি হল একটি স্বাধীন এন্ট্রি, যাকে মার্কিন যুক্তরাষ্ট্রে কিছু থিয়েট্রিক্যাল রিলিজের শর্ত পূরণ করতে হয় । এ বছরের অস্কারের জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি হল টোভিনো থমাসের ফিল্ম 2018: এভরি ইজ আ হিরো ৷ কেরালার বন্যার উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবি ৷ আর স্বাধীন এন্ট্রিতে পাঠানো হল মিশন রানিগঞ্জের নাম ৷

আরও পড়ুন: নিজেদের খনির সত্যি ঘটনায় তৈরি অক্ষয়ের মিশন রানিগঞ্জে অভিনয় করে উচ্ছ্বসিত কর্মীরা

আজ জাতীয় সিনেমা দিবস উপলক্ষে মিশন রানিগঞ্জ দেশের বক্স অফিসে ভালো প্রতিক্রিয়া পেয়েছে ৷ এটি আজ 3.50 কোটি টাকা উপার্জন করেছে বলে জানা গিয়েছে । একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি হওয়া ফিল্ম খনির ইঞ্জিনিয়ার যশবন্ত সিং গিলের বীরত্বের কাহিনি তুলে ধরেছে ৷ যিনি 1989 সালে নিজের জীবনের ঝুঁকি নিয়ে পশ্চিমবঙ্গের রানিগঞ্জে প্লাবিত কয়লা খনি থেকে 65 জন আটকে পড়া শ্রমিকের প্রাণ বাঁচিয়েছিলেন ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

টিনু সুরেশ দেশাই দ্বারা পরিচালিত মিশন রানিগঞ্জে অক্ষয় কুমার, পরিণীতি চোপড়া, রবি কিষাণ এবং কুমুদ মিশ্র-সহ আরও অনেকে রয়েছেন । 55 কোটি টাকা বাজেটের এই ছবির প্রযোজনা করেছেন বাশু ভাগনানি, জ্যাকি ভাগনানি, দীপশিখা দেশমুখ এবং অজয় কাপুর ।

হায়দরাবাদ, 13 অক্টোবর: সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের চলচ্চিত্র মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ ৷ বঙ্গভূমের প্রেক্ষাপটে তৈরি এই ছবি বক্স অফিসে সে রকম সাড়া ফেলতে না পারলেও দর্শকদের মন জয় করে নিয়েছে ৷ ইতিবাচক পর্যালোচনা পেয়েছে এই ফিল্ম ৷ আর এ বার স্বাধীন ছবি হিসেবে অস্কারের দৌড়ে চলে গেল মিশন রানিগঞ্জ ৷

অ্যাকাডেমি যে কোনও দেশকে দুটি পদ্ধতিতে অস্কারে অ-ইংরেজি চলচ্চিত্র জমা দেওয়ার অনুমতি দেয় । প্রথম পদ্ধতি হল অফিসিয়াল এন্ট্রি, যা অ্যাকাডেমি কর্তৃক নির্ধারিত একটি সংস্থা দ্বারা নির্বাচিত হয় । আমাদের দেশে এটা হল ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া । অপর পদ্ধতি হল একটি স্বাধীন এন্ট্রি, যাকে মার্কিন যুক্তরাষ্ট্রে কিছু থিয়েট্রিক্যাল রিলিজের শর্ত পূরণ করতে হয় । এ বছরের অস্কারের জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি হল টোভিনো থমাসের ফিল্ম 2018: এভরি ইজ আ হিরো ৷ কেরালার বন্যার উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবি ৷ আর স্বাধীন এন্ট্রিতে পাঠানো হল মিশন রানিগঞ্জের নাম ৷

আরও পড়ুন: নিজেদের খনির সত্যি ঘটনায় তৈরি অক্ষয়ের মিশন রানিগঞ্জে অভিনয় করে উচ্ছ্বসিত কর্মীরা

আজ জাতীয় সিনেমা দিবস উপলক্ষে মিশন রানিগঞ্জ দেশের বক্স অফিসে ভালো প্রতিক্রিয়া পেয়েছে ৷ এটি আজ 3.50 কোটি টাকা উপার্জন করেছে বলে জানা গিয়েছে । একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি হওয়া ফিল্ম খনির ইঞ্জিনিয়ার যশবন্ত সিং গিলের বীরত্বের কাহিনি তুলে ধরেছে ৷ যিনি 1989 সালে নিজের জীবনের ঝুঁকি নিয়ে পশ্চিমবঙ্গের রানিগঞ্জে প্লাবিত কয়লা খনি থেকে 65 জন আটকে পড়া শ্রমিকের প্রাণ বাঁচিয়েছিলেন ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

টিনু সুরেশ দেশাই দ্বারা পরিচালিত মিশন রানিগঞ্জে অক্ষয় কুমার, পরিণীতি চোপড়া, রবি কিষাণ এবং কুমুদ মিশ্র-সহ আরও অনেকে রয়েছেন । 55 কোটি টাকা বাজেটের এই ছবির প্রযোজনা করেছেন বাশু ভাগনানি, জ্যাকি ভাগনানি, দীপশিখা দেশমুখ এবং অজয় কাপুর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.